ETV Bharat / state

Anupam Hazra : ‘‘কবিগুরুর বিশ্বভারতী নিঃস্ব-ভারতীতে পরিণত হয়েছে’’, সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ অনুপমের - অনুপম হাজরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিজেপি নেতা তথা বিশ্বভারতীর প্রাক্তন সহকারী অধ্যাপক অনুপম হাজরা ৷ যা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কবিগুরুর বিশ্বভারতী আজ নিঃস্ব-ভারতীতে পরিণত হয়েছে ৷

Anupam Hajra did a Post on his Social Media for Situation of Visva Bharati University
‘‘কবিগুরুর বিশ্বভারতী নিঃস্ব-ভারতীতে পরিণত হয়েছে’’, সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ অনুপমের
author img

By

Published : Sep 5, 2021, 7:23 PM IST

শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : ‘‘কবিগুরুর বিশ্বভারতী আজ 'নিঃস্ব-ভারতী'তে পরিণত হয়েছে ৷’’ শিক্ষক দিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীতে অধ্যাপক হিসেব কাটানো সময়ের স্মৃতিরোমন্থন করতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা ৷ এক সময় তিনি বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের সরহকারী অধ্যাপক ছিলেন ৷ গত 9 দিন ধরে বিশ্বভারতীতে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে ৷ যেখানে রোজ কোনও না কোনও নুতন ঘটনা ঘটে চলেছে ৷ সেই নিয়েই শিক্ষক দিবসের দিনে এই মন্তব্য করলেন এই বিজেপি নেতা ৷

বিশ্বভারতীর তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এই অভিযোগে গত 9 দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে মঞ্চ তৈরি করে চলছে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বাম দলগুলি এই আন্দোলনকে সমর্থন করে প্রতিবাদেও নেমেছে ৷ এবার বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা ৷

আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

প্রসঙ্গত, এক সময় বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন অনুপম হাজরা ৷ তৎকালীন উপাচার্য স্বপন দত্তের সময় তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ সেই সময় তিনি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ছিলেন তিনি ৷ পরে তিনি বিজেপিতে যোগ দেন ৷ এ দিন ফেসবুকে 2013 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময়কার একটি ছবি পোস্ট করে স্মৃতিরোমন্থন করেন ৷ যেখানে শেষ লাইনে তিনি লেখেন, ‘‘দেখে খারাপ লাগে যে কবিগুরুর বিশ্বভারতী আজ 'নিঃস্ব-ভারতী'তে পরিণত হয়েছে ৷’’

আরও পড়ুন : Street School in Jamuriya : ‘রাস্তার মাস্টারমশাই’-এর দুয়ারে স্কুলে বেড়েই চলেছে পড়ুয়ার সংখ্যা

আন্দোলন চলাকালীন বিজেপি নেতার এই পোস্ট ঘিরে নানানরকমের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ প্রসঙ্গত, একাধিকবার বাম দলগুলি থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল নেতা-মন্ত্রীরা, এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিজেপির লোক বলে আক্রমণ করেছেন ৷

শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : ‘‘কবিগুরুর বিশ্বভারতী আজ 'নিঃস্ব-ভারতী'তে পরিণত হয়েছে ৷’’ শিক্ষক দিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীতে অধ্যাপক হিসেব কাটানো সময়ের স্মৃতিরোমন্থন করতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা ৷ এক সময় তিনি বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের সরহকারী অধ্যাপক ছিলেন ৷ গত 9 দিন ধরে বিশ্বভারতীতে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে ৷ যেখানে রোজ কোনও না কোনও নুতন ঘটনা ঘটে চলেছে ৷ সেই নিয়েই শিক্ষক দিবসের দিনে এই মন্তব্য করলেন এই বিজেপি নেতা ৷

বিশ্বভারতীর তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এই অভিযোগে গত 9 দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে মঞ্চ তৈরি করে চলছে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বাম দলগুলি এই আন্দোলনকে সমর্থন করে প্রতিবাদেও নেমেছে ৷ এবার বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা ৷

আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

প্রসঙ্গত, এক সময় বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন অনুপম হাজরা ৷ তৎকালীন উপাচার্য স্বপন দত্তের সময় তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ সেই সময় তিনি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ছিলেন তিনি ৷ পরে তিনি বিজেপিতে যোগ দেন ৷ এ দিন ফেসবুকে 2013 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময়কার একটি ছবি পোস্ট করে স্মৃতিরোমন্থন করেন ৷ যেখানে শেষ লাইনে তিনি লেখেন, ‘‘দেখে খারাপ লাগে যে কবিগুরুর বিশ্বভারতী আজ 'নিঃস্ব-ভারতী'তে পরিণত হয়েছে ৷’’

আরও পড়ুন : Street School in Jamuriya : ‘রাস্তার মাস্টারমশাই’-এর দুয়ারে স্কুলে বেড়েই চলেছে পড়ুয়ার সংখ্যা

আন্দোলন চলাকালীন বিজেপি নেতার এই পোস্ট ঘিরে নানানরকমের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ প্রসঙ্গত, একাধিকবার বাম দলগুলি থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল নেতা-মন্ত্রীরা, এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিজেপির লোক বলে আক্রমণ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.