ETV Bharat / state

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারেন অনুব্রত, বিশ্বাস দুবরাজপুরের তৃণমূল প্রার্থীর - তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা

চার বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করেছে তৃণমূল ৷ এর মধ্যে রয়েছে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র ৷ প্রথমে প্রার্থী করা হয়েছিল অসীমা ধীবরকে ৷ পরে অনুব্রত মণ্ডলের পছন্দ মতো দেবব্রত সাহাকে প্রার্থী করা হয় ৷

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারে অনুব্রত মণ্ডল, বিশ্বাস দুবরাজপুরের তৃণমূল প্রার্থীর
গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারে অনুব্রত মণ্ডল, বিশ্বাস দুবরাজপুরের তৃণমূল প্রার্থীর
author img

By

Published : Mar 20, 2021, 8:00 PM IST

দুবরাজপুর, 20 মার্চ : প্রার্থী হওয়ার পরই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা ৷ আর এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটোনার বিষয়ে দাদা অর্থাৎ অনুব্রত মণ্ডলের উপরই ভরসা রাখলেন তিনি ৷ জানিয়ে দিলেন, " দাদা(অনুব্রত মণ্ডল) গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দেবে ৷" উল্লেখ্য, এর আগে দুবরাজপুরের প্রার্থী হয়েছিলেন অসীমা ধীবর । কিন্তু, এই প্রার্থীতে আপত্তি ছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । তারপরেই এই বিধানসভার প্রার্থী বদল করা হয় । তাই এবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় ।

প্রার্থী হওয়ার পরই দেবব্রত সাহা বলেন, " প্রার্থী হওয়ায় আমি খুব খুশি । মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের হাত আমার মাথায় আছে । জয়ের বিষয়ে আমি আশাবাদী ।" দলের গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে সামাল দেবেন ? প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী বলেন, "দাদা (অনুব্রত মণ্ডল) আছেন, দাদা দেখে নেবেন আশা করছি । আগে যিনি বিধায়ক ছিলেন আর যিনি আমার আগে টিকিট পেয়েছিলেন দু'জনকে নিয়েই আমি প্রচার করব ।"

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারে অনুব্রত মণ্ডল, এমনটাই জানালেন দুবরাজপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা

আরও পড়ুন, অনুব্রত মণ্ডলের রোড-শোতে খেলা হবে গানে উদ্যম নাচ মহিলা কর্মী সমর্থকদের

যদিও, অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, খুব ভাল প্রার্থী ৷ কমপক্ষে 40 হাজার ভোটে জিতবে তাঁরা ।

দুবরাজপুর, 20 মার্চ : প্রার্থী হওয়ার পরই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা ৷ আর এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটোনার বিষয়ে দাদা অর্থাৎ অনুব্রত মণ্ডলের উপরই ভরসা রাখলেন তিনি ৷ জানিয়ে দিলেন, " দাদা(অনুব্রত মণ্ডল) গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দেবে ৷" উল্লেখ্য, এর আগে দুবরাজপুরের প্রার্থী হয়েছিলেন অসীমা ধীবর । কিন্তু, এই প্রার্থীতে আপত্তি ছিল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । তারপরেই এই বিধানসভার প্রার্থী বদল করা হয় । তাই এবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় ।

প্রার্থী হওয়ার পরই দেবব্রত সাহা বলেন, " প্রার্থী হওয়ায় আমি খুব খুশি । মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের হাত আমার মাথায় আছে । জয়ের বিষয়ে আমি আশাবাদী ।" দলের গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে সামাল দেবেন ? প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী বলেন, "দাদা (অনুব্রত মণ্ডল) আছেন, দাদা দেখে নেবেন আশা করছি । আগে যিনি বিধায়ক ছিলেন আর যিনি আমার আগে টিকিট পেয়েছিলেন দু'জনকে নিয়েই আমি প্রচার করব ।"

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারে অনুব্রত মণ্ডল, এমনটাই জানালেন দুবরাজপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা

আরও পড়ুন, অনুব্রত মণ্ডলের রোড-শোতে খেলা হবে গানে উদ্যম নাচ মহিলা কর্মী সমর্থকদের

যদিও, অনুব্রত মণ্ডল আগেই বলেছেন, খুব ভাল প্রার্থী ৷ কমপক্ষে 40 হাজার ভোটে জিতবে তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.