ETV Bharat / state

Anupam on Bidyut Chakrabarty: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপি নেতা বেশি; বিস্ফোরক অনুপম হাজরা - অমর্ত্য সেন

অবসরের সময় হয়ে গিয়েছে বলে নিজেকে প্রো-বিজেপি প্রমাণের চেষ্টা করছে বিদ্যুৎ চক্রবর্তী (Anupam on Bidyut Chakrabarty) ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা ৷ অমর্ত্য সেন ইস্যুতে বিশ্বভারতীয় উপাচার্যকে এভাবেই নিশানা করলেন তিনি ৷

Anupam on Bidyut Chakrabarty ETV BHARAT
Anupam on Bidyut Chakrabarty
author img

By

Published : Feb 3, 2023, 7:46 PM IST

বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপি নেতা বলে নিশানা অনুপম হাজরার

বোলপুর, 3 ফেব্রুয়ারি: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপির নেতা বেশি ৷ বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra Criticises Bidyut Chakrabarty as BJP Leader) ৷ অমর্ত্য সেনের প্রতীচীর জমি বিতর্কের নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে উপাচার্যকে এক হাতে নিলেন অনুপম ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যের জন্য প্রধানমন্ত্রীর নাম খারাপ হচ্ছে ৷ পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন উনি ৷’’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন ৷ এমনই অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এমনকি, অমর্ত্য সেন প্রসঙ্গে নানা বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র ৷ বীরভূম সফরে এসে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে দেখা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি তুলে দেন ভারতরত্নের হাতে ৷ এমনকি, বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি ও উপাচার্যের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ এরপরেই বিশ্বভারতীর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয় ৷ বিশ্বভারতীর এই ভূমিকারও সমালোচনা হয় বিভিন্ন মহলে ৷

এদিন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সেইসব নিয়ে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা ৷ তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপির নেতা বেশি ৷’’ এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা ৷ অনুপম প্রশ্ন তোলেন, ‘‘মেয়াদ শেষ হয়ে আসছে বলেই বিজেপি পক্ষে রয়েছেন তিনি, এটা দেখাচ্ছেন ? উনি পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না, এই যুক্তি দিয়ে ৷’’

বিদ্যুৎ চক্রবর্তীর পূর্বসূরিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘তাহলে প্রশ্ন হল আগের উপাচার্যরা কী করে বিশ্বভারতী চালিয়ে এসেছেন ? উনি নিজেকে বিজেপি ঘেঁষা বলেন ৷ আর স্থানীয় এক তৃণমূল সমর্থককে নিয়ে সব সময় ঘোরেন ৷ নিজের নিরাপত্তার জন্য প্রায় 100-150 জন নিরাপত্তারক্ষী নিয়ে বাড়ি থেকে অফিস যাতায়াত করেন ৷ প্রধানমন্ত্রীর এত নিরাপত্তা থাকেনা ৷ উপাচার্য কি এমন করেছেন ?’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে লাগামছাড়া আক্রমণ, বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে পথে নামল টিএমসিপি

বিজেপি নেতা অনুপম হাজরা অভিযোগ করেন, ‘‘হঠাৎ করে কেন অমর্ত্য সেনের পিছনে পড়লেন উপাচার্য ৷ এই বিশ্বভারতীর উপাচার্যের জন্য প্রধানমন্ত্রীর নাম খারাপ হচ্ছে ৷ সবাই ভাবছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই যেন উপাচার্য এগুলো করছেন, তা কিন্তু নয় ৷ বহু তৃণমূল নেতা বিশ্বভারতীর জমি দখল করে রেখেছে ৷ তাঁদের জন্য তো কিছু বলেন না উপাচার্য 'বিদ্যুৎবাবু' ৷ মেয়াদ শেষ হয়ে আসছে, তাই দেখাচ্ছেন উনি প্রো-বিজেপি ৷’’

বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপি নেতা বলে নিশানা অনুপম হাজরার

বোলপুর, 3 ফেব্রুয়ারি: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপির নেতা বেশি ৷ বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra Criticises Bidyut Chakrabarty as BJP Leader) ৷ অমর্ত্য সেনের প্রতীচীর জমি বিতর্কের নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়ে উপাচার্যকে এক হাতে নিলেন অনুপম ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যের জন্য প্রধানমন্ত্রীর নাম খারাপ হচ্ছে ৷ পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন উনি ৷’’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন ৷ এমনই অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এমনকি, অমর্ত্য সেন প্রসঙ্গে নানা বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র ৷ বীরভূম সফরে এসে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে দেখা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি তুলে দেন ভারতরত্নের হাতে ৷ এমনকি, বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি ও উপাচার্যের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ এরপরেই বিশ্বভারতীর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয় ৷ বিশ্বভারতীর এই ভূমিকারও সমালোচনা হয় বিভিন্ন মহলে ৷

এদিন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সেইসব নিয়ে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা ৷ তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপির নেতা বেশি ৷’’ এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা ৷ অনুপম প্রশ্ন তোলেন, ‘‘মেয়াদ শেষ হয়ে আসছে বলেই বিজেপি পক্ষে রয়েছেন তিনি, এটা দেখাচ্ছেন ? উনি পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না, এই যুক্তি দিয়ে ৷’’

বিদ্যুৎ চক্রবর্তীর পূর্বসূরিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘তাহলে প্রশ্ন হল আগের উপাচার্যরা কী করে বিশ্বভারতী চালিয়ে এসেছেন ? উনি নিজেকে বিজেপি ঘেঁষা বলেন ৷ আর স্থানীয় এক তৃণমূল সমর্থককে নিয়ে সব সময় ঘোরেন ৷ নিজের নিরাপত্তার জন্য প্রায় 100-150 জন নিরাপত্তারক্ষী নিয়ে বাড়ি থেকে অফিস যাতায়াত করেন ৷ প্রধানমন্ত্রীর এত নিরাপত্তা থাকেনা ৷ উপাচার্য কি এমন করেছেন ?’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে লাগামছাড়া আক্রমণ, বিশ্বভারতী উপাচার্যের বিরুদ্ধে পথে নামল টিএমসিপি

বিজেপি নেতা অনুপম হাজরা অভিযোগ করেন, ‘‘হঠাৎ করে কেন অমর্ত্য সেনের পিছনে পড়লেন উপাচার্য ৷ এই বিশ্বভারতীর উপাচার্যের জন্য প্রধানমন্ত্রীর নাম খারাপ হচ্ছে ৷ সবাই ভাবছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই যেন উপাচার্য এগুলো করছেন, তা কিন্তু নয় ৷ বহু তৃণমূল নেতা বিশ্বভারতীর জমি দখল করে রেখেছে ৷ তাঁদের জন্য তো কিছু বলেন না উপাচার্য 'বিদ্যুৎবাবু' ৷ মেয়াদ শেষ হয়ে আসছে, তাই দেখাচ্ছেন উনি প্রো-বিজেপি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.