বোলপুর, 28 এপ্রিল : সারাদিন কার্যত তাঁকে খুজে পায়নি নির্বাচন কমিশন ৷ তা সত্ত্বেও নির্বিকার অনুব্রত মণ্ডল ৷ তাঁর সোজা সাপটা জবাব, ‘‘এটা ওদের ব্যর্থতা ৷’’ এছাড়াও সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি ৷ নির্বাচন কমিশন তৃণমূলের কোনও অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি ৷
নির্বাচনের আগে 60 ঘণ্টা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন । এমনকি এই 60 ঘণ্টায় তিনি কী করছেন, কী করছেন না সব কিছুর ভিডিয়োগ্রাফি করার নির্দেশও দিয়েছিল কমিশন ৷ নজরবন্দি অবস্থায় বাড়ি থেকে বেরোলেও কিছুক্ষণ পরই তিনি কার্যত নিখোঁজ হয়ে যান ৷ অনেক খুঁজেও তাঁর হদিশ পায়নি কমিশন ৷ এরপর নানুর, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া হয়ে তারাপীঠ মন্দিরে গিয়ে পুজা দেন অনুব্রত ।
তাঁকে ধাওয়া করতে কার্যত হিমশিম খায় নির্বাচন কমিশনের নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । পরে জেলাশাসক একটি নোটিশ দিয়ে অনুব্রত মণ্ডলকে সতর্ক করেন । দিনভর জেলা পরিদর্শন করে এদিন সন্ধ্যায় বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসেন অনুব্রত ।
তারপর হাতে একগুচ্ছ অভিযোগ পত্র নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ বলেন, "আমরা নির্বাচন কমিশনকে একাধিক অভিযোগ করেছি । কিন্তু, নির্বাচন কমিশন আমাদের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না । বিজেপি অভিযোগ করলে সেটাকে গুরুত্ব দিচ্ছে ।"
তিনি আরও অভিযোগ করেন, "আমাদের নেতাদের থানায় ডেকে বসিয়ে রাখা হচ্ছে । অকারণে তাঁদের বসিয়ে রাখছে পুলিশ ।"
প্রসঙ্গত, বোলপুরের সভা থেকে কার্যত এমনই অভিযোগ করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নিখোঁজ থাকার প্রসঙ্গে নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, "আমাকে কেন খুঁজে পাইনি সেটা আমি কি করে বলব । আমি তো অপেক্ষা করেছি ম্যাজিস্ট্রেটের জন্য । তারাপীঠে আমাকে ওয়েট করতে হয়েছে । ওরা খুঁজে পাইনি সেটা ওদের ব্যর্থতা ।"