ETV Bharat / state

বিজেপির বুথ সভাপতির বাড়িতে ঝুলছে বোমা, অভিযুক্ত তৃণমূল

রাত পোহালেই অষ্টম দফার নির্বাচন ৷ তার আগেই বিজেপির বুথ সভাপতির বাড়িতে ঝুলিয়ে রাখা হল বোমা ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

Bengal Election 2021
Bengal Election 2021
author img

By

Published : Apr 28, 2021, 2:01 PM IST

ময়ুরেশ্বর, 28 এপ্রিল : রাত পোহালেই অষ্টম দফার নির্বাচন ৷ এরই মধ্যে বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যে ছড়িয়েছে বীরভূমে ৷

বিজেপির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী বলেন , তৃণমূলের তরফ থেকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে তাঁকে এবং সেকারণেই তাঁর বাড়িতে প্লাস্টিকের ব্যাগে বোমা রেখে এসেছে শাসকদল ৷

ময়ুরেশ্বর 1বি মণ্ডলের বিজেপির সভাপতি সুশান্ত দে বলেন , ' ময়ুরেশ্বর 1বি ব্লকের রাংতাড়া গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী বাড়িতে দু'টি তাজা বোমা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা দরজার সামনে ক্যারি ব্যাগের মাধ্যমে বোমা রেখে দিয়ে যায় ৷ ভোটারদের ভয় দেখানোর জন্য ৷ যাতে কেউ ভোট দিতে না যায় ৷ ' তিনি আরও বলেন ,' তৃণমূলের প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এটা করা হয়েছে ৷ থানায় অভিযোগ কয়েকবার করেছি ...তবুও মল্লারপুর থানার ওসি কোনও পদক্ষেপ নেয়নি ৷ '

বিজেপির বুথ সভাপতির বাড়িতে ঝুলন্ত বোমা

আরও পড়ুন : সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও

অন্যদিকে, তৃণমূলের সদস্য অমিত মণ্ডল বলেন , 'তৃণমূলের করেছে এটা বলা ভিত্তিহীন ৷ তার কারণ তৃণমূল এসব করতেই পারে না ৷...জয়দেব চক্রবর্তী সঙ্গে এমনিও কোনও ঝামেলা নেই ৷ আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক ৷ উনি আমার বাড়ি আসেন ও আমিও ওঁর বাড়ি যাই ৷ '

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ ৷ প্রশাসনিক কর্তাদের সহায়তায় বোমাগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ ঘটনায় কে বা কারা জড়িত সেই নিয়েই তদন্ত শুরু করেছেন পুলিশ ৷

ময়ুরেশ্বর, 28 এপ্রিল : রাত পোহালেই অষ্টম দফার নির্বাচন ৷ এরই মধ্যে বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল তৃণমূলের দিকে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যে ছড়িয়েছে বীরভূমে ৷

বিজেপির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী বলেন , তৃণমূলের তরফ থেকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে তাঁকে এবং সেকারণেই তাঁর বাড়িতে প্লাস্টিকের ব্যাগে বোমা রেখে এসেছে শাসকদল ৷

ময়ুরেশ্বর 1বি মণ্ডলের বিজেপির সভাপতি সুশান্ত দে বলেন , ' ময়ুরেশ্বর 1বি ব্লকের রাংতাড়া গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি জয়দেব চক্রবর্তী বাড়িতে দু'টি তাজা বোমা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা দরজার সামনে ক্যারি ব্যাগের মাধ্যমে বোমা রেখে দিয়ে যায় ৷ ভোটারদের ভয় দেখানোর জন্য ৷ যাতে কেউ ভোট দিতে না যায় ৷ ' তিনি আরও বলেন ,' তৃণমূলের প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এটা করা হয়েছে ৷ থানায় অভিযোগ কয়েকবার করেছি ...তবুও মল্লারপুর থানার ওসি কোনও পদক্ষেপ নেয়নি ৷ '

বিজেপির বুথ সভাপতির বাড়িতে ঝুলন্ত বোমা

আরও পড়ুন : সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও

অন্যদিকে, তৃণমূলের সদস্য অমিত মণ্ডল বলেন , 'তৃণমূলের করেছে এটা বলা ভিত্তিহীন ৷ তার কারণ তৃণমূল এসব করতেই পারে না ৷...জয়দেব চক্রবর্তী সঙ্গে এমনিও কোনও ঝামেলা নেই ৷ আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক ৷ উনি আমার বাড়ি আসেন ও আমিও ওঁর বাড়ি যাই ৷ '

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ ৷ প্রশাসনিক কর্তাদের সহায়তায় বোমাগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ ঘটনায় কে বা কারা জড়িত সেই নিয়েই তদন্ত শুরু করেছেন পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.