ETV Bharat / state

শান্তিনিকেতনে আদিবাসী গ্রামের বাসিন্দাদের পাশে বিশ্বভারতীর শিক্ষকরা - বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেদের বেতনে থেকে সাহায্যে নামলেন বিশ্বভারতী ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের অধ্যাপক-অধ্যাপিকারা । আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে সহযোগিতা করলেন তারা ৷

biswabharati helping needy people in shantiniketan , bolpur, birbhum
শান্তিনিকেতনের আদিবাসি গ্রামের মানুষদের পাশে দাঁড়ালেন বিশ্বভারতীর ফ্যাকাল্টিরা
author img

By

Published : Apr 7, 2020, 8:25 PM IST

শান্তিনিকেতন, 7 এপ্রিল : নিজেদের বেতনে থেকে সাহায্যে নামলেন বিশ্বভারতী ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের অধ্যাপক অধ্যাপিকারা । আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে সহযোগিতা করলেন তাঁরা ৷ মানুষজন যাতে বাজারে না বের হন তার জন্য যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয় । তাঁদের বিভিন্নভাবে সতর্ক থাকার পরামর্শও দেন অধ্যাপক-অধ্যাপিকারা ।

দুস্থ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সহযোগিতা করতে আজ পথে নামলেন বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের অধ্যাপক-অধ্যাপিকারা । লকডাউনের জন্য কর্মহীন ঠিকাশ্রমিক থেকে শুরু করে 100 দিনের কাজের শ্রমিকেরা । সরকারি পরিষেবা পর্যন্ত পৌঁছায়নি তাঁদের কাছে । শান্তিনিকেতনের আদিবাসী অধ্যুষিত সোনাঝুরি পল্লি, সরডাঙ্গা প্রভৃতি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে দাঁড় করিয়ে প্রত্যেক পরিবার পিছু চাল, ডাল, তেল, আলু, মশলা, সাবানও তুলে দেওয়া হয় ।

ভাইরাস থেকে কীভাবে সতর্ক থাকতে হবে সেই বিষয়েও প্রত্যেককে সচেতন করেন বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা ৷ বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেন, " অধ্যাপক-অধ্যাপিকারা তাঁদের বেতনের কিছুটা অংশ জমা করেছেন । সেখান থেকেই আদিবাসী গ্রাম বেছে নিয়ে আমরা সহযোগিতা করছি । লকডাউনে ওই গ্রামগুলিতে মানুষজনের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে । "

শান্তিনিকেতন, 7 এপ্রিল : নিজেদের বেতনে থেকে সাহায্যে নামলেন বিশ্বভারতী ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের অধ্যাপক অধ্যাপিকারা । আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিকে সহযোগিতা করলেন তাঁরা ৷ মানুষজন যাতে বাজারে না বের হন তার জন্য যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয় । তাঁদের বিভিন্নভাবে সতর্ক থাকার পরামর্শও দেন অধ্যাপক-অধ্যাপিকারা ।

দুস্থ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সহযোগিতা করতে আজ পথে নামলেন বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের অধ্যাপক-অধ্যাপিকারা । লকডাউনের জন্য কর্মহীন ঠিকাশ্রমিক থেকে শুরু করে 100 দিনের কাজের শ্রমিকেরা । সরকারি পরিষেবা পর্যন্ত পৌঁছায়নি তাঁদের কাছে । শান্তিনিকেতনের আদিবাসী অধ্যুষিত সোনাঝুরি পল্লি, সরডাঙ্গা প্রভৃতি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে দাঁড় করিয়ে প্রত্যেক পরিবার পিছু চাল, ডাল, তেল, আলু, মশলা, সাবানও তুলে দেওয়া হয় ।

ভাইরাস থেকে কীভাবে সতর্ক থাকতে হবে সেই বিষয়েও প্রত্যেককে সচেতন করেন বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা ৷ বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেন, " অধ্যাপক-অধ্যাপিকারা তাঁদের বেতনের কিছুটা অংশ জমা করেছেন । সেখান থেকেই আদিবাসী গ্রাম বেছে নিয়ে আমরা সহযোগিতা করছি । লকডাউনে ওই গ্রামগুলিতে মানুষজনের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.