নানুর, 4 এপ্রিল : "দুই তারিখের পর উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করা হবে"। নানুরের বাসাপাড়ায় একটি পথসভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার । পথসভা শেষে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ কিন্তু তিনি তাঁর বক্তব্যে অনড় থাকেন । বলেন, "যারা পাকিস্তান বানাতে চাইছে তাদের এনকাউন্টার করা হবে না তো কি ফুলের মালা পরানো হবে ।"
প্রসঙ্গত, নানুরে দলীয় প্রার্থীর সমর্থনে একটি পথসভা থেকে তৃণমূল নেতা শেখ আলম বলেছিলেন, "ভারতবর্ষের 30 শতাংশ মুসলমান আছে । তাতে চারটে পাকিস্তান হয়ে যাবে ।" এই মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। এমনকী, নির্বাচন কমিশনের তরফে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে নানুরের বাসাপাড়ায় একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে পথসভা করেন অনুপম হাজরা । সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "দুই তারিখের পর উত্তরপ্রদেশে যেমন এনকাউন্টার হচ্ছে, এখানেও হবে।"
আরও পড়ুন : নন্দীগ্রাম নিয়ে ‘অসত্য়’ অভিযোগ মমতার, ভর্ৎসনা কমিশনের
তিনি আরও বলেন, "দুই তারিখের পর এখানকার তৃণমূল নেতাদের কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মারা হবে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করবে।" সভা শেষে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমি আবারও বলছি, দুই তারিখের পর যারা পাকিস্তান বানাতে চাইছে তাদের এনকাউন্টার করা হবে।"