বোলপুর (বীরভূম), 22 এপ্রিল : বোলপুরের বিজেপি প্রার্থীকে গ্রেফতারের দাবিতে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল নেতৃত্ব । পরে তৃণমূলের পক্ষ থেকে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় ৷ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল ।
প্রসঙ্গত, গতকাল বোলপুর উচ্চ বিদ্যালয় ও বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের পোস্টাল ব্যালটে নির্বাচন ছিল । সেই নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিজেপি ৷ শুরু হয় বিক্ষোভ । পরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে এসে ভোট বাতিলের দাবি তোলেন । পরবর্তী সময়ে এসডিপিও-র নেতৃত্বের পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়েছে এ নিয়ে ।
সেই ঘটনায় বিজেপির বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তোলে তৃণমূল । এমনকি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশে অভিযোগ জানানোর কথাও বলেছিলেন গতকাল ৷ সেই দাবিতেই এদিন বোলপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা । পরে মহকুমা শাসক মানস হালদারকে ডেপুটেশন দেওয়া হয় তৃণমূলের তরফে ।
আরও পড়ুন : বিজেপির বিরুদ্ধে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ অনুব্রতর
তৃণমূল জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, ‘‘বিজেপি প্রার্থী অশান্তি সৃষ্টি করছেন । তৃণমূল কর্মীদের উপর হামলা করা হয়েছে ৷ যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আমরা ফের আন্দোলনে নামব ৷’’