ETV Bharat / state

NRC সমীক্ষার জন্য সরকারি কর্মীরা বাড়িতে এলে ঢিলিয়ে দেবেন : অনুব্রতর - news update in Birbhum

CAA ইশুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত বলেন “ বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছে, তাদের হাটিয়ে দেবে । কেন, তারা কি মানুষ না ? তোমার মুখটা সুন্দর অথচ তোমার শরীরটা তেতো । তাই তুমি মানুষকে দেখতে পারো না । তুমি আয়নায় নিজের মুখ দেখতে ভালোবাসো । পরের মুখকে তুমি ভালোবাসো না নরেন্দ্র মোদি ।”

anubrata mondal attacks on central govt
কেন্দ্রকে আক্রমণ অনুব্রতর
author img

By

Published : Jan 4, 2020, 5:30 PM IST

নলহাটি, 3 জানুয়ারি : সরকারি কর্মী NRC নিয়ে সমীক্ষা করতে এলে ঢিল মেরে ঢিলিয়ে দেবেন । আজ বীরভূমে NRC ও CAA নিয়ে এক প্রতিবাদ সভায় একথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । নলহাটির হাইস্কুল মাঠে সভা করে তৃণমূল ।

সভায় ছিলেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, মনিরউদ্দিন শামস প্রমুখ । CAA ইশুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত বলেন “ বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছে, তাদের হাটিয়ে দেবে । কেন, তারা কি মানুষ না ? তোমার মুখটা সুন্দর অথচ তোমার শরীরটা তেতো । তাই তুমি মানুষকে দেখতে পারো না । তুমি আয়নায় নিজের মুখ দেখতে ভালোবাসো । পরের মুখকে তুমি ভালোবাসো না নরেন্দ্র মোদি ।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে বলেন, “মাথা মোটা জীবনে কোনও দিন স্বরাষ্ট্র মন্ত্রী হত না । ওখানে বসে বসে ভাবছে আমি স্বরাষ্ট্র মন্ত্রী, তার মানে আমি যা মনে আসবে তাই করব ।”

NRC-র সমীক্ষা প্রসঙ্গে অনুব্রত বলেন, "সরকারি কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলে ঢিলিয়ে দেবেন । আমার মায়ের যখন বিয়ে হয়েছিল, আমার মা কি 1971 সালের দলিলটা সঙ্গে করে নিয়ে এসেছিল ? তা নরেন্দ্র মোদি, তোমার মায়ের বয়স তো অনেক? তোমার মা দলিলটা নিয়ে এসেছে তো?”

নলহাটি, 3 জানুয়ারি : সরকারি কর্মী NRC নিয়ে সমীক্ষা করতে এলে ঢিল মেরে ঢিলিয়ে দেবেন । আজ বীরভূমে NRC ও CAA নিয়ে এক প্রতিবাদ সভায় একথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । নলহাটির হাইস্কুল মাঠে সভা করে তৃণমূল ।

সভায় ছিলেন অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, মনিরউদ্দিন শামস প্রমুখ । CAA ইশুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অনুব্রত বলেন “ বাংলাদেশ থেকে যে মুসলিমরা এসেছে, তাদের হাটিয়ে দেবে । কেন, তারা কি মানুষ না ? তোমার মুখটা সুন্দর অথচ তোমার শরীরটা তেতো । তাই তুমি মানুষকে দেখতে পারো না । তুমি আয়নায় নিজের মুখ দেখতে ভালোবাসো । পরের মুখকে তুমি ভালোবাসো না নরেন্দ্র মোদি ।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে বলেন, “মাথা মোটা জীবনে কোনও দিন স্বরাষ্ট্র মন্ত্রী হত না । ওখানে বসে বসে ভাবছে আমি স্বরাষ্ট্র মন্ত্রী, তার মানে আমি যা মনে আসবে তাই করব ।”

NRC-র সমীক্ষা প্রসঙ্গে অনুব্রত বলেন, "সরকারি কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলে ঢিলিয়ে দেবেন । আমার মায়ের যখন বিয়ে হয়েছিল, আমার মা কি 1971 সালের দলিলটা সঙ্গে করে নিয়ে এসেছিল ? তা নরেন্দ্র মোদি, তোমার মায়ের বয়স তো অনেক? তোমার মা দলিলটা নিয়ে এসেছে তো?”

Intro:Body:নলহাটী, 3 জানুয়ারী: আজ NRC ও CAA এর প্রতিবাদে নলহাটী হাইস্কুল মাঠে সভা করে তৃনমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন বীরভূম তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল, রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক মনিরউদ্দিন শামস ও স্থানীয় নেতৃত্ব। সভায় বক্তব্য দিতে গিয়ে NPR নিয়ে অনুব্রত বলেন “ যে সরকারী কর্ম্মচারী ইনকোয়ারি যাবে, কাক কি ভাবে তাড়ান, ঢিল মেরে তো? ঘরে ঢিল রাখবেন ঢিলিয়ে দেবেন।অসুবিধে নাই। দল আছে আমরা আছি।” প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিরকে কটাক্ষ করে বলেন “ বাংলাদেশ থেকে যে মুসলিম রা এসেছে, তাদের তুমি হাটিয়ে দেবে। তারা কি মানুষ না? তোমার মুখটা সুন্দর তোমার শরীর টা তেতো। তাই তুমি মানুষ কে দেখতে পারো না। তুমি আয়নাতে নিজের মুখকে ভালো বাসো। পরের মুখকে তুমি ভালোবাসো না নরেন্দ্র মোদি।” সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে বলেন, “ মাথা মোটা জীবনে কোন দিন সরাষ্ট্র মিনিষ্টার হতো না। ওখানে বসে বসে ভাবছে আমি সরাষ্ট্র মিনিষ্টার মানে আমি যা মন তাই করবো।” অনুব্রত মন্ডল আরও বলেন, “ বাড়িতে বাড়িতে বলবে, গরু কটা? ছাগল কটা? বাবা কটা? বাবা তো একটাই তোর মত দুটো বাবা নাকি? হ্যাঁ আমরা শশুর মশাইকেও বাবা বলি আমার নিজের বাবাকেও বাবা বলি। আমার মায়ের যখন বিয়ে হয়েছিল, আমার মা কি ৭১ সালের দলিল টা সঙ্গে করে নিয়ে এসেছিল। তা নরেন্দ্র মোদি, তোমার মায়ের বয়স তো অনেক? তোমার মা দলিল টা নিয়ে এসেছে তো?” সভা শেষে অনুব্রত মন্ডল নলহাটী মন্দিরে গিয়ে প্রনাম করেন। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.