ETV Bharat / state

শিক্ষারত্ন পাচ্ছেন বীরভূমের দীনবন্ধু বিশ্বাস - Teacher's Day

বীরভূমের অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ৷ চলতি বছর শিক্ষারত্ন পাচ্ছেন তিনি ৷

দীনবন্ধু বিশ্বাস
author img

By

Published : Aug 31, 2019, 5:23 AM IST

Updated : Aug 31, 2019, 7:49 AM IST

সিউড়ি, 31 অগাস্ট : উদ্ধার করেছেন 6 হাজার সাপ ৷ বাঁচিয়েছেন অসংখ্য গোসাপ, কচ্ছপ, পাখিকে ৷ আয়োজন করেছেন সচেতনতা শিবিরের ৷ বুঝিয়েছেন, এই জীবগুলিও প্রকৃতির অঙ্গ ৷ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি । বছরখানেক নয় ৷ গত 20 বছর ধরে অক্লান্তভাবে এটাই করে চলেছেন বীরভূমের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ৷ নিজের স্কুলে গড়ে তুলেছেন সাপের মিউজ়িয়াম ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাঁকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার ৷

অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধুবাবু ৷ একইসঙ্গে জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ বিওরোর সদস্যও তিনি ৷ বিভিন্ন মেলাতে সাপের প্রর্দশনীর আয়োজন করেছেন ৷ গড়ে তুলেছেন সাপের সংগ্রহশালাও । সাপের ডিম জোগাড় করে রেখেছেন সিউড়ির সেহেড়াপাড়ার নিজের "রূপকথা" বাড়িতে ৷ প্রকৃতপ্রেমী হিসেবে দেশে-বিদেশে সুনামও রয়েছে ৷ প্রখ্যাত সর্পবিদ স্টিফেন্সের কাছ থেকে উপহার হিসেবে একটি স্নেক স্টিকও পেয়েছিলেন ৷

Snake
সাপ নিয়ে কেরামতি দীনবন্ধুবাবুর

তবে শুধু বাইরের জগত নয়, স্কুলেও একইভাবে বিভিন্ন উদ্যোগ নেন দীনবন্ধুবাবু ৷ তাঁর উদ্যোগেই স্কুলে গড়ে উঠেছে সাপের মিউজ়িয়াম ৷ প্রতি বছর স্কুলের সরস্বতী পুজোর থিম থেকে শুরু করে প্রতিমা, মণ্ডপ সবেতেই এগিয়ে আসেন দীনবন্ধুবাবু ৷ ফুটিয়ে তোলেন বিভিন্ন সামাজিক বার্তা ৷ আর সেই দীনবন্ধুবাবুকেই রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ৷ এই খবর পাওয়ার পর স্বভাবতই খুশি দীনবন্ধুবাবু ৷ বলেন, "পুরস্কার পাব শুনে নিঃসন্দেহে ভালো লাগছে । তবে, এটা আমার একার পুরস্কার নয় ৷ এই পুরস্কার অজয়পুর স্কুলের সহকর্মী, ছাত্র-ছাত্রী, এলাকার মানুষজন ও পরিবারের সবার। তাদের সহযোগিতা না পেলে এই কাজ করতে পারতাম না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সিউড়ি, 31 অগাস্ট : উদ্ধার করেছেন 6 হাজার সাপ ৷ বাঁচিয়েছেন অসংখ্য গোসাপ, কচ্ছপ, পাখিকে ৷ আয়োজন করেছেন সচেতনতা শিবিরের ৷ বুঝিয়েছেন, এই জীবগুলিও প্রকৃতির অঙ্গ ৷ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি । বছরখানেক নয় ৷ গত 20 বছর ধরে অক্লান্তভাবে এটাই করে চলেছেন বীরভূমের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ৷ নিজের স্কুলে গড়ে তুলেছেন সাপের মিউজ়িয়াম ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে তাঁকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার ৷

অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধুবাবু ৷ একইসঙ্গে জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ বিওরোর সদস্যও তিনি ৷ বিভিন্ন মেলাতে সাপের প্রর্দশনীর আয়োজন করেছেন ৷ গড়ে তুলেছেন সাপের সংগ্রহশালাও । সাপের ডিম জোগাড় করে রেখেছেন সিউড়ির সেহেড়াপাড়ার নিজের "রূপকথা" বাড়িতে ৷ প্রকৃতপ্রেমী হিসেবে দেশে-বিদেশে সুনামও রয়েছে ৷ প্রখ্যাত সর্পবিদ স্টিফেন্সের কাছ থেকে উপহার হিসেবে একটি স্নেক স্টিকও পেয়েছিলেন ৷

