ETV Bharat / state

Anubrata Mandal: যাবেন বলেও শেষমেশ 21 জুলাইয়ের সভায় অনুপস্থিত 'কেষ্ট' , তুঙ্গে জল্পনা - 21 জুলাই শহিদ স্মরণ সভায় গরহাজির অনুব্রত মণ্ডল

21 জুলাই শহিদ সমাবেশে গেলেন না অনুব্রত মণ্ডল। "শরীর অসুস্থ, তাও যাব 21 জুলাইয়ের সভায়", বলেছিলেন অনুব্রত। কিন্তু, এদিন বোলপুরের বাড়িতেই ছিলেন তিনি। যা নিয়ে জল্পনা তুঙ্গে (Anubrata Mandal was Not present in Sahid Dibas rally) ৷

Anubrata Mandal
21 জুলাইয়ের সভায় গরহাজির অনুব্রত
author img

By

Published : Jul 21, 2022, 5:28 PM IST

বোলপুর, 21 জুলাই: যাবেন বলেও শেষমেশ ধর্মতলার শহিদ সমাবেশে অনুপস্থিত রইলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর শরীর ভাল যাচ্ছে না গত কয়েকদিন ধরেই ৷ তবু জানিয়েছিলেন অল্প সময়ের জন্য হলেও যাবেন ধর্মতলায়৷ ৷ কিন্তু শেষমেশ থাকলেন বোলপুরের বাড়িতেই ৷ তৃণমূল সুপ্রিমোর এই অনুগত সৈনিক কেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভায় হাজির হলেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে (Anubrata Mandal was absent in Sahid Dibas rally) ৷ 21 জুলাই মানেই ধর্মতলায় তৃণমূলের বিশাল শহিদ সমাবেশ ৷ মমতার ডাকে দলের সমস্ত নেতা-মন্ত্রীরা হাজির হন সভায় ৷ কিন্তু এবার অনুপস্থিত রইলেন দলনেত্রীর প্রিয় 'কেষ্ট' ৷

তবে এর আগে 21 জুলাইয়ের প্রস্তুতি হিসাবে বীরভূমে দলের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠক করেছিলেন অনুব্রত। এই জেলা থেকে বাসে-ট্রেনে প্রায় 2 লক্ষ লোক নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। শরীর অসুস্থ হলেও অল্প সময়ের জন্য 21 জুলাইয়ের সভায় থাকবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত ৷ সেদিন তাঁকে আরও বলতে শোনা গিয়েছিল, "21 জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম" ৷ কিন্তু, শেষমেশ গেলেন না অনুব্রত। বোলপুরে নিজের বাড়িতেই রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, টিভিতেই দেখেলেন 21 জুলাইয়ের সভা ৷ শুনলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও ৷

আরও পড়ুন: সোনারা-বাবারা হাইকোর্ট আর বাড়ি করুক, বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

এদিকে গত কয়েকদিনে বারবার শিরোনামে উঠে এসেছেন বীরভূমের এই নেতা ৷ গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসার তদন্তে একাধিকবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ৷ তারপর থেকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেও প্রকাশ্য কোনও সভায় দেখা যায়নি অনুব্রতকে ৷ এদিন সেই ধারার পরিবর্তন হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু শেষমেশ 21 জুলাইয়ের সভায় অনুপস্থিতি রইলেন অনুব্রত ৷ আর তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ।

বোলপুর, 21 জুলাই: যাবেন বলেও শেষমেশ ধর্মতলার শহিদ সমাবেশে অনুপস্থিত রইলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর শরীর ভাল যাচ্ছে না গত কয়েকদিন ধরেই ৷ তবু জানিয়েছিলেন অল্প সময়ের জন্য হলেও যাবেন ধর্মতলায়৷ ৷ কিন্তু শেষমেশ থাকলেন বোলপুরের বাড়িতেই ৷ তৃণমূল সুপ্রিমোর এই অনুগত সৈনিক কেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভায় হাজির হলেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে (Anubrata Mandal was absent in Sahid Dibas rally) ৷ 21 জুলাই মানেই ধর্মতলায় তৃণমূলের বিশাল শহিদ সমাবেশ ৷ মমতার ডাকে দলের সমস্ত নেতা-মন্ত্রীরা হাজির হন সভায় ৷ কিন্তু এবার অনুপস্থিত রইলেন দলনেত্রীর প্রিয় 'কেষ্ট' ৷

তবে এর আগে 21 জুলাইয়ের প্রস্তুতি হিসাবে বীরভূমে দলের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠক করেছিলেন অনুব্রত। এই জেলা থেকে বাসে-ট্রেনে প্রায় 2 লক্ষ লোক নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। শরীর অসুস্থ হলেও অল্প সময়ের জন্য 21 জুলাইয়ের সভায় থাকবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত ৷ সেদিন তাঁকে আরও বলতে শোনা গিয়েছিল, "21 জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম" ৷ কিন্তু, শেষমেশ গেলেন না অনুব্রত। বোলপুরে নিজের বাড়িতেই রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, টিভিতেই দেখেলেন 21 জুলাইয়ের সভা ৷ শুনলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও ৷

আরও পড়ুন: সোনারা-বাবারা হাইকোর্ট আর বাড়ি করুক, বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

এদিকে গত কয়েকদিনে বারবার শিরোনামে উঠে এসেছেন বীরভূমের এই নেতা ৷ গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসার তদন্তে একাধিকবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ৷ তারপর থেকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেও প্রকাশ্য কোনও সভায় দেখা যায়নি অনুব্রতকে ৷ এদিন সেই ধারার পরিবর্তন হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু শেষমেশ 21 জুলাইয়ের সভায় অনুপস্থিতি রইলেন অনুব্রত ৷ আর তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.