বোলপুর, 1 জুন : ফের গরুপাচার কাণ্ডে তাঁকে তলব করেছে সিবিআই ৷ বোলপুরে বাড়ি থেকে বুধবার তাই ফের কলকাতার উদ্দেশে রওনা দিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ প্রায় দেড় মাস পর গত 20 মে কলকাতা থেকে বোলপুরে বাড়িতে ফিরেছিলেন তিনি ৷ 11 দিন পর বোলপুর থেকে ফের কলকাতার উদ্দেশে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি (Anubrata Mandal back to Kolkata again) ৷ যদিও এদিন কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে অনুব্রত বলেন, "3 তারিখ ডাক্তার দেখানোর ডেট আছে, তাই কলকাতা যাচ্ছি ৷ শরীর ভাল নেই, চেক-আপ তো করে যেতেই হবে।"
এদিন অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ আগেই অনুব্রত ইস্যুতে তাঁর নিরাপত্তারক্ষীকে দু'বার নিজাম প্যালেসে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷ প্রসঙ্গত, প্রথম কয়েক দফায় সমন এড়ানোর পর এপ্রিলের শুরুতে গরুপাচার কাণ্ডে হাজিরা দেওয়ার উদ্দেশে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি ৷ সেখানে অসুস্থ বোধ করায় ফের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন 'কেষ্ট' ৷
আরও পড়ুন : গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত
এই সময়কালে প্রায় দেড় মাস কলকাতায় চিনার পার্কের বাড়িতেই ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ এরপর গত 20 মে বোলপুরে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন তিনি ৷ তাঁকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনার ছবি ধরা পড়েছিল সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ তারপর থেকে একাধিকবার পুনরায় গরুপাচার-কাণ্ডে অনুব্রতকে তলবের চিঠি পাঠিয়েছে সিবিআই ৷ গত সপ্তাহে অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু এদিন তাঁর নিরাপত্তারক্ষীর বাড়িতে সিবিআই হানা দিতেই ফের কলকাতায় ফেরার ব্যাপারে তৎপর হলেন অনুব্রত ৷ সিবিআই হাজিরার কারণেই তাঁর পুনরায় কলকাতা যাত্রা, ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদেরও ৷