নানুর, 2 জুলাই: বীরভূমের রাজনীতি বা এই জেলায় তৃণমূলের সংগঠন সম্পর্কে যারা ওয়াকিবহাল তাদের কাছে কাজল শেখের নাম নতুন নয় ৷ অনুব্রত মণ্ডলের জেলায় তাঁর অনুপস্থিতিতে বর্তমানে কাজল শেখের নাম প্রায় মুখে মুখে ফিরছে ৷ বিভিন্ন সময়ে তাঁর বিতর্কিত মন্তব্য, বিরোধীদের হুঁশিয়ারি দেওয়ার জন্য সংবাদ শিরোনামেও উঠে এসেছে এই তৃণমূল নেতার নাম ৷ এবার ইটিভি ভারতের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে নানা প্রশ্নের অকপট উত্তর দিলেন কাজল শেখ ৷ নির্দল প্রার্থীদের তৃণমূলের হয়ে ভোট করানোর পরামর্শও দিয়েছেন কাজল শেখ ৷
বীরভূম জেলায় তৃণমূলের রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ যুযুধান দুই পক্ষ বলেই পরিচিত ৷ জেলার রাজনৈতিক মহলের মতে, তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলায় যার বিরোধ সবচেয়ে বেশি তিনি হলেন নানুরের কাজল শেখ ৷ রাজ্যে পালাবদলের পর এই দুই গোষ্ঠীর লোকজনের বোমাবাজিতে প্রায় সময় উত্তপ্ত থাকত নানুর ৷ অনুব্রতর জামানাতেই কাজলের গর হিসাবে পরিচিত হয়ে উঠেছিল নানুর । তবে গোরু পাচার মামলায় অনুব্রতর জেল হেফাজতে যাওয়ার পরেই বীরভূম সফরে এসে বিক্ষুব্ধ তৃণমূল নেতা হিসাবে পরিচিত এই কাজল শেখকে জেলা তৃণমূল কোর কমিটিতে যোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই নানুর থেকে অনুব্রতর ঘনিষ্ঠ আবদুল কেরিম খানের জায়গায় জেলা পরিষদের আসনে টিকিট পেয়ে এই প্রথম নির্বাচনে লড়াই করছেন কাজল শেখ ৷ তবে নির্বাচনী প্রচারে বেরিয়ে তাঁকে একাধিক হুমকি দিতেও শোনা গিয়েছে । কখনও বলছেন বিরোধীরা কীভাবে এজেন্ট দেয় দেখি, কখনও বলছেন কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আমরাই থাকব ৷
আরও পড়ুন: খানিক সুস্থ হয়ে ভোট প্রচারে ফিরছেন মমতা, অনুব্রতহীন বীরভূমে সোমে করবেন ভার্চুয়াল সভা
ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এই সকল প্রশ্নের উত্তর দেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। কাজল শেখ মানেই সন্ত্রাসের, বোমা-বন্দুকের রাজনীতি করে এই ধারনা কেন? কোন গণতন্ত্র এটা আপনাকে হুমকি দিতে হচ্ছে? নানুরে গিয়ে রাজনৈতিক হানাহানির খবর সংগ্রহ করতে সাংবাদিকরাও ভয় পায়, আপনি কি ভয় দেখান? অনুব্রত সঙ্গে গোষ্ঠীতে ভাগ হতে হল কেন? বীরভূমে কি মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে? এই সকল কড়া প্রশ্নের স্পষ্ট সহজ-সরল উত্তর দিলেন অনুব্রত যুযুধান তৃণমূল নেতা কাজল শেখ৷ মমতা বন্দ্যোপাধ্যায় হাত যার মাথায় আছে সেই নেতা থেকে শুরু করে নির্দল প্রার্থীদের জোড়াফুলের হতে ভোট করার আহ্বান জানান তিনি৷ পাশাপাশি তাঁর হুমকি দেওয়ার কারনও বর্ননা করেন তিনি ।