ETV Bharat / state

NRC অনলাইনে হলে মানুষ কম্পিউটার ভেঙে দেবে : অনুব্রত - Citizenship Amendment Act 2019

"কীসের অনলাইন ? কে যাবে ? কে মানবে ? মানুষ এত বোকা নাকি ? ওরা বলে দেবে যে ফর্ম ফিল আপ করতে আর মানুষ ফর্ম ফিল আপ করবে ৷ CAA আর NRC মেনে নেবে মানুষ ? কোনও দিনই কোনও সাইবার ক্যাফেতে লাইন দেবে না ৷ " আজ রামপুরহাটে NRC ও CAA-এর প্রতিবাদে আয়োজিত সভামঞ্চ থেকে এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷

Anubrata Mandal comments on NRC and CAA at Rampurhat
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Jan 6, 2020, 12:06 AM IST

রামপুরহাট, 5 জানুয়ারি : "CAA বা NRC অনলাইন হলে মানুষ কম্পিউটার ভেঙে দেবে ৷" আজ রামপুরহাট হাইস্কুলের মাঠে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷

তিনি বলেন, "কীসের অনলাইন ? কে যাবে ? কে মানবে ? মানুষ এত বোকা নাকি ? ওরা বলে দেবে যে ফর্ম ফিল আপ করতে আর মানুষ ফর্ম ফিল আপ করবে ৷ CAA আর NRC মেনে নেবে মানুষ ? কোনও দিনই কোনও সাইবার ক্যাফেতে লাইন দেবে না ৷ যেখানে লাইন হবে সেই কম্পিউটার বাড়ি মেরে ভেঙে দেবে ৷ যে করবে তার মাথার চুল কেটে নেবে ৷ "

দেখুন ভিডিয়ো...

সভামঞ্চে আজ বক্তৃতা দিতে গিয়ে অনুব্রতবাবু বলেন, " দেশে নয়, পৃথিবী জুড়ে NRC এবং CAA এর বিরুদ্ধে আন্দোলন চলছে । কানাডা,ইংল্যান্ড, ফ্রান্সে আন্দোলন চলছে । দরকার নেই এ রকম সরকার । যারা ভোট দিয়ে BJP-কে এনেছিল, তারা ভাবছে কী ভুল কাজটা করেছিলাম । খাল কেটে কুমির এনেছিলাম । সংশোধন তারাই করবে । খাল তারাই বোজাবে । চাপা পড়ে যাবে কুমির । নড়তে চড়তে পারবে না । "

রামপুরহাট, 5 জানুয়ারি : "CAA বা NRC অনলাইন হলে মানুষ কম্পিউটার ভেঙে দেবে ৷" আজ রামপুরহাট হাইস্কুলের মাঠে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷

তিনি বলেন, "কীসের অনলাইন ? কে যাবে ? কে মানবে ? মানুষ এত বোকা নাকি ? ওরা বলে দেবে যে ফর্ম ফিল আপ করতে আর মানুষ ফর্ম ফিল আপ করবে ৷ CAA আর NRC মেনে নেবে মানুষ ? কোনও দিনই কোনও সাইবার ক্যাফেতে লাইন দেবে না ৷ যেখানে লাইন হবে সেই কম্পিউটার বাড়ি মেরে ভেঙে দেবে ৷ যে করবে তার মাথার চুল কেটে নেবে ৷ "

দেখুন ভিডিয়ো...

সভামঞ্চে আজ বক্তৃতা দিতে গিয়ে অনুব্রতবাবু বলেন, " দেশে নয়, পৃথিবী জুড়ে NRC এবং CAA এর বিরুদ্ধে আন্দোলন চলছে । কানাডা,ইংল্যান্ড, ফ্রান্সে আন্দোলন চলছে । দরকার নেই এ রকম সরকার । যারা ভোট দিয়ে BJP-কে এনেছিল, তারা ভাবছে কী ভুল কাজটা করেছিলাম । খাল কেটে কুমির এনেছিলাম । সংশোধন তারাই করবে । খাল তারাই বোজাবে । চাপা পড়ে যাবে কুমির । নড়তে চড়তে পারবে না । "

Intro:Body:রামপুরহাট, ৫ জানুয়ারী: আজ রামপুরহাট হাইস্কুল মাঠে NRC ও CAA এর প্রতিবাদে সভা করে ব্লক ও শহর তৃনমূল কংগ্রেস। এই সভার মূল বক্তা ছিলেন, বীরভূমে জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ কিসের অনলাইন, কে যাবে কে মানবে? মানুষ এতো বোকা নাকি? ওরা বলে দেবে যে ফর্ম ফিলাপ করতে আর মানুষ ফর্ম ফিলাপ করে দেবে। NRC আর CAA মেনে নেবে মানুষ?কোন দিনই কোন সার্বার ক্যাফে তে লাইন দেবে না তো মানুষ। বোকা নয় মানুষ। যেখানে লাইন হবে সেই কম্পিউটার তো বাড়ি মেরে ভেঙে দেবে। যে করবে তার মাথার চুল কেটে নেবে”। সভা মঞ্চে বক্তিতা দিতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন, “দেশে নয়. সারা পৃথিবী জুড়ে আন্দোলন চলছে NRC CAA এর বিরুদ্ধে। কানাডায় করছে, ইংল্যান্ডে আন্দোলন করছে, ফ্রান্সে আন্দোলন করছে। দরকার নাই এরম সরকার। যারা ভোট দিয়ে বিজেপি কে এনে ছিল। তারা ভাবছে কি ভুল কাজটা করেছিলাম। খাল কেটে কুমির এনেছিলাম।সংশোধন তারাই করবে। খাল তারাই বোজাবে। চাপা পড়ে যাবে কুমির। নড়তে চড়তে পারবে না। আমারা পশ্চিম বাংলায় এমন একটা আন্দোলন করবো সেই আন্দোলনে তোমাকে আমারা ভারতবর্ষ ছাড়িয়ে দেব, আমরা পিছিয়ে আসবো না।”Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.