ETV Bharat / state

Visva Bharati Lecture Series: বিশ্বভারতীর অনুষ্ঠানে অনুপম, দেবেন বক্তৃতা - বক্তৃতামালা

এবার বিশ্বভারতীর (Visva Bharati University) অনুষ্ঠানে সামিল হচ্ছেন অনুপম খের (Anupam Kher will attend Lecture Series) ৷ আগামী 13 মার্চের অনুষ্ঠানে 'ব্যর্থতার ক্ষমতা' (Power of Failure) শীর্ষক বিষয়ে বক্তৃতা দেবেন তিনি ৷

Anupam Kher will attend next Lecture Series of Visva Bharati University
ফাইল ছবি
author img

By

Published : Mar 10, 2023, 6:16 PM IST

Updated : Mar 30, 2023, 5:42 PM IST

বোলপুর, 10 মার্চ: বিশ্বভারতীর (Visva Bharati University) আসন্ন 'লেকচার সিরিজ' বা বক্তৃতামালায় অংশ নেবেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher will attend Lecture Series) ৷ আগামী 13 মার্চ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে 57তম লেকচার সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখবেন অনুপম ৷ তবে তিনি সশরীরে অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থাকবেন, নাকি অনলাইনে বক্তৃতা দেবেন, সেটা এখনও স্পষ্ট নয় ৷ এই বিষয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারাও খোলসা করে কিছু বলেনি ৷ প্রসঙ্গত, আগামী 13 মার্চ বিকেল 4টে 30 মিনিট থেকে শুরু হবে এবারের বক্তৃতামালা ৷ অনুপমের বক্তৃতার বিষয় 'ব্যর্থতার ক্ষমতা' (Power of Failure) ৷

Anupam Kher will attend next Lecture Series of Visva Bharati University
বিশ্বভারতীর আমন্ত্রণপত্র

প্রসঙ্গত, বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলেই বিশ্বভারতীতে এই লেকচার সিরিজ বা বক্তৃতামালা অনুষ্ঠানটি শুরু হয় ৷ বিদ্যুৎ বিশ্বভারতীর দায়িত্ব পেয়েছেন 4 বছরের কিছু বেশি সময় ৷ এই সময়ের মধ্যেই এখনও পর্যন্ত 56টি লেকচার সিরিজ বা বক্তৃতামালা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং প্রথম থেকেই এই অনুষ্ঠান ঘিরে নানা সময় নানা বিতর্ক তৈরি হয়েছে ৷ যেমন-করোনাকালের আগে এনআরসি ও সিএএ-র প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, সেই সময় এনআরসি ও সিএএ-র পক্ষে বিশ্বভারতীতে বক্তৃতামালার আয়োজন করা হয় ৷ সেই আয়োজনে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যসভার তৎকালীন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তকে ৷ যার জেরে ঘেরাও, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ৷

পরবর্তীতে কালীপুজো নিয়ে একটি মন্তব্য করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তার প্রতিবাদে পথে নামে বিজেপি ৷ মহুয়াকে গ্রেফতারের দাবি তোলা হয় ৷ সেই সময় 'নিরাকার ব্রহ্ম আশ্রম' হিসাবে পরিচিত বিশ্বভারতীর লেকচার সিরিজে 'কালীপুজোর ধারণা' শীর্ষক বক্তব্যের আয়োজন করা হয় ! যা নিয়ে অসন্তোষ লুকিয়ে রাখেনি বাংলার শিক্ষামহল ৷ সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার আলমবাজার মঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সারদাত্মানন্দজি মহারাজকে ৷

আরও পড়ুন: 28 মার্চ বিশ্বভারতীতে ফের সমাবর্তন, থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আর এবার বিশ্বভারতীতে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন অনুপম খের ৷ রাজনৈতিক বিভিন্ন মতামত প্রকাশ করার জন্য বলিউডের এই গুণী শিল্পীও ইদানীংকালে যথেষ্ট বিতর্কে রয়েছেন ৷ সম্প্রতি তিনি 'দ্য কাশ্মীর ফাইলস'-এ অভিনয় করেন ৷ সেই ছবিতে একজন কাশ্মীরি পণ্ডিতের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ৷ দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটিকে অনেকেই গেরুয়া শিবিরের 'প্রোপাগান্ডা' বলে অভিযোগ করেছেন ৷ ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, রাজনৈতিক ফায়দা লুটতেই একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে এই ছবিতে ৷ বস্তুত, এই ছবির পরিচালক থেকে শুরু করে অনুপম খের-সহ অন্য কলাকুশলীরাও নানা সময় সংশ্লিষ্ট সম্প্রদায় নিয়ে এমন সব মন্তব্য করেছেন, যা নিয়ে বহু আপত্তি উঠেছে ৷ এই প্রেক্ষাপটে অনুপম বিশ্বভারতীতে বক্ততা দিলে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷

