ETV Bharat / state

গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের ভাই - arrest BJP leader Sumit Mandal from Bolpur

নানুরে BJP কর্মী স্বরূপ গড়াইয়ের মৃত্যুর ঘটনায় বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছিল দলীয় কর্মী-সমর্থকরা ৷ সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দূর সম্পর্কের ভাই তথা BJP নেতা সুমিত মণ্ডল ৷ তারই জেরে আজ তাঁকে বোলপুরের চৌরাস্তা থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷

সুমিত মণ্ডল
author img

By

Published : Oct 11, 2019, 8:48 PM IST

Updated : Oct 11, 2019, 9:59 PM IST

বোলপুর, 11 অক্টোবর : অনুব্রত মণ্ডলের ভাই গ্রেপ্তার ৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির দূর সম্পর্কের ভাই তথা BJP নেতা সুমিত মণ্ডলকে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ ৷ নানুরে নিহত BJP কর্মী স্বরূপ গড়াই খুনের পর বোলপুর মহকুমা হাসপাতালের সামনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন সুমিত ৷ তার জেরেই আজ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর ৷

BJP-র বীরভূম জেলা শিক্ষক সংগঠনের সক্রিয় নেতা সুমিতবাবু । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে চলতি বছরের 27 জুন BJP-তে যোগ দিয়েছিলেন ৷ যদিও তাঁকে ভাই বলে মানতে অস্বীকার করেছিলেন অনুব্রতবাবু ৷ গত মাসের 10 তারিখ বোলপুর মহকুমা হাসপাতালের সামনে অনুপম হাজরা, সৌমিত্র খাঁ-র নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছিল BJP-র নেতা-কর্মীরা ৷ সেই বিক্ষোভে সুমিতবাবুও অংশ নিয়েছিলেন ৷

দেখুন ভিডিয়ো...

এদিন বোলপুরের চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ ৷ IC সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ প্রথমে তাঁর গাড়ি আটক করে ৷ পরে গাড়ি থেকে প্রায় টেনে বের করা হয় তাঁকে ৷ এই ঘটনার পর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান অনুপমবাবু ৷ লেখেন, "আমাদের শিক্ষক সংগঠনের দায়িত্বে আছেন সুমিত মণ্ডল ৷ পুলিশ তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে ৷ "

বোলপুর, 11 অক্টোবর : অনুব্রত মণ্ডলের ভাই গ্রেপ্তার ৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতির দূর সম্পর্কের ভাই তথা BJP নেতা সুমিত মণ্ডলকে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ ৷ নানুরে নিহত BJP কর্মী স্বরূপ গড়াই খুনের পর বোলপুর মহকুমা হাসপাতালের সামনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন সুমিত ৷ তার জেরেই আজ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর ৷

BJP-র বীরভূম জেলা শিক্ষক সংগঠনের সক্রিয় নেতা সুমিতবাবু । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে চলতি বছরের 27 জুন BJP-তে যোগ দিয়েছিলেন ৷ যদিও তাঁকে ভাই বলে মানতে অস্বীকার করেছিলেন অনুব্রতবাবু ৷ গত মাসের 10 তারিখ বোলপুর মহকুমা হাসপাতালের সামনে অনুপম হাজরা, সৌমিত্র খাঁ-র নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছিল BJP-র নেতা-কর্মীরা ৷ সেই বিক্ষোভে সুমিতবাবুও অংশ নিয়েছিলেন ৷

দেখুন ভিডিয়ো...

এদিন বোলপুরের চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ ৷ IC সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ প্রথমে তাঁর গাড়ি আটক করে ৷ পরে গাড়ি থেকে প্রায় টেনে বের করা হয় তাঁকে ৷ এই ঘটনার পর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান অনুপমবাবু ৷ লেখেন, "আমাদের শিক্ষক সংগঠনের দায়িত্বে আছেন সুমিত মণ্ডল ৷ পুলিশ তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে ৷ "

Intro:বোলপুর, ১১ অক্টোবরঃ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দূর সম্পর্কের ভাই সুমিত মণ্ডলকে গাড়ি থেকে বের করে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে গিয়ে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে ২৭ জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। নানুরে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াই খুনে বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভের জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিজেপির বীরভূম জেলা শিক্ষক সংগঠনের সক্রিয় নেতা সুমিতবাবু। Body:বোলপুর, ১১ অক্টোবরঃ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দূর সম্পর্কের ভাই সুমিত মণ্ডলকে গাড়ি থেকে বের করে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে গিয়ে গ্রেপ্তার করল বোলপুর থানার পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে ২৭ জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। নানুরে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াই খুনে বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভের জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিজেপির বীরভূম জেলা শিক্ষক সংগঠনের সক্রিয় নেতা সুমিতবাবু।

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দূর সম্পর্কের ভাই সুমিত মণ্ডল পেশায় শিক্ষক। গত ২৭ জুন বোলপুরের রেলময়দানে একটি সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও, ভাই বলে অস্বীকার করেছিলেন অনুব্রত মণ্ডল। নানুরের রামকৃষ্ণপুর গ্রামে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াই খুনের ঘটনায় বোলপুর মহকুমা হাসপাতালের সামনে অনুপম হাজরা, সৌমিত্র খানের নেতৃত্বে ব্যপক বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির নেতা কর্মীরা। সেই বিক্ষোভে অংশ নিয়ে ছিলেন সুমিতবাবু। এই ঘটনায় এদিন বোলপুরের চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বিজেপি কর্মী সুমিত মণ্ডলের গাড়ি আটক করে চৌরাস্তার কাছে। তাঁকে গাড়ি থেকে টেনে বের করে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরে বোলপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এই মর্মে স্যোসাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে একটি পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা।
তিনি বলেন, "আমাদের শিক্ষক সংগঠনের দায়িত্বে আছেন সুমিত মণ্ডল। পুলিশ তাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে।"Conclusion:
Last Updated : Oct 11, 2019, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.