ETV Bharat / state

Anubrata Mandal : বিশ্বভারতীর মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব, বেলাগাম অনুব্রত

ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) আক্রমণের ফলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ কবিগুরুর গায়ের রং নিয়ে মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার সম্পর্কেও একই রকমের মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ৷

ফের তীব্র ভাষায় বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করলেন অনুব্রত ৷
ফের তীব্র ভাষায় বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করলেন অনুব্রত ৷
author img

By

Published : Aug 22, 2021, 5:23 PM IST

বোলপুর, 22 অগস্ট : "মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব । ক্যাম্পাসে কীভাবে রাজনীতি করতে হয় দেখিয়ে দেব ।" ফের বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) । এছাড়াও কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারকেও কটাক্ষ করেন তিনি ।

বিশ্বভারতীকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত গত এক বছর ধরে চলছে ৷ একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিভিন্ন ভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । এদিন ঐতিহ্যবাহী রবীন্দ্রভবন, ছাতিমতলা, উপাসনা গৃহের সামনে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের । এই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।

ফের তীব্র ভাষায় বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করলেন অনুব্রত ৷

বিতর্কের প্রতিক্রিয়ায় অনুব্রত বলেন, "রাখি উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর আরম্ভ করেছিলেন ৷ বিশ্বভারতী রবীন্দ্রনাথকে মানে না ৷ মূর্খ না হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে মা তাঁকে কোলে নিতেন না । আরও মূর্খ উপাচার্য । পাগল একটা ৷ রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা করছে । শিক্ষার মান, রবীন্দ্রনাথের আদর্শ নষ্ট করছে । আমরা তা হতে দেব না ।"

তিনি আরও বলেন, "উনি বিশ্বভারতীতে রাজনীতি করছেন । রাজনীতি কাকে বলে বিশ্বভারতীর ক্যাম্পাসে দেখিয়ে দেব । ওরাই পথ দেখিয়েছে । ছাত্রছাত্রী নেই তাই সুযোগ পেয়ে যাচ্ছে । উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব ।"

আরও পড়ুন : Visva-Bharati : বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন উৎসব ঘিরে বিতর্ক

বোলপুর, 22 অগস্ট : "মূর্খ উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব । ক্যাম্পাসে কীভাবে রাজনীতি করতে হয় দেখিয়ে দেব ।" ফের বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) । এছাড়াও কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারকেও কটাক্ষ করেন তিনি ।

বিশ্বভারতীকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত গত এক বছর ধরে চলছে ৷ একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিভিন্ন ভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । এদিন ঐতিহ্যবাহী রবীন্দ্রভবন, ছাতিমতলা, উপাসনা গৃহের সামনে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের । এই ঘটনায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।

ফের তীব্র ভাষায় বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ করলেন অনুব্রত ৷

বিতর্কের প্রতিক্রিয়ায় অনুব্রত বলেন, "রাখি উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর আরম্ভ করেছিলেন ৷ বিশ্বভারতী রবীন্দ্রনাথকে মানে না ৷ মূর্খ না হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন বলে মা তাঁকে কোলে নিতেন না । আরও মূর্খ উপাচার্য । পাগল একটা ৷ রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা করছে । শিক্ষার মান, রবীন্দ্রনাথের আদর্শ নষ্ট করছে । আমরা তা হতে দেব না ।"

তিনি আরও বলেন, "উনি বিশ্বভারতীতে রাজনীতি করছেন । রাজনীতি কাকে বলে বিশ্বভারতীর ক্যাম্পাসে দেখিয়ে দেব । ওরাই পথ দেখিয়েছে । ছাত্রছাত্রী নেই তাই সুযোগ পেয়ে যাচ্ছে । উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দেব ।"

আরও পড়ুন : Visva-Bharati : বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন উৎসব ঘিরে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.