ETV Bharat / state

বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তপ্ত নানুর - তৃণমূল

এদিন নানুরের বাসাপাড়া বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে নিয়ে মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা । বাসাপাড়া রাস্তার উপর স্থানীয় তৃণমূল নেতা কেরিম খানের পার্টি অফিস রয়েছে । স্লোগান দিতে দিতে যখন বিজেপির মিছিল তৃণমূল কার্যালয়ের সামনে এসে পৌঁছায় তখনই উত্তেজনা ছড়ায় । বচসায় জড়িয়ে পড়েন দুপক্ষের কর্মীরা ।

উত্তপ্ত নানুর
উত্তপ্ত নানুর
author img

By

Published : Mar 23, 2021, 3:20 PM IST

নানুর, 24 মার্চ : নানুরের বাসাপাড়ায় পুলিশের সামনেই বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয় । নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার প্রচারের সময় এই অশান্তি বাধে । মিছিল করে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী । মিছিল তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই শুরু হয় সংঘর্ষ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নানুর ।

এদিন নানুরের বাসাপাড়া বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে নিয়ে মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা । বাসাপাড়া রাস্তার উপর স্থানীয় তৃণমূল নেতা কেরিম খানের পার্টি অফিস রয়েছে । স্লোগান দিতে দিতে মিছিল যখন বিজেপির মিছিল তৃণমূল কার্যালয়ের সামনে এসে পৌঁছায় তখনই উত্তেজনা ছড়ায় । বচসায় জড়িয়ে পড়েন দু পক্ষের কর্মীরা ।

আরও পড়ুন : কী ওষুধ দিতে হয় জানি, ফের বিতর্কিত মন্তব্য অনুব্রতর

বচসা চরমে পৌছলে পুলিশের সামনেই শুরু হয় হাতাহাতি । বিজেপি প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে । হাতে বাঁশ-লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পরে দুপক্ষের কর্মী- সমর্থকেরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নানুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ।

নানুর, 24 মার্চ : নানুরের বাসাপাড়ায় পুলিশের সামনেই বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয় । নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার প্রচারের সময় এই অশান্তি বাধে । মিছিল করে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী । মিছিল তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই শুরু হয় সংঘর্ষ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নানুর ।

এদিন নানুরের বাসাপাড়া বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে নিয়ে মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা । বাসাপাড়া রাস্তার উপর স্থানীয় তৃণমূল নেতা কেরিম খানের পার্টি অফিস রয়েছে । স্লোগান দিতে দিতে মিছিল যখন বিজেপির মিছিল তৃণমূল কার্যালয়ের সামনে এসে পৌঁছায় তখনই উত্তেজনা ছড়ায় । বচসায় জড়িয়ে পড়েন দু পক্ষের কর্মীরা ।

আরও পড়ুন : কী ওষুধ দিতে হয় জানি, ফের বিতর্কিত মন্তব্য অনুব্রতর

বচসা চরমে পৌছলে পুলিশের সামনেই শুরু হয় হাতাহাতি । বিজেপি প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে । হাতে বাঁশ-লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পরে দুপক্ষের কর্মী- সমর্থকেরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নানুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.