বোলপুর, 10 মার্চ: বিশ্বভারতীর (Visva Bharati University) আসন্ন 'লেকচার সিরিজ' বা বক্তৃতামালায় অংশ নেবেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher will attend Lecture Series) ৷ আগামী 13 মার্চ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে 57তম লেকচার সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখবেন অনুপম ৷ তবে তিনি সশরীরে অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থাকবেন, নাকি অনলাইনে বক্তৃতা দেবেন, সেটা এখনও স্পষ্ট নয় ৷ এই বিষয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারাও খোলসা করে কিছু বলেনি ৷ প্রসঙ্গত, আগামী 13 মার্চ বিকেল 4টে 30 মিনিট থেকে শুরু হবে এবারের বক্তৃতামালা ৷ অনুপমের বক্তৃতার বিষয় 'ব্যর্থতার ক্ষমতা' (Power of Failure) ৷

Anupam Kher will attend next Lecture Series of Visva Bharati University
বিশ্বভারতীর আমন্ত্রণপত্র

প্রসঙ্গত, বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলেই বিশ্বভারতীতে এই লেকচার সিরিজ বা বক্তৃতামালা অনুষ্ঠানটি শুরু হয় ৷ বিদ্যুৎ বিশ্বভারতীর দায়িত্ব পেয়েছেন 4 বছরের কিছু বেশি সময় ৷ এই সময়ের মধ্যেই এখনও পর্যন্ত 56টি লেকচার সিরিজ বা বক্তৃতামালা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং প্রথম থেকেই এই অনুষ্ঠান ঘিরে নানা সময় নানা বিতর্ক তৈরি হয়েছে ৷ যেমন-করোনাকালের আগে এনআরসি ও সিএএ-র প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, সেই সময় এনআরসি ও সিএএ-র পক্ষে বিশ্বভারতীতে বক্তৃতামালার আয়োজন করা হয় ৷ সেই আয়োজনে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যসভার তৎকালীন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তকে ৷ যার জেরে ঘেরাও, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ৷

পরবর্তীতে কালীপুজো নিয়ে একটি মন্তব্য করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তার প্রতিবাদে পথে নামে বিজেপি ৷ মহুয়াকে গ্রেফতারের দাবি তোলা হয় ৷ সেই সময় 'নিরাকার ব্রহ্ম আশ্রম' হিসাবে পরিচিত বিশ্বভারতীর লেকচার সিরিজে 'কালীপুজোর ধারণা' শীর্ষক বক্তব্যের আয়োজন করা হয় ! যা নিয়ে অসন্তোষ লুকিয়ে রাখেনি বাংলার শিক্ষামহল ৷ সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার আলমবাজার মঠের শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সারদাত্মানন্দজি মহারাজকে ৷

আরও পড়ুন: 28 মার্চ বিশ্বভারতীতে ফের সমাবর্তন, থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আর এবার বিশ্বভারতীতে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন অনুপম খের ৷ রাজনৈতিক বিভিন্ন মতামত প্রকাশ করার জন্য বলিউডের এই গুণী শিল্পীও ইদানীংকালে যথেষ্ট বিতর্কে রয়েছেন ৷ সম্প্রতি তিনি 'দ্য কাশ্মীর ফাইলস'-এ অভিনয় করেন ৷ সেই ছবিতে একজন কাশ্মীরি পণ্ডিতের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ৷ দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটিকে অনেকেই গেরুয়া শিবিরের 'প্রোপাগান্ডা' বলে অভিযোগ করেছেন ৷ ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, রাজনৈতিক ফায়দা লুটতেই একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে এই ছবিতে ৷ বস্তুত, এই ছবির পরিচালক থেকে শুরু করে অনুপম খের-সহ অন্য কলাকুশলীরাও নানা সময় সংশ্লিষ্ট সম্প্রদায় নিয়ে এমন সব মন্তব্য করেছেন, যা নিয়ে বহু আপত্তি উঠেছে ৷ এই প্রেক্ষাপটে অনুপম বিশ্বভারতীতে বক্ততা দিলে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Mar 30, 2023, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.