ETV Bharat / state

হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ? - বিকল্প পৌষমেলা

Poush Mela: ঐতিহ্যবাহী পৌষমেলা এ বারও হচ্ছে না ৷ তাই বিকল্প পৌষমেলার আয়োজন করছে রাজ্য সরকার ৷ এ জন্য বিশ্বভারতীর থেকে মাঠ চাওয়া হবে ৷

Poush Mela
বিকল্প পৌষমেলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 7:35 PM IST

Updated : Dec 8, 2023, 8:16 PM IST

হচ্ছে বিকল্প পৌষমেলা

বোলপুর, 8 ডিসেম্বর: বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে বিকল্প পৌষমেলা করবে রাজ্য সরকার ৷ শুক্রবার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায় ও জেলা সভাধিপতি কাজল শেখের তত্ত্বাবধানে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ৷ ঠিক হয়েছে যে, প্রথমে মেলার আয়োজন করার জন্য বিশ্বভারতীর কাছ থেকে পূর্বপল্লীর মাঠ চেয়ে আবেদন করবে রাজ্য সরকার ৷ মাঠ না পেলে জেলা পরিষদের ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষমেলা ।

এ বারও হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা । স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট । 2019 সালের পর আর হয়নি পৌষমেলা ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের পর এ বার সকলেই আশা করেছিলেন পৌষমেলা হবে ৷ কিন্তু, মেলা না হওয়ায় হতাশ সকলেই ৷

তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা বিকল্প পৌষমেলা করবে গত দুই বছরের মতোই ৷ সেই মতো এ দিন বোলপুর মহকুমা শাসকের দফতরের সভাকক্ষে একটি বৈঠক হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, জেলা সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎকুমার দে, এসডিপিও নিখিল আগরওয়াল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ অন্যান্য আধিকারিকেরা । আহ্বান জানানো হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চকে ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূমের জেলাশাসক বিধান রায় । তিনি জানান, বিকল্প পৌষমেলার জন্য বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ চেয়ে আবেদন করা হবে ৷ মাঠ পাওয়া গেলে সেখানেই হবে মেলা । মাঠ না পাওয়া গেলে বোলপুর ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষমেলা । গত দুই বছর এই মাঠেই বিকল্প পৌষমেলা হয়েছিল ৷

জেলাশাসক বলেন, "বিকল্প পৌষমেলা হবেই ৷ 7 পৌষ থেকেই শুরু হবে মেলা ৷"

আরও পড়ুন:

  1. পৌষমেলার দাবিতে গেটের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ, উত্তপ্ত বিশ্বভারতী
  2. বিকল্প পৌষমেলায় আতসবাজি পোড়ানো নিয়ে সরব পরিবেশ কর্মী
  3. 3 বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা, তবে ছোট হবে পরিধি

হচ্ছে বিকল্প পৌষমেলা

বোলপুর, 8 ডিসেম্বর: বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে বিকল্প পৌষমেলা করবে রাজ্য সরকার ৷ শুক্রবার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায় ও জেলা সভাধিপতি কাজল শেখের তত্ত্বাবধানে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ৷ ঠিক হয়েছে যে, প্রথমে মেলার আয়োজন করার জন্য বিশ্বভারতীর কাছ থেকে পূর্বপল্লীর মাঠ চেয়ে আবেদন করবে রাজ্য সরকার ৷ মাঠ না পেলে জেলা পরিষদের ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষমেলা ।

এ বারও হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা । স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট । 2019 সালের পর আর হয়নি পৌষমেলা ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের পর এ বার সকলেই আশা করেছিলেন পৌষমেলা হবে ৷ কিন্তু, মেলা না হওয়ায় হতাশ সকলেই ৷

তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা বিকল্প পৌষমেলা করবে গত দুই বছরের মতোই ৷ সেই মতো এ দিন বোলপুর মহকুমা শাসকের দফতরের সভাকক্ষে একটি বৈঠক হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, জেলা সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎকুমার দে, এসডিপিও নিখিল আগরওয়াল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ অন্যান্য আধিকারিকেরা । আহ্বান জানানো হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চকে ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূমের জেলাশাসক বিধান রায় । তিনি জানান, বিকল্প পৌষমেলার জন্য বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ চেয়ে আবেদন করা হবে ৷ মাঠ পাওয়া গেলে সেখানেই হবে মেলা । মাঠ না পাওয়া গেলে বোলপুর ডাকবাংলো মাঠেই হবে বিকল্প পৌষমেলা । গত দুই বছর এই মাঠেই বিকল্প পৌষমেলা হয়েছিল ৷

জেলাশাসক বলেন, "বিকল্প পৌষমেলা হবেই ৷ 7 পৌষ থেকেই শুরু হবে মেলা ৷"

আরও পড়ুন:

  1. পৌষমেলার দাবিতে গেটের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ, উত্তপ্ত বিশ্বভারতী
  2. বিকল্প পৌষমেলায় আতসবাজি পোড়ানো নিয়ে সরব পরিবেশ কর্মী
  3. 3 বছর পর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে পৌষমেলা, তবে ছোট হবে পরিধি
Last Updated : Dec 8, 2023, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.