ETV Bharat / state

Bhuban Badyakar : অনুব্রত খোঁজ নেননি, নতুন গানে সই করে আক্ষেপ ভুবন বাদ্যকরের

নতুন গানে সই করলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর ৷ তবে তাঁর আক্ষেপ, এত জনপ্রিয়তা অর্জনের পরও তিনি অনুব্রত মণ্ডলের ডাক পাননি (Bhuban Badyakar wants to meet Anubrata Mandal) ৷

Bhuban Badyakar News
নতুন গানে সই করলেন ভুবন বাদ্যকর
author img

By

Published : Mar 4, 2022, 5:45 PM IST

বোলপুর, 4 মার্চ : "অনুব্রত মণ্ডল কখনও খোঁজ নিলেন না, ডাকলেন না ।" এদিন নতুন গানের চুক্তিতে সই করে আক্ষেপ করলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar wants to meet Anubrata Mandal) ৷ ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থার সঙ্গে পরবর্তী গানের চুক্তিতে সাক্ষর করেছেন তিনি ৷ এছাড়াও এবার ভুবন বাদ্যকর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPRs)-এর সদস্য হলেন ৷ এবার সারা জীবন রয়্যালটি পাবেন শিল্পী ৷ শুধু তাই নয়, ডাক এসেছে মুম্বই থেকেও ৷

গান গেয়ে বাদাম বিক্রি করতেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর । সেই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । দেশ ছাড়িয়ে বিদেশি তারকাদের মধ্যেও সেই গান নিয়ে উন্মাদনা দেখা যায় ৷ এক মাসের মধ্যে ভুবনের নতুন গান আসতে চলেছে ৷ এদিন বোলপুরে এসে গোধূলিবেলা মিউজিক সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষর করলেন তিনি ৷

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানান, দু'দিন আগে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হয় । তখন তিনি একটি গান তৈরি করেন- 'নতুন গাড়ির ড্রাইভার হতে শখ যে করি ৷' গানটি গেয়েও শোনালেন ৷ তবে এটি তাঁর নতুন গান নয় ৷ নতুন গানে চমক থাকবে ও জনপ্রিয় হবে বলে আশাবাদী ভুবন ৷ গোধূলিবেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষও আশায় রয়েছেন ।

নতুন গানের চুক্তিতে সাক্ষর করে ভুবন বলেন, "আগের গানের দেড় লক্ষ টাকার চেক পেলাম । আবার নতুন গানে সই করলাম ৷ মানুষ আমার গান শুনবেন, এটাই চাই ।"

নতুন গানে সই করলেন ভুবন বাদ্যকর

আরও বলেন, "রাজনৈতিক দলের প্রচারে ডাকে তাই যাই ৷ তৃণমূল ছাড়া অন্য দল ডাকলেও যাব ৷ কারণ আমি শিল্পী । সবার ডাকে যাওয়া উচিত ৷" অনুব্রত মণ্ডলকে চেনেন ? প্রশ্নে ভুবনের আক্ষেপ, "হ্যাঁ চিনি । তবে উনি কোনও দিন ডাকলেন না । খোঁজও নিলেন না । ডাকলে যাব ।"

ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPRs)- এর সদস্য হলেন ভুবন বাদ্যকর ৷ আজীবন পাবেন রয়্যালটি ৷ জানান, সদ্য মুম্বই থেকে ডাক পেয়েছেন । সেখানেও যাবেন ।

আরও পড়ুন : Bhuban Badyakar in Dadagiri: দাদাগিরির মঞ্চে বাদাম কাকু, থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশুও

বোলপুর, 4 মার্চ : "অনুব্রত মণ্ডল কখনও খোঁজ নিলেন না, ডাকলেন না ।" এদিন নতুন গানের চুক্তিতে সই করে আক্ষেপ করলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar wants to meet Anubrata Mandal) ৷ ইলামবাজারের গোধূলিবেলা মিউজিক সংস্থার সঙ্গে পরবর্তী গানের চুক্তিতে সাক্ষর করেছেন তিনি ৷ এছাড়াও এবার ভুবন বাদ্যকর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPRs)-এর সদস্য হলেন ৷ এবার সারা জীবন রয়্যালটি পাবেন শিল্পী ৷ শুধু তাই নয়, ডাক এসেছে মুম্বই থেকেও ৷

গান গেয়ে বাদাম বিক্রি করতেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর । সেই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । দেশ ছাড়িয়ে বিদেশি তারকাদের মধ্যেও সেই গান নিয়ে উন্মাদনা দেখা যায় ৷ এক মাসের মধ্যে ভুবনের নতুন গান আসতে চলেছে ৷ এদিন বোলপুরে এসে গোধূলিবেলা মিউজিক সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষর করলেন তিনি ৷

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানান, দু'দিন আগে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হয় । তখন তিনি একটি গান তৈরি করেন- 'নতুন গাড়ির ড্রাইভার হতে শখ যে করি ৷' গানটি গেয়েও শোনালেন ৷ তবে এটি তাঁর নতুন গান নয় ৷ নতুন গানে চমক থাকবে ও জনপ্রিয় হবে বলে আশাবাদী ভুবন ৷ গোধূলিবেলা মিউজিক সংস্থার কর্ণধার গোপাল ঘোষও আশায় রয়েছেন ।

নতুন গানের চুক্তিতে সাক্ষর করে ভুবন বলেন, "আগের গানের দেড় লক্ষ টাকার চেক পেলাম । আবার নতুন গানে সই করলাম ৷ মানুষ আমার গান শুনবেন, এটাই চাই ।"

নতুন গানে সই করলেন ভুবন বাদ্যকর

আরও বলেন, "রাজনৈতিক দলের প্রচারে ডাকে তাই যাই ৷ তৃণমূল ছাড়া অন্য দল ডাকলেও যাব ৷ কারণ আমি শিল্পী । সবার ডাকে যাওয়া উচিত ৷" অনুব্রত মণ্ডলকে চেনেন ? প্রশ্নে ভুবনের আক্ষেপ, "হ্যাঁ চিনি । তবে উনি কোনও দিন ডাকলেন না । খোঁজও নিলেন না । ডাকলে যাব ।"

ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPRs)- এর সদস্য হলেন ভুবন বাদ্যকর ৷ আজীবন পাবেন রয়্যালটি ৷ জানান, সদ্য মুম্বই থেকে ডাক পেয়েছেন । সেখানেও যাবেন ।

আরও পড়ুন : Bhuban Badyakar in Dadagiri: দাদাগিরির মঞ্চে বাদাম কাকু, থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশুও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.