বোলপুর, 16 এপ্রিল : বাল ঠাকরের মতো অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণ ব্যান করে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি তুললেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে বিজেপি । শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ।
বিধানসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে সমস্ত কিছুতে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সম্পূর্ণভাবে ব্যান করতে হবে। এমনই দাবি তোলেন অনির্বাণবাবু । পাশাপাশি তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ারও দাবি তোলেন তিনি ।
এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "কীভাবে সারা নির্বাচন জুড়ে এত কুকথা বলতে পারেন অনুব্রতবাবু । তাঁকে সম্পূর্ণভাবে ব্যান করা উচিত । ড্রাফট করার কাজ হয়ে গিয়েছে , এবার আমরা নির্বাচন কমিশনকে জানাব । "
এদিন তিনি আরও বলেন , "যখন বাল ঠাকরেকে সম্পূর্ণ ব্যান করা হয়েছিল , তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল । তখন আমরা সেটা মেনে নিয়েছিলাম । অনুব্রত মণ্ডল কে ? তাঁকেও সম্পূর্ণ ব্যান করা উচিত। কীভাবে একজন জন প্রতিনিধি খুন হওয়ার কথা প্রকাশ্যে বলতে পারেন ? "
এ বিষয়ে অনুব্রতবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , যে যা খুশি দাবি করবে আর নির্বাচন কমিশন তার কথা মতো কাজ করবে এমনটা তো হবে না ৷
আরও পড়ুন : পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল