ETV Bharat / state

বিজ্ঞাপনের জন্য ভাঙা হচ্ছে জলাধার, নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর ! - তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা

বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের জন্য ভেঙে দেওয়া হচ্ছে শহরের চিত্রামোড়ের জলাধার ৷ গতকাল তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে পানীয় জলের কলগুলি ভাঙার কাজ শুরু হলেই ক্ষোভ উগরে দেন ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজন ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 7:21 AM IST

বোলপুর, 10 অগাস্ট : বেসরকারি সংস্থার বিজ্ঞাপন দেওয়া হবে ৷ তার জন্য ভেঙে দেওয়া হচ্ছে শহরের জলাধার ! নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর ।

চারদিকে জল সংরক্ষণের জন্য একাধিক অভিযান চলছে৷ আগামী দিনে জল সংকটের আশঙ্কায় ধুঁকছে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলি ৷ খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কয়েকদিন আগে জল সঞ্চয়ের মিছিলও হয়েছে রাজ্যে৷ তারই মাঝে তৃণমূল কাউন্সিলরের এই অপরিণামদর্শী কাজ ক্ষোভ তৈরি করেছে বোলপুরবাসীর মধ্যে ৷

তৎকালীন লোকসভার অধ্যক্ষ তথা বোলপুরের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের অর্থানুকূল্যে বোলপুরের চিত্রামোড়ে তৈরি হয়েছিল জলাধার সহ পানীয় জলের কলগুলি । বোলপুর পৌরসভা এই জলাধার ও কলগুলি রক্ষণাবেক্ষণ করে । বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের পানীয় জলের সুরাহা হয় এখান থেকে । এবার শহরের পানীয় জলের অন্যতম সেই জলাধার ভেঙে ফেলা হচ্ছে । কারণ সেই জায়গায় বসবে একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের বোর্ড । বোলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে বেসরকারি সংস্থার লোকজন জলাধার ভাঙার কাজ শুরু করে । এর প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা । শেষমেশ বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় জলাধার ভাঙার কাজ ।

স্থানীয়দের কথায়, আমরা এখানকার পানীয় জল ব্যবহার করি । এটি সংস্কার করার পরিবর্তে ভেঙে ফেলা হচ্ছে । এপ্রসঙ্গে বোলপুর পৌরসভার চেয়ারম্যান সুশান্ত ভকত বলেন, "শুনেছি । অনেকেই অভিযোগ করেছেন । আমি দেখছি ।" তবে, কাউন্সিলর সুকান্ত হাজরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ।

বোলপুর, 10 অগাস্ট : বেসরকারি সংস্থার বিজ্ঞাপন দেওয়া হবে ৷ তার জন্য ভেঙে দেওয়া হচ্ছে শহরের জলাধার ! নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর ।

চারদিকে জল সংরক্ষণের জন্য একাধিক অভিযান চলছে৷ আগামী দিনে জল সংকটের আশঙ্কায় ধুঁকছে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলি ৷ খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কয়েকদিন আগে জল সঞ্চয়ের মিছিলও হয়েছে রাজ্যে৷ তারই মাঝে তৃণমূল কাউন্সিলরের এই অপরিণামদর্শী কাজ ক্ষোভ তৈরি করেছে বোলপুরবাসীর মধ্যে ৷

তৎকালীন লোকসভার অধ্যক্ষ তথা বোলপুরের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের অর্থানুকূল্যে বোলপুরের চিত্রামোড়ে তৈরি হয়েছিল জলাধার সহ পানীয় জলের কলগুলি । বোলপুর পৌরসভা এই জলাধার ও কলগুলি রক্ষণাবেক্ষণ করে । বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের পানীয় জলের সুরাহা হয় এখান থেকে । এবার শহরের পানীয় জলের অন্যতম সেই জলাধার ভেঙে ফেলা হচ্ছে । কারণ সেই জায়গায় বসবে একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের বোর্ড । বোলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে বেসরকারি সংস্থার লোকজন জলাধার ভাঙার কাজ শুরু করে । এর প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা । শেষমেশ বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় জলাধার ভাঙার কাজ ।

স্থানীয়দের কথায়, আমরা এখানকার পানীয় জল ব্যবহার করি । এটি সংস্কার করার পরিবর্তে ভেঙে ফেলা হচ্ছে । এপ্রসঙ্গে বোলপুর পৌরসভার চেয়ারম্যান সুশান্ত ভকত বলেন, "শুনেছি । অনেকেই অভিযোগ করেছেন । আমি দেখছি ।" তবে, কাউন্সিলর সুকান্ত হাজরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ।

Intro:তীব্র জল সংকটের মাঝে শহরের বুকে পানীয় জলের জলাধার সহ কল ভেঙে দেওয়ার অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের। বোলপুর শহরের প্রাণকেন্দ্র চিত্রামোডে জলাধারটি ভেঙে বেসরকারি সংস্থার বিজ্ঞাপণ দেওয়া হবে। এদিন তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে পানীয় জলের অন্যতম এই কল গুলি ভাঙার কাজ শুরু হলেই বিক্ষোভ দেখান ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজন।Body:বোলপুর, ৯ আগস্টঃ তীব্র জল সংকটের মাঝে শহরের বুকে পানীয় জলের জলাধার সহ কল ভেঙে দেওয়ার অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের। বোলপুর শহরের প্রাণকেন্দ্র চিত্রামোডে জলাধারটি ভেঙে বেসরকারি সংস্থার বিজ্ঞাপণ দেওয়া হবে। এদিন তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে পানীয় জলের অন্যতম এই কল গুলি ভাঙার কাজ শুরু হলেই বিক্ষোভ দেখান ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজন।

তৎকালীন লোকসভার অধ্যক্ষ তথা বোলপুরের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের অর্থানুকূল্যে বোলপুরের চিত্রামোড়ে তৈরি হয়েছিল জলাধার সহ পানীয় জলের কল গুলি। বোলপুর পুরসভা এই জলাধার ও কল রক্ষণাবেক্ষণ করে। বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের পানীয় জলের সুরাহা হয় এখান থেকে। বর্তমানে ভূগর্ভস্থ জলের স্তর নীচে নেমে গিয়ে বিশ্ব জুড়ে পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠেছে। এমন পরিস্থিতি শহরের পানীয় জলের অন্যতম জলাধার ভেঙে ফেলা। কারন সেই জায়গায় বসবে একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের বোর্ড। বোলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে বেসরকারি সংস্থার লোকজন জলাধার ভাঙার কাজ শুরু করে। এতেই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা। বিক্ষোভের ফলে বন্ধ হয়ে যায় জলাধার ভাঙার কাজ। স্থানীয় মানুষজনের অভিযোগ, আমরা এখানের থেকে পানীয় জল ব্যবহার করি। এটি সংস্কার করার পরিবর্তে ভেঙে ফেলা হচ্ছে।
যদিও, এই প্রসঙ্গে বোলপুর পুরসভার চেয়ারম্যান সুশান্ত ভকত বলেন, "আমি শুনেছি। অনেকেই অভিযোগ করেছেন। আমি দেখছি বিষয়টি।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.