নলহাটি, 3 জানুয়ারি : সরকারি কর্মী NRC নিয়ে সমীক্ষা করতে এলে ঢিল মেরে ঢিলিয়ে দেবেন । আজ বীরভূমে NRC ও CAA নিয়ে এক প্রতিবাদ সভায় একথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । নলহাটির হাইস্কুল মাঠে সভা করে তৃণমূল ।
সভায় ছিলেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, মনিরউদ্দিন শামস প্রমুখ । CAA ইশুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত বলেন “ বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছে, তাদের হাটিয়ে দেবে । কেন, তারা কি মানুষ না ? তোমার মুখটা সুন্দর অথচ তোমার শরীরটা তেতো । তাই তুমি মানুষকে দেখতে পারো না । তুমি আয়নায় নিজের মুখ দেখতে ভালোবাসো । পরের মুখকে তুমি ভালোবাসো না নরেন্দ্র মোদি ।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে বলেন, “মাথা মোটা জীবনে কোনও দিন স্বরাষ্ট্র মন্ত্রী হত না । ওখানে বসে বসে ভাবছে আমি স্বরাষ্ট্র মন্ত্রী, তার মানে আমি যা মনে আসবে তাই করব ।”
NRC-র সমীক্ষা প্রসঙ্গে অনুব্রত বলেন, "সরকারি কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলে ঢিলিয়ে দেবেন । আমার মায়ের যখন বিয়ে হয়েছিল, আমার মা কি 1971 সালের দলিলটা সঙ্গে করে নিয়ে এসেছিল ? তা নরেন্দ্র মোদি, তোমার মায়ের বয়স তো অনেক? তোমার মা দলিলটা নিয়ে এসেছে তো?”