বোলপুর, 21 জুলাই: যাবেন বলেও শেষমেশ ধর্মতলার শহিদ সমাবেশে অনুপস্থিত রইলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর শরীর ভাল যাচ্ছে না গত কয়েকদিন ধরেই ৷ তবু জানিয়েছিলেন অল্প সময়ের জন্য হলেও যাবেন ধর্মতলায়৷ ৷ কিন্তু শেষমেশ থাকলেন বোলপুরের বাড়িতেই ৷ তৃণমূল সুপ্রিমোর এই অনুগত সৈনিক কেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভায় হাজির হলেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে (Anubrata Mandal was absent in Sahid Dibas rally) ৷ 21 জুলাই মানেই ধর্মতলায় তৃণমূলের বিশাল শহিদ সমাবেশ ৷ মমতার ডাকে দলের সমস্ত নেতা-মন্ত্রীরা হাজির হন সভায় ৷ কিন্তু এবার অনুপস্থিত রইলেন দলনেত্রীর প্রিয় 'কেষ্ট' ৷
তবে এর আগে 21 জুলাইয়ের প্রস্তুতি হিসাবে বীরভূমে দলের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠক করেছিলেন অনুব্রত। এই জেলা থেকে বাসে-ট্রেনে প্রায় 2 লক্ষ লোক নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। শরীর অসুস্থ হলেও অল্প সময়ের জন্য 21 জুলাইয়ের সভায় থাকবেন বলেও জানিয়েছিলেন অনুব্রত ৷ সেদিন তাঁকে আরও বলতে শোনা গিয়েছিল, "21 জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম" ৷ কিন্তু, শেষমেশ গেলেন না অনুব্রত। বোলপুরে নিজের বাড়িতেই রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, টিভিতেই দেখেলেন 21 জুলাইয়ের সভা ৷ শুনলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও ৷
আরও পড়ুন: সোনারা-বাবারা হাইকোর্ট আর বাড়ি করুক, বিজেপিকে কটাক্ষ অনুব্রতর
এদিকে গত কয়েকদিনে বারবার শিরোনামে উঠে এসেছেন বীরভূমের এই নেতা ৷ গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসার তদন্তে একাধিকবার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই ৷ তারপর থেকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেও প্রকাশ্য কোনও সভায় দেখা যায়নি অনুব্রতকে ৷ এদিন সেই ধারার পরিবর্তন হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু শেষমেশ 21 জুলাইয়ের সভায় অনুপস্থিতি রইলেন অনুব্রত ৷ আর তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে ।