ETV Bharat / state

Anubrata Mandal : নানুরের প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠালেন অনুব্রত মণ্ডল

author img

By

Published : Oct 1, 2021, 9:14 PM IST

অজয়ের (Ajoy River) জলে প্লাবিত হয়েছে নানুরের (Nanoor Flood) প্রায় তিরিশটি গ্রাম ৷ সেখানেই বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ৷

Anubrata Mandal
Anubrata Mandal

বোলপুর, 1 অক্টোবর : নানুরের প্লাবিত (Nanoor Flood) এলাকাগুলিতে ত্রাণসামগ্রী পাঠালেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) । চিড়ে, গুড় প্রভৃতি শুকনো খাদ্যসামগ্রী-সহ ত্রিপল, শাড়ি পাঠানো হয় । বোলপুরে নিজের বাড়ি থেকে ত্রাণসামগ্রী বোঝাই গাড়ি নানুরের বাসাপাড়ার উদ্দেশ্যে পাঠান অনুব্রত মণ্ডল ।

ওড়িশা ও অন্ধ্র উপকূলে গুলাব-এর প্রভাবে টানা দু'দিন ধরে ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে । অন্যদিকে ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার (Sikatiya Barrage)-সহ বীরভূমের তিলপাড়া জলাধার (Tilpara Barrage) থেকে জল ছাড়ায় ফুঁসছে বীরভূমের নদ-নদীগুলি । অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নানুরের প্রায় 30টি গ্রাম । ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি । পুলিশ ক্যাম্প থেকে শুরু করে স্কুলঘর, দোকানপাট সব কিছুতেই জল ঢুকে গিয়েছে । উঁচু বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন মানুষজন ।

জেলার বন্যার্তদের কাছে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন অনুব্রত

এই সমস্ত প্লাবিত এলাকায় দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বলেন, "সরকার-প্রশাসন পাশে আছে । কোনও অসুবিধা হবে না । এটা বিজেপি সরকার নয় । বিজেপি সরকার হলে অসুবিধা হত । এটা তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । মানুষের কোনও অসুবিধা হবে না ।"

আরও পড়ুন : Nanoor Flood : অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত 30টি গ্রাম

বোলপুর, 1 অক্টোবর : নানুরের প্লাবিত (Nanoor Flood) এলাকাগুলিতে ত্রাণসামগ্রী পাঠালেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) । চিড়ে, গুড় প্রভৃতি শুকনো খাদ্যসামগ্রী-সহ ত্রিপল, শাড়ি পাঠানো হয় । বোলপুরে নিজের বাড়ি থেকে ত্রাণসামগ্রী বোঝাই গাড়ি নানুরের বাসাপাড়ার উদ্দেশ্যে পাঠান অনুব্রত মণ্ডল ।

ওড়িশা ও অন্ধ্র উপকূলে গুলাব-এর প্রভাবে টানা দু'দিন ধরে ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে । অন্যদিকে ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার (Sikatiya Barrage)-সহ বীরভূমের তিলপাড়া জলাধার (Tilpara Barrage) থেকে জল ছাড়ায় ফুঁসছে বীরভূমের নদ-নদীগুলি । অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নানুরের প্রায় 30টি গ্রাম । ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি । পুলিশ ক্যাম্প থেকে শুরু করে স্কুলঘর, দোকানপাট সব কিছুতেই জল ঢুকে গিয়েছে । উঁচু বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন মানুষজন ।

জেলার বন্যার্তদের কাছে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন অনুব্রত

এই সমস্ত প্লাবিত এলাকায় দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বলেন, "সরকার-প্রশাসন পাশে আছে । কোনও অসুবিধা হবে না । এটা বিজেপি সরকার নয় । বিজেপি সরকার হলে অসুবিধা হত । এটা তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । মানুষের কোনও অসুবিধা হবে না ।"

আরও পড়ুন : Nanoor Flood : অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত 30টি গ্রাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.