বোলপুর, 10 অগাস্ট : বেসরকারি সংস্থার বিজ্ঞাপন দেওয়া হবে ৷ তার জন্য ভেঙে দেওয়া হচ্ছে শহরের জলাধার ! নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর ।
চারদিকে জল সংরক্ষণের জন্য একাধিক অভিযান চলছে৷ আগামী দিনে জল সংকটের আশঙ্কায় ধুঁকছে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলি ৷ খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই কয়েকদিন আগে জল সঞ্চয়ের মিছিলও হয়েছে রাজ্যে৷ তারই মাঝে তৃণমূল কাউন্সিলরের এই অপরিণামদর্শী কাজ ক্ষোভ তৈরি করেছে বোলপুরবাসীর মধ্যে ৷
তৎকালীন লোকসভার অধ্যক্ষ তথা বোলপুরের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের অর্থানুকূল্যে বোলপুরের চিত্রামোড়ে তৈরি হয়েছিল জলাধার সহ পানীয় জলের কলগুলি । বোলপুর পৌরসভা এই জলাধার ও কলগুলি রক্ষণাবেক্ষণ করে । বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের পানীয় জলের সুরাহা হয় এখান থেকে । এবার শহরের পানীয় জলের অন্যতম সেই জলাধার ভেঙে ফেলা হচ্ছে । কারণ সেই জায়গায় বসবে একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের বোর্ড । বোলপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে বেসরকারি সংস্থার লোকজন জলাধার ভাঙার কাজ শুরু করে । এর প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা । শেষমেশ বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় জলাধার ভাঙার কাজ ।
স্থানীয়দের কথায়, আমরা এখানকার পানীয় জল ব্যবহার করি । এটি সংস্কার করার পরিবর্তে ভেঙে ফেলা হচ্ছে । এপ্রসঙ্গে বোলপুর পৌরসভার চেয়ারম্যান সুশান্ত ভকত বলেন, "শুনেছি । অনেকেই অভিযোগ করেছেন । আমি দেখছি ।" তবে, কাউন্সিলর সুকান্ত হাজরা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ।