শান্তিনিকেতন, 21 সেপ্টেম্বর : "ক্ষমতায় আসতে দিন, JCB চলবে তৃণমূলের পার্টি অফিসগুলিতে । গুঁড়িয়ে দেওয়া হবে ।" শান্তিনিকেতনের পরিস্থিতি পরিদর্শনে এসে বললেন BJP নেতা অনুপম হাজরা । আজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন তিনি । পৌষমেলার মাঠ ঘুরে দেখেন, ভাঙা জায়গাগুলিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করেন ।
উপাচার্যের বাসভবনে যান অনুপম হাজরা। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পৌষমেলার মাঠ ঘুরে দেখেন । মাঠে পড়ে থাকা ভাঙা অস্থায়ী ক্যাম্প, অফিস, ভাঙা গেটে গঙ্গা জল ছিটিয়ে দেন । মাঠ পরিদর্শনের সময় অনুপম হাজরাকে স্থানীয় তৃণমূল কর্মীরা গো ব্যাক পোস্টার দেখান ৷
বিশ্বভারতীর মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পর অনুপম হাজরা বলেন, "ছোটো থেকে বড় হওয়া এই প্রতিষ্ঠানে । এখানে তৃণমূলের গুন্ডাবাহিনী যেভাবে তাণ্ডব চালিয়েছে সেই জায়গাগুলি ঘুরে দেখলাম । সঙ্গে গঙ্গা জল নিয়ে এসেছিলাম । তৃণমূল এতটাই নোংরা যে গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করলাম জায়গাগুলি ।"
তিনি আরও বলেন, "বিশ্বভারতীতে তৃণমূলপন্থী কিছু দুষ্কৃতী বছরের পর বছর এই জায়গাটাকে নষ্ট করছে । তাদের চিহ্নিত করে বের করতে হবে । এবিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করলাম ৷"
JCB দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেওয়াল ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বভারতীতে এইরকম তাণ্ডবলীলা কেউ কোনও দিন দেখেনি । শুধু বিশ্বভারতীতে নয়, সিনেমাতেও JCB মেশিন এনে বিশ্ববিদ্যালয় ভাঙতে কেউ দেখেনি । তাই এবার JCB চলবে তৃণমূলের পার্টি অফিসে । যত মাওবাদী তৈরির কারখানা, উগ্রপন্থী তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়া হবে ।"