ETV Bharat / state

শিল্পী সৌরভ সামন্তের মাধ্যমে শৈল্পিক থানা শান্তিনিকেতন - Santiniketan police station

শিল্প সংস্কৃতির পীঠস্থান মানে শান্তিনিকেতন । তাই শান্তিনিকেতন থানাও তার ব্যতিক্রম নয় । এই থানায় শিল্পী সৌরভ সামন্তের তৈরি মানুষের দৈনন্দিন জীবনযাপনের প্রতিচ্ছবিগুলি ভাস্কর্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ।

Santiniketan
শৈল্পিক থানা শান্তিনিকেতনে
author img

By

Published : Apr 18, 2020, 8:43 PM IST

শান্তিনিকেতন , 18 এপ্রিল : থানা মানে মানুষের মনে একটা ভয়ের ধারণা সঞ্চার করে । কিন্তু, শান্তিনিকেতন থানায় এলে মনে হবে কোনও এক শিল্প প্রদর্শনী । থানার দেওয়ালে পলাশ , শিমূল ফুলের আলপনা রঞ্জিত । ভিতরে রয়েছে একাধিক ভাস্কর্য । সৌজন্যে শিল্পী সৌরভ সামন্ত ৷

শিল্প নৈপুণ্যতায় শৈল্পিক থানা হিসেবে পরিচিত শান্তিনিকেতন থানা । থানায় গেলে দেখা যাবে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ভাস্কর্য । পুলিশের ব্যবহৃত হেলমেট, ঢাল, ঝুড়ি, ট্রাফিক সামগ্রী, পুরোনো গাড়ির সরঞ্জাম প্রভৃতি দিয়ে তৈরি হয়েছে নানা ভাস্কর্য । এই শিল্পের ছোঁয়া শান্তিনিকেতন থানাকে আর পাঁচটা থানার থেকে আলাদা করেছে ।

শিল্প সংস্কৃতির পীঠস্থান মানে শান্তিনিকেতন । তাই শান্তিনিকেতন থানাও তার ব্যতিক্রম নয় । শিল্পী সৌরভ সামন্তের তৈরি মানুষের দৈনন্দিন জীবনযাপনের প্রতিচ্ছবিগুলি ভাস্কর্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে । পুলিশের ব্যবহৃত ট্রাফিক সামগ্রী, অস্থায়ী স্পিড ব্রেকার , হেলমেট , লাঠি , ঝুড়ি , পুরানো বাইক , গাড়ির সরঞ্জাম দিয়ে তৈরি একাধিক শিল্পকর্ম সমৃদ্ধ করেছে থানা চত্বরকে । কোনওটা তির ধনুক নিয়ে শিকার করা , কোনওটা কাঠ কাটা , আবার কোনওটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রভৃতি একাধিক ভাস্কর্য শান্তিনিকেতন থানার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । শিল্পকর্মে ভরে থাকা শান্তিনিকেতন থানা আর পাঁচটা থানার থেকে এই জন্যই আলাদা । তাই এই থানা শৈল্পিক থানা হিসেবে পরিচিত ।

শিল্পী সৌরভ সামন্ত বলেন , "থানা মানেই মানুষের মনে একটা অন্য ধারণা তৈরি হয়ে আছে । এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য শান্তিনিকেতন থানাকে শিল্পের ছোঁয়া দেওয়া হয়েছে । শান্তিনিকেতন মানে শিল্পকর্মের পীঠস্থান । তাই শান্তিনিকেতন থানা শৈল্পিক থানা ।"

বোলপুরের SDPO অভিষেক রায় বলেন , "অন্য আর সব থানার থেকে শান্তিনিকেতন থানা একটু আলাদা । সৌরভের শিল্পচেতনা এই থানাকে সমৃদ্ধ করেছে ।"

শান্তিনিকেতন , 18 এপ্রিল : থানা মানে মানুষের মনে একটা ভয়ের ধারণা সঞ্চার করে । কিন্তু, শান্তিনিকেতন থানায় এলে মনে হবে কোনও এক শিল্প প্রদর্শনী । থানার দেওয়ালে পলাশ , শিমূল ফুলের আলপনা রঞ্জিত । ভিতরে রয়েছে একাধিক ভাস্কর্য । সৌজন্যে শিল্পী সৌরভ সামন্ত ৷

শিল্প নৈপুণ্যতায় শৈল্পিক থানা হিসেবে পরিচিত শান্তিনিকেতন থানা । থানায় গেলে দেখা যাবে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ভাস্কর্য । পুলিশের ব্যবহৃত হেলমেট, ঢাল, ঝুড়ি, ট্রাফিক সামগ্রী, পুরোনো গাড়ির সরঞ্জাম প্রভৃতি দিয়ে তৈরি হয়েছে নানা ভাস্কর্য । এই শিল্পের ছোঁয়া শান্তিনিকেতন থানাকে আর পাঁচটা থানার থেকে আলাদা করেছে ।

শিল্প সংস্কৃতির পীঠস্থান মানে শান্তিনিকেতন । তাই শান্তিনিকেতন থানাও তার ব্যতিক্রম নয় । শিল্পী সৌরভ সামন্তের তৈরি মানুষের দৈনন্দিন জীবনযাপনের প্রতিচ্ছবিগুলি ভাস্কর্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে । পুলিশের ব্যবহৃত ট্রাফিক সামগ্রী, অস্থায়ী স্পিড ব্রেকার , হেলমেট , লাঠি , ঝুড়ি , পুরানো বাইক , গাড়ির সরঞ্জাম দিয়ে তৈরি একাধিক শিল্পকর্ম সমৃদ্ধ করেছে থানা চত্বরকে । কোনওটা তির ধনুক নিয়ে শিকার করা , কোনওটা কাঠ কাটা , আবার কোনওটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রভৃতি একাধিক ভাস্কর্য শান্তিনিকেতন থানার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । শিল্পকর্মে ভরে থাকা শান্তিনিকেতন থানা আর পাঁচটা থানার থেকে এই জন্যই আলাদা । তাই এই থানা শৈল্পিক থানা হিসেবে পরিচিত ।

শিল্পী সৌরভ সামন্ত বলেন , "থানা মানেই মানুষের মনে একটা অন্য ধারণা তৈরি হয়ে আছে । এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য শান্তিনিকেতন থানাকে শিল্পের ছোঁয়া দেওয়া হয়েছে । শান্তিনিকেতন মানে শিল্পকর্মের পীঠস্থান । তাই শান্তিনিকেতন থানা শৈল্পিক থানা ।"

বোলপুরের SDPO অভিষেক রায় বলেন , "অন্য আর সব থানার থেকে শান্তিনিকেতন থানা একটু আলাদা । সৌরভের শিল্পচেতনা এই থানাকে সমৃদ্ধ করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.