বোলপুর, 22 এপ্রিল : নির্বাচনী প্রচারে এবার বোলপুরে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 23 এপ্রিল বোলপুর ডাকবাংলো মাঠে একটি সভা করবেন তিনি । সভার পর ওই রাতে বোলপুরেই থাকবেন নেত্রী ৷
অষ্টম দফায় নির্বাচন বীরভূম জেলায় । নির্বাচনের বহু আগে থেকেই বিজেপি-তৃণমূল চাপানউতোরে সরগরম বীরভূমের মাটি । নির্বাচনী প্রচারে 23 এপ্রিল বোলপুরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুর 1 টায় বোলপুর ডাকবাংলো মাঠে সভা করবেন তিনি । জোরকদমে চলছে সভার প্রস্তুতি । উপস্থিত থাকবেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা বোলপুর ও রামপুরহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দ্রনাথ সিংহ ও আশিস বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য প্রার্থীরা । সভা শেষে বোলপুরে রাত্রিবাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ।
তৃণমূল জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, "11 টায় সভা হওয়ার কথা ছিল সেটা একটু পিছিয়ে দুপুর 1 টায় করা হল। দুই থেকে আড়াই লক্ষ লোকের সমাগম হবে । প্রত্যেককে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে । সেদিকে আমরা নজর রাখব।" একই দিনে বীরভূমের সিউড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । কিন্তু, করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক থাকায় সেই সভা বাতিল হয়েছে । ইতিমধ্যে টুইট করে সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।