রামপুরহাট, 5 জানুয়ারি : "CAA বা NRC অনলাইন হলে মানুষ কম্পিউটার ভেঙে দেবে ৷" আজ রামপুরহাট হাইস্কুলের মাঠে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷
তিনি বলেন, "কীসের অনলাইন ? কে যাবে ? কে মানবে ? মানুষ এত বোকা নাকি ? ওরা বলে দেবে যে ফর্ম ফিল আপ করতে আর মানুষ ফর্ম ফিল আপ করবে ৷ CAA আর NRC মেনে নেবে মানুষ ? কোনও দিনই কোনও সাইবার ক্যাফেতে লাইন দেবে না ৷ যেখানে লাইন হবে সেই কম্পিউটার বাড়ি মেরে ভেঙে দেবে ৷ যে করবে তার মাথার চুল কেটে নেবে ৷ "
সভামঞ্চে আজ বক্তৃতা দিতে গিয়ে অনুব্রতবাবু বলেন, " দেশে নয়, পৃথিবী জুড়ে NRC এবং CAA এর বিরুদ্ধে আন্দোলন চলছে । কানাডা,ইংল্যান্ড, ফ্রান্সে আন্দোলন চলছে । দরকার নেই এ রকম সরকার । যারা ভোট দিয়ে BJP-কে এনেছিল, তারা ভাবছে কী ভুল কাজটা করেছিলাম । খাল কেটে কুমির এনেছিলাম । সংশোধন তারাই করবে । খাল তারাই বোজাবে । চাপা পড়ে যাবে কুমির । নড়তে চড়তে পারবে না । "