ETV Bharat / state

প্রাথমিকে নিয়োগের নামে টাকা ? তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী - বিদায়ী মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ

বোলপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, চন্দ্রনাথ সিংহ প্রাথমিকে চাকরি দেবে বলে অনেকের থেকে টাকা তুলেছেন ৷ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন অনির্বাণবাবু ৷ এছাড়া বিদায়ী মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দপ্তরের বিরুদ্ধেও একাধিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী ।

তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী
তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী
author img

By

Published : Apr 12, 2021, 11:07 PM IST

বোলপুর, 12 এপ্রিল : নির্বাচন যত এগিয়ে চলছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার ৷ কেউ তুলে ধরছেন রাজ্যের উন্নয়ন তো কেউ জনতার কাছে তুলে ধরছেন বিপক্ষ প্রার্থীর দুর্নীতি ৷ তেমনই বিজেপির তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷

বোলপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, চন্দ্রনাথ সিংহ প্রাথমিকে চাকরি দেবে বলে অনেকের থেকে টাকা তুলেছেন ৷ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন অনির্বাণবাবু ৷ এছাড়া বিদায়ী মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দপ্তরের বিরুদ্ধেও একাধিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী । তৎকালীন নন্দীগ্রামে গুলি চালানো কাণ্ডে যিনি এসডিপিও ছিলেন, তাঁর স্ত্রীকে বেনফিশের ডিরেক্টর করা হয়েছে বলে দাবি করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বোলপুরের বিজেপি প্রার্থী আরও বলেন, "বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করব।"

এছাড়াও, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সে কথাও জানান অনির্বাণবাবু । ক্ষমতায় এলে মৎস্য দফতরের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত হবে বলে জানান তিনি ।

তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী

যদিও এই কথার পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ ৷ তিনি বলেন, ‘‘ আগে তো ওরা ক্ষমতায় আসুক, তারপর তদন্ত করাবে ৷’’ বিজেপি প্রার্থী না জেনেই কথা বলছেন বলেও দাবি করেন তিনি ৷ বোলপুরে বিজেপি প্রার্থীর পাল্টা সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ বলেন, ‘‘বোলপুরের বিজেপি প্রার্থী উপাচার্যের লোক, এটা পরিষ্কার হয়ে গিয়েছে । উনি আমাদের সঙ্গে ছবি দেখিয়ে বলছেন আমাদের লোক । সে ছবি থাকতেই পারে । তাঁকে উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে ।"

মৎস্য দফতরের দুর্নীতি ও প্রাথমিকে নিয়োগের নামে টাকা তোলার যে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী, সেই প্রসঙ্গে চন্দ্রনাথ সিংহ বলেন, "বেনফিশের সঙ্গে মৎস দপ্তরের কোনও যোগাযোগ নেই । বেনফিশ একটি সমবায় । এটা ওনার জানা উচিত।’’

বোলপুর, 12 এপ্রিল : নির্বাচন যত এগিয়ে চলছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার ৷ কেউ তুলে ধরছেন রাজ্যের উন্নয়ন তো কেউ জনতার কাছে তুলে ধরছেন বিপক্ষ প্রার্থীর দুর্নীতি ৷ তেমনই বিজেপির তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷

বোলপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, চন্দ্রনাথ সিংহ প্রাথমিকে চাকরি দেবে বলে অনেকের থেকে টাকা তুলেছেন ৷ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন অনির্বাণবাবু ৷ এছাড়া বিদায়ী মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দপ্তরের বিরুদ্ধেও একাধিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী । তৎকালীন নন্দীগ্রামে গুলি চালানো কাণ্ডে যিনি এসডিপিও ছিলেন, তাঁর স্ত্রীকে বেনফিশের ডিরেক্টর করা হয়েছে বলে দাবি করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বোলপুরের বিজেপি প্রার্থী আরও বলেন, "বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করব।"

এছাড়াও, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সে কথাও জানান অনির্বাণবাবু । ক্ষমতায় এলে মৎস্য দফতরের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত হবে বলে জানান তিনি ।

তরজায় বিজেপি-তৃণমূল প্রার্থী

যদিও এই কথার পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ ৷ তিনি বলেন, ‘‘ আগে তো ওরা ক্ষমতায় আসুক, তারপর তদন্ত করাবে ৷’’ বিজেপি প্রার্থী না জেনেই কথা বলছেন বলেও দাবি করেন তিনি ৷ বোলপুরে বিজেপি প্রার্থীর পাল্টা সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ বলেন, ‘‘বোলপুরের বিজেপি প্রার্থী উপাচার্যের লোক, এটা পরিষ্কার হয়ে গিয়েছে । উনি আমাদের সঙ্গে ছবি দেখিয়ে বলছেন আমাদের লোক । সে ছবি থাকতেই পারে । তাঁকে উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে ।"

মৎস্য দফতরের দুর্নীতি ও প্রাথমিকে নিয়োগের নামে টাকা তোলার যে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী, সেই প্রসঙ্গে চন্দ্রনাথ সিংহ বলেন, "বেনফিশের সঙ্গে মৎস দপ্তরের কোনও যোগাযোগ নেই । বেনফিশ একটি সমবায় । এটা ওনার জানা উচিত।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.