ETV Bharat / state

শাহের সভায় আমন্ত্রণ পাননি ! বঙ্গ বিজেপির বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ অনুপমের - মোদি

Anupam Hazra complains against Bengal BJP: ধর্মতলায় সমাবেশ করে বিজেপি । ভিক্টোরিয়া হাউসের সামনের সেই মঞ্চ থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ । এদিনের মঞ্চ থেকে ফের একবার মোদিকে জেতানোর ডাকও দিয়েছেন শাহ । অথচ সেই সমাবেশেই ডাক পেলেন না বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা । বঙ্গ বিজেপির থেকে তাঁর কাছে কোনও আমন্ত্রণ আসেনি বলেই জানিয়েছেন অনুপম ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 4:26 PM IST

দিল্লিতে অভিযোগ অনুপমের

বোলপুর, 29 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা সভায় বঙ্গ বিজেপির থেকে আমন্ত্রণই পেলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ! এমনই দাবি করেছেন অনুপম হাজরা । শেষে বোলপুরে দলীয় কর্মীর বাড়িতে বসেই শাহী ভাষণ শুনলেন অনুপম হাজরা।

বুধবার ধর্মতলায় তৃণমূলের 21 জুলাইয়ের জায়গাতেই সমাবেশ করে বিজেপি । ভিক্টোরিয়া হাউসের সামনের সেই মঞ্চ থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ । এদিনের মঞ্চ থেকে ফের একবার মোদিকে জেতানোর ডাকও দিয়েছেন শাহ । একই সঙ্গে, 23 মিনিটের ভাষণে রাজ্যে তৃণমূল সরকারকেও বিদ্ধ করেছেন অমিত শাহ । অথচ সেই সমাবেশেই ডাক পেলেন না বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা । বঙ্গ বিজেপির থেকে তাঁর কাছে কোনও আমন্ত্রণ আসেনি বলেই জানিয়েছেন অনুপম । এদিন অনুপম হাজরা জানান, এই বিষয়ে ইতিমধ্যেই তিনি দিল্লিতে অভিযোগ করেছেন ৷

তাঁর অভিযোগ, যেহেতু বারবার বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা, দুর্নীতি, স্বজনপোষণের কথা তিনি তুলে ধরেছেন, তাই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ নাম না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক অমিতাভ চৌধুরীর বিরুদ্ধেও বিষোদগার করেছেন অনুপম । অনুপম হাজরা বলেন, "আমি এই রাজ্য থেকে একমাত্র সর্বভারতীয় সম্পাদক । প্রোটোকল অনুযায়ী আমাকে আমন্ত্রণ করা উচিত ছিল ৷ কিন্তু, ওরা ভয় পেয়েছে যদি রাজ্য বিজেপির ভুল-ত্রুটিগুলি বাস্তব চিত্রটা আমি অমিত শাহের কাছে তুলে ধরি তাই ৷ হাঁটে হাড়ি যদি ভেঙে দিই। আমি অলরেডি দিল্লিতে জানিয়েছি ৷ ডাক না পেয়ে যাইনি ৷ অপমানিত হতে তো যেতে পারি না ৷ আগেও আমার সঙ্গে এমন ঘটেছে ৷ তাই মাটিতে নেমে যারা কাজ করে সেই রকম এক দলীয় কর্মীর বাড়িতে বসে অমিত শাহজির বক্তব্য শুনলাম ৷" তবে অমিত শাহর সভায় ডাক না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা।

আরও পড়ুন

ভোট চাইতে আসতে পারেন, বাংলার মানুষের কান্না শুনতে পান না; শাহকে বিঁধলেন তাপস

যখন ধর্মতলায় শাহ তখন বিধানসভায় কালা দিবস পালন মমতার, বসছেন ধরনামঞ্চেও

এবার বঞ্চিতদের কথা তুলে ধরে 51 হাজার চিঠি শাহকে পাঠাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস

দিল্লিতে অভিযোগ অনুপমের

বোলপুর, 29 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা সভায় বঙ্গ বিজেপির থেকে আমন্ত্রণই পেলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ! এমনই দাবি করেছেন অনুপম হাজরা । শেষে বোলপুরে দলীয় কর্মীর বাড়িতে বসেই শাহী ভাষণ শুনলেন অনুপম হাজরা।

বুধবার ধর্মতলায় তৃণমূলের 21 জুলাইয়ের জায়গাতেই সমাবেশ করে বিজেপি । ভিক্টোরিয়া হাউসের সামনের সেই মঞ্চ থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ । এদিনের মঞ্চ থেকে ফের একবার মোদিকে জেতানোর ডাকও দিয়েছেন শাহ । একই সঙ্গে, 23 মিনিটের ভাষণে রাজ্যে তৃণমূল সরকারকেও বিদ্ধ করেছেন অমিত শাহ । অথচ সেই সমাবেশেই ডাক পেলেন না বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা । বঙ্গ বিজেপির থেকে তাঁর কাছে কোনও আমন্ত্রণ আসেনি বলেই জানিয়েছেন অনুপম । এদিন অনুপম হাজরা জানান, এই বিষয়ে ইতিমধ্যেই তিনি দিল্লিতে অভিযোগ করেছেন ৷

তাঁর অভিযোগ, যেহেতু বারবার বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা, দুর্নীতি, স্বজনপোষণের কথা তিনি তুলে ধরেছেন, তাই তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ নাম না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক অমিতাভ চৌধুরীর বিরুদ্ধেও বিষোদগার করেছেন অনুপম । অনুপম হাজরা বলেন, "আমি এই রাজ্য থেকে একমাত্র সর্বভারতীয় সম্পাদক । প্রোটোকল অনুযায়ী আমাকে আমন্ত্রণ করা উচিত ছিল ৷ কিন্তু, ওরা ভয় পেয়েছে যদি রাজ্য বিজেপির ভুল-ত্রুটিগুলি বাস্তব চিত্রটা আমি অমিত শাহের কাছে তুলে ধরি তাই ৷ হাঁটে হাড়ি যদি ভেঙে দিই। আমি অলরেডি দিল্লিতে জানিয়েছি ৷ ডাক না পেয়ে যাইনি ৷ অপমানিত হতে তো যেতে পারি না ৷ আগেও আমার সঙ্গে এমন ঘটেছে ৷ তাই মাটিতে নেমে যারা কাজ করে সেই রকম এক দলীয় কর্মীর বাড়িতে বসে অমিত শাহজির বক্তব্য শুনলাম ৷" তবে অমিত শাহর সভায় ডাক না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা।

আরও পড়ুন

ভোট চাইতে আসতে পারেন, বাংলার মানুষের কান্না শুনতে পান না; শাহকে বিঁধলেন তাপস

যখন ধর্মতলায় শাহ তখন বিধানসভায় কালা দিবস পালন মমতার, বসছেন ধরনামঞ্চেও

এবার বঞ্চিতদের কথা তুলে ধরে 51 হাজার চিঠি শাহকে পাঠাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.