ETV Bharat / state

বোলপুরে তৃণমূলের মনোনয়ন জমায় 144 ধারা ভঙ্গের অভিযোগ

প্রার্থীদের সঙ্গে আসা কয়েকশো কর্মী সমর্থক ঢাক-ঢোল বাজিয়ে উল্লাস করতে করতে দু‘টি পুলিশ ব্যারিকেড সরিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে ঢুকে পড়েন । 144 ধারা ভঙ্গ করে প্রার্থীদের সঙ্গেই সমর্থকরা ঢুকে পড়েন মহাকুমা শাসকের কার্যালয়ে ।

author img

By

Published : Apr 5, 2021, 3:03 PM IST

বোলপুরে তৃণমূলের মনোনয়ন জমায় ভঙ্গ 144 ধারা
বোলপুরে তৃণমূলের মনোনয়ন জমায় ভঙ্গ 144 ধারা

বোলপুর, 5 এপ্রিল : মনোনয়নপত্র জমা দিতে এসে 144 ধারা ভঙ্গের অভিযোগ উঠল ৷ বোলপুরের মহকুমা শাসকের কার্যালয়ে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক ঢুকে পড়েন । পুলিশ ব্যারিকেড সরিয়েই ঢুকে পড়েন তাঁরা । তাঁদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন । ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় ।
এদিন বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ, লাভপুর বিধানসভার প্রার্থী অভিজিৎ সিংহ এবং নানুর বিধানসভার প্রার্থী বিধান মাঝি বোলপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন । বোলপুর রেল ময়দান থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে আসেন প্রার্থীরা । মহকুমা শাসকের কার্যালয়ের 100 মিটারের মধ্যে সর্বদা 144 ধারা জারি থাকে । সেই নিয়ম মেনেই কার্যালয়ের 100 ও 200 মিটার দূরে দুটি পুলিশ ব্যারিকেড করা হয়েছিল । কিন্তু প্রার্থীদের সঙ্গে আসা কয়েকশো কর্মী সমর্থক ঢাক-ঢোল বাজিয়ে উল্লাস করতে করতে দুটি পুলিশ ব্যারিকেড সরিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে ঢুকে পড়েন । পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন থাকলেও, তারা তৃণমূল কর্মী-সমর্থকদের আটকাতে ব্যর্থ হয় । 144 ধারা ভঙ্গ করে প্রার্থীদের সঙ্গেই সমর্থকরা ঢুকে পড়েন মহাকুমা শাসকের কার্যালয়ে ।

আরও পড়ুন : তৃতীয় দফায় ওয়েব কাস্টিংয়ে বাড়তি নজরদারির নির্দেশ কমিশনের
বোলপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "144 ধারা আছে । কিন্তু এত উচ্ছ্বাস, তাই ঢুকে পড়েছেন কর্মী-সমর্থকরা । যেহেতু একটাই রাস্তা, তাই পরে আমরা গিয়ে তাঁদের সরিয়ে দিই ।"

বোলপুর, 5 এপ্রিল : মনোনয়নপত্র জমা দিতে এসে 144 ধারা ভঙ্গের অভিযোগ উঠল ৷ বোলপুরের মহকুমা শাসকের কার্যালয়ে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক ঢুকে পড়েন । পুলিশ ব্যারিকেড সরিয়েই ঢুকে পড়েন তাঁরা । তাঁদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন । ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় ।
এদিন বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ, লাভপুর বিধানসভার প্রার্থী অভিজিৎ সিংহ এবং নানুর বিধানসভার প্রার্থী বিধান মাঝি বোলপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন । বোলপুর রেল ময়দান থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে আসেন প্রার্থীরা । মহকুমা শাসকের কার্যালয়ের 100 মিটারের মধ্যে সর্বদা 144 ধারা জারি থাকে । সেই নিয়ম মেনেই কার্যালয়ের 100 ও 200 মিটার দূরে দুটি পুলিশ ব্যারিকেড করা হয়েছিল । কিন্তু প্রার্থীদের সঙ্গে আসা কয়েকশো কর্মী সমর্থক ঢাক-ঢোল বাজিয়ে উল্লাস করতে করতে দুটি পুলিশ ব্যারিকেড সরিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে ঢুকে পড়েন । পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন থাকলেও, তারা তৃণমূল কর্মী-সমর্থকদের আটকাতে ব্যর্থ হয় । 144 ধারা ভঙ্গ করে প্রার্থীদের সঙ্গেই সমর্থকরা ঢুকে পড়েন মহাকুমা শাসকের কার্যালয়ে ।

আরও পড়ুন : তৃতীয় দফায় ওয়েব কাস্টিংয়ে বাড়তি নজরদারির নির্দেশ কমিশনের
বোলপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "144 ধারা আছে । কিন্তু এত উচ্ছ্বাস, তাই ঢুকে পড়েছেন কর্মী-সমর্থকরা । যেহেতু একটাই রাস্তা, তাই পরে আমরা গিয়ে তাঁদের সরিয়ে দিই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.