Snake
সাপ নিয়ে কেরামতি দীনবন্ধুবাবুর

তবে শুধু বাইরের জগত নয়, স্কুলেও একইভাবে বিভিন্ন উদ্যোগ নেন দীনবন্ধুবাবু ৷ তাঁর উদ্যোগেই স্কুলে গড়ে উঠেছে সাপের মিউজ়িয়াম ৷ প্রতি বছর স্কুলের সরস্বতী পুজোর থিম থেকে শুরু করে প্রতিমা, মণ্ডপ সবেতেই এগিয়ে আসেন দীনবন্ধুবাবু ৷ ফুটিয়ে তোলেন বিভিন্ন সামাজিক বার্তা ৷ আর সেই দীনবন্ধুবাবুকেই রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে ৷ এই খবর পাওয়ার পর স্বভাবতই খুশি দীনবন্ধুবাবু ৷ বলেন, "পুরস্কার পাব শুনে নিঃসন্দেহে ভালো লাগছে । তবে, এটা আমার একার পুরস্কার নয় ৷ এই পুরস্কার অজয়পুর স্কুলের সহকর্মী, ছাত্র-ছাত্রী, এলাকার মানুষজন ও পরিবারের সবার। তাদের সহযোগিতা না পেলে এই কাজ করতে পারতাম না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:Body:সিউড়ি, 30,আগষ্ট: তিনি বিগত ২০ বছরে কয়েক হাজার সাপ উদ্ধার করে তাদের অনুকুল পরিবেশ পুনর্বাসন দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় সাপ নিয়ে সর্প সচেতনতা শিবির করে সাপকে না মারার জন্য পরামর্শ দিয়েছেন।মানুষকে বুঝিয়েছেন প্রকৃতির অঙ্গ এরা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এদের বাঁচিয়ে রাখা খুব জরুরি। পরিবেশপ্রেমি এই মানুষটির নাম দীনবন্ধু বিশ্বাস। তিনি অজয়পুর হাইস্কুলের শিক্ষক ও জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য । আগামী ৫ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা বীরভূমবাসীদের গর্বিত করে 'শিক্ষারত্ন' সম্মানে সম্মানিত হতে চলেছেন দীনবন্ধু বিশ্বাস মহাশয়। সেদিন তাঁকে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে।

বিভিন্ন মেলাতে করেছেন সর্প প্রর্দশনী। আর তাঁর এই সর্প প্রর্দশনী দেখতে দেখা গিয়েছে উপচে পরা ভিড়। এমনকি তিনি গড়ে তুলেছেন সাপের সংগ্রহ শালাও। তাঁর উদ্যোগে সিউড়ি ১নং ব্লকের অজয়পুর হাইস্কুলে গড়ে উঠেছে সর্প মিউজিয়াম। শুধু ছয় হাজার সাপই নয়, বাঁচিয়েছেন গোসাপ, কচ্ছপ, বিভিন্ন ধরনের সরীসৃপ, বিপদে পড়া বহু স্তন্যপায়ী প্রাণী, বিভিন্ন প্রজাতির পাখিকেও। সাপের ডিম জোগাড় করে তাঁর সেহেড়া পাড়ার 'রূপকথা' বাড়িতে জন্ম দিয়েছেন বিভিন্ন প্রজাতির সাপের। দীনবন্ধু বাবু এভাবেই হয়ে উঠেছেন জীব বন্ধু। প্রকৃতি প্রেমিক দীনবন্ধু বিশ্বাস নিজেকে সর্পপ্রেমী, প্রকৃতিপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন সর্পবিদ স্টিফেন্সের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছিলেন স্নেক স্টিক। পেয়েছেন হাজারও সম্মাননা।

শুধু কি তাই! এছাড়াও এই শিক্ষকের রয়েছে আরও একটি বড় গুণ, আর তাঁর সেই গুণ প্রকাশ পায় তাঁর স্কুল অজয়পুর হাইস্কুলের সরস্বতী পূজায়। এই স্কুলের সরস্বতী পুজো অন্যান্য স্কুলের থেকে অবশ্যই আলাদা, কারণ এই স্কুলের পুজোয় প্রতিবছর ঘটা করে করা হয় থিম, যেখানে ফুটে ওঠে সামাজিক সচেতনতা বার্তা। যেমন এবছরের সরস্বতী পুজোর থিম ছিল 'সেভ দ্য গার্ল চাইল্ড'। উল্লেখ্য বিষয়গুলো, এই সরস্বতী প্রতিমা অথবা থিম কোনরকম বাইরে থেকে আনা শিল্পীকে দিয়ে তৈরি করা হয় না, তৈরি হয় দীনবন্ধু বিশ্বাস মহাশয় এবং তাঁর ছাত্রদের সহযোগিতায়।

মিশনার অফ স্কুল এডুকেশন ডঃ সৌমিত্র মোহনের পক্ষ থেকে দীনবন্ধু বিশ্বাসের শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার খবর পত্র মারফৎ জানানো হয়েছে। আর এই খবরে স্বভাবতই খুশি দীনবন্ধু বাবু। তিনি বলেন, "এই পুরস্কার পাওয়ার সংবাদ শুনে নিঃসন্দেহে ভালো লাগছে। এই পুরস্কার অজয়পুর স্কুলের সহকর্মী, ছাত্র ছাত্রী,এলাকার মানুষজন ও পরিবারের সবার। তাদের সহযোগিতা ও সহানুভূতি না থাকলে এই কাজ এইভাবে করতে পারতাম না।"
Conclusion:
Last Updated : Aug 31, 2019, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.