বোলপুর, 13 নভেম্বর: এই মুহূর্তে ইডি'র হাতে গ্রেফতার হয়ে তিহাড়ে বন্দি 'বীরভূমের বাঘ' ৷ প্রায় এক বছরের উপর জেলবন্দি থাকার মাশুল গুনতে হল অনুব্রত মণ্ডলকে ৷ অবশেষে অনুব্রতকে পদ থেকে সরিয়ে দেওয়া হল ৷ আর তাঁর জায়গায় এবার নিয়ে আসা হল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ৷
ইডি'র হাতে গ্রেফতার হওয়ার পরও তাঁর উপরেই আস্থা রেখেছিল দল ৷ বীরভূম তৃণমূল জেলা সভাপতি পদে বহালও ছিলেন অনুব্রত মণ্ডল। তবে লোকসভা নির্বাচনের আগে এবার বীরভূম জেলার সংগঠনে রদবদল করল তৃণমূল ৷ কাজ চালিয়ে যাবে নয় সদস্যের কোর কমিটিই। আর যার মাথায় বসানো হয়েছে আশিস বন্দ্যোপাধ্য়ায়কে ৷
2022 সালের 12 অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পরবর্তীতে মানি লন্ডারিংয়ের মামলাতেও তাঁর নাম জুড়ে যায় ৷ গ্রেফতার করা হয় অনুব্রত কন্যাকেও ৷ তবে তাঁর হিসাব রক্ষক মণীশ কোঠারি জামিন পেয়েছেন ৷ প্রথমে আসানসোল জেল এরপর তিহাড়ে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে ৷ এখনও কন্যা-সহ অনুব্রত মণ্ডল তিহাড়েই বন্দি।
2024-এ লোকসভা নির্বাচনের প্রাক্কালে 35 টি জেলা ও সাংগঠনিক জেলার সভাপতিদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, বীরভূম জেলার ক্ষেত্রে রদবদল হয়েছে ৷ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা দাবি করেছেন, যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে সেখানে অনুব্রত মণ্ডলের নাম নেই ৷ এমনকী জেলা সবাপতি পদটাও রাখা হয়নি ৷ বরং সেক্ষেত্রে চেয়ারম্যান হিসাবে আশীষ বন্দ্যোপাধ্য়ায়ের নাম রাখা হয়েছে ৷ সেই সঙ্গে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত নয় সদস্যের কোর কমিটিই সাংগঠনিক কাজ পরিচালনা করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷
প্রায় দেড় বছর জেলার বাইরে অনুব্রত মণ্ডল ৷ গ্রেফতার হয়ে থাকা অনুব্রত মণ্ডলকে এবার কি তবে ছেঁটেই ফেলল তৃণমূল ? সে বিষয়ে অবশ্য মুখ খুলতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তবে সোমবার আশিস বন্দ্যোপাধ্য়ায় বলেন, "আমি দ্রুত নতুন যে কমিটি গঠন হয়েছে তার সদস্যদের নিয়ে বসব ৷ আর তাদের সঙ্গে কথা বলেই আগামী লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করব ৷"
অনুব্রত মণ্ডল গ্রেফতারের পরে পরেই প্রকাশ্য মঞ্চ থেকে তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ সিবিআই ও ইডির বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি ৷ তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই এই মুহূর্তে ইডি'র হাতে গ্রেফতার হয়ে জেল বন্দি ৷ কিন্তু তার মধ্যেও অনুব্রত মণ্ডলের বিষয়টি যে পৃথক তা বারে বারেই বুঝিয়ে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব ৷ কিন্তু বীরভূমে জেলা সভাপতি পদটিকে তুলে দিয়ে অনুব্রত কে কি কোনও স্পষ্ট বার্তা দিতে চাইছে তৃণমূল, লোকসভা নির্বাচনের আগে এই পদক্ষেপে ঘিরেই প্রশ্ন উঠছে ।
আরও পড়ুন:
ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ণ, বাড়ির কালীপুজোয় 'ঘরের মেয়ে' মুখ্যমন্ত্রী মমতা