ETV Bharat / state

অমিত শাহকে রান্না করে খাওয়ানো বাসুদেব বাউল এবার মমতার রোড শোয়ে

29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল নেত্রী । তাঁর এই রোড শোয়ে থাকবে প্রায় 1 হাজার জন বাউল শিল্পী । বোলপুর সফরে এসে সুভাষপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহ । এবার এই বাসুদেব দাস বাউলেরও ডাক পড়েছে মমতার রোড শোয়ে।

বাসুদেব বাউল এবার মমতার রোড শোয়ে
বাসুদেব বাউল এবার মমতার রোড শোয়ে
author img

By

Published : Dec 21, 2020, 10:21 PM IST

বোলপুর, 21 ডিসেম্বর : সম্প্রতি বোলপুরে রোড শো করেছেন অমিত শাহ ৷ শান্তিনিকেতন ঘুরে রোড শো করার আগে এক বাউল পরিবারে মধ্যাহ্নভোজন করেন তিনি ৷ শোনেন বাসুদেব বাউলের গানও ৷ বিজেপির পালটা রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই রোড শোয়ে ডাক পেলেন বাসুদেব ৷ 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই রোড-শোয়ে থাকবেন এক হাজার জন বাউল শিল্পী ৷ থাকবেন বাসুদেব দাসও ৷

মমতার রোড শোয়ে ডাক পেয়ে তিনি খুশি, জানালেন বাসুদেব দাস বাউল নিজেই ৷ অনুব্রত মণ্ডলের গড়ে 20 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ । রোড শো সহ রাস্তার দু'ধারে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো । ক্ষমতা প্রদর্শনের জন্য ওই একই জায়গায় রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । 28 ডিসেম্বর বোলপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পরে ওই দিনই বোলপুরের কোনও একটি গ্রামে "বঙ্গধ্বনি যাত্রা" করার কথা রয়েছে তাঁর ।

বাসুদেব বাউল এবার মমতার রোড শোয়ে

29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল নেত্রী । তাঁর এই রোড শোয়ে থাকবে প্রায় 1 হাজার জন বাউল শিল্পী । বোলপুর সফরে এসে সুভাষপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে গান শুনিয়ে, রান্না করে খাওয়ানোর পর এবার সেই বাসুদেব দাস বাউলকে দেখা যাবে মুখ্যমন্ত্রীর রোড শোয়ে ।

আরও পড়ুন :- উধাও সামাজিক দূূরত্ব, অমিত শাহর রোড শো-এ লাটে উঠল স্বাস্থ্যবিধি

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "মুখ্যমন্ত্রীর রোড শোতে 1 হাজার বাউল শিল্পী থাকবেন । বাসুদেব দাস বাউলও থাকবেন ।"

এই প্রসঙ্গে বাসুদেব দাস বাউল বলেন, "দিদি আমাকে ডেকেছেন । শুনে খুব খুশি হয়েছি । খুব ভালো লাগল । এর আগেও দিদির ডাকে অনেক অনুষ্ঠানে গান গেয়েছি । আমি শিল্পী মানুষ, যে ডাকবে আমি গিয়ে গান শোনাব ।"

বোলপুর, 21 ডিসেম্বর : সম্প্রতি বোলপুরে রোড শো করেছেন অমিত শাহ ৷ শান্তিনিকেতন ঘুরে রোড শো করার আগে এক বাউল পরিবারে মধ্যাহ্নভোজন করেন তিনি ৷ শোনেন বাসুদেব বাউলের গানও ৷ বিজেপির পালটা রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই রোড শোয়ে ডাক পেলেন বাসুদেব ৷ 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই রোড-শোয়ে থাকবেন এক হাজার জন বাউল শিল্পী ৷ থাকবেন বাসুদেব দাসও ৷

মমতার রোড শোয়ে ডাক পেয়ে তিনি খুশি, জানালেন বাসুদেব দাস বাউল নিজেই ৷ অনুব্রত মণ্ডলের গড়ে 20 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ । রোড শো সহ রাস্তার দু'ধারে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো । ক্ষমতা প্রদর্শনের জন্য ওই একই জায়গায় রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । 28 ডিসেম্বর বোলপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পরে ওই দিনই বোলপুরের কোনও একটি গ্রামে "বঙ্গধ্বনি যাত্রা" করার কথা রয়েছে তাঁর ।

বাসুদেব বাউল এবার মমতার রোড শোয়ে

29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন তৃণমূল নেত্রী । তাঁর এই রোড শোয়ে থাকবে প্রায় 1 হাজার জন বাউল শিল্পী । বোলপুর সফরে এসে সুভাষপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে গান শুনিয়ে, রান্না করে খাওয়ানোর পর এবার সেই বাসুদেব দাস বাউলকে দেখা যাবে মুখ্যমন্ত্রীর রোড শোয়ে ।

আরও পড়ুন :- উধাও সামাজিক দূূরত্ব, অমিত শাহর রোড শো-এ লাটে উঠল স্বাস্থ্যবিধি

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "মুখ্যমন্ত্রীর রোড শোতে 1 হাজার বাউল শিল্পী থাকবেন । বাসুদেব দাস বাউলও থাকবেন ।"

এই প্রসঙ্গে বাসুদেব দাস বাউল বলেন, "দিদি আমাকে ডেকেছেন । শুনে খুব খুশি হয়েছি । খুব ভালো লাগল । এর আগেও দিদির ডাকে অনেক অনুষ্ঠানে গান গেয়েছি । আমি শিল্পী মানুষ, যে ডাকবে আমি গিয়ে গান শোনাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.