ETV Bharat / state

" অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক, BJP-তে আসতে চাইলে নেগোশিয়েশন করতে পারি ’’ - অনুব্রত মণ্ডল

রাজ্যজুড়ে BJP -র তরফে ‘‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’’ সংক্রান্ত অবস্থান-বিক্ষোভ ও অনশন কর্মসূচি নেওয়া হয়েছে । সেইমতো বীরভূম জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয় । বোলপুর মহকুমা শাসকের দপ্তরে সামনে সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত মঞ্চ করে চলে অবস্থান-বিক্ষোভ । অবস্থান বিক্ষোভে অংশ নেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ।

জয় বন্দ্যোপাধ্যায়
জয় বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Sep 4, 2020, 9:45 PM IST

Updated : Sep 8, 2020, 4:17 PM IST

বোলপুর, 4 সেপ্টেম্বর : এক প্রকার অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । আজ বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে দলের অবস্থান বিক্ষোভে এসে প্রথমে অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রশংসা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি । পরে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক, খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করলে আমরা নেগোশিয়েশন করতে পারি । এবার আমরা অনুব্রতর গড়ে থাবা বসিয়েছি । এই গড়কে অনুব্রত আর রক্ষা করতে পারবেন না । তাই উনি BJP -তে আসতে চাইলে আমরা নেগোশিয়েশন করব ৷’’

আজ রাজ্যজুড়ে BJP -র তরফে ‘‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’’ সংক্রান্ত অবস্থান-বিক্ষোভ ও অনশন কর্মসূচি নেওয়া হয়েছে । সেইমতো বীরভূম জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয় । বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত মঞ্চ করে চলে অবস্থান-বিক্ষোভ । অংশ নেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় কথায় কথায় রবীন্দ্র-সংগীত গাইতে । আর তাঁর চ্যালা চামুণ্ডারা কবিগুরুর বিশ্বভারতীতে বুলডোজার ঢুকিয়ে প্রাচীর ভেঙে দিল । আমার চোখে জল এসে গেছিল । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এই ঘটনায় অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে গ্রেপ্তার করুন । না হলে আপনি কলঙ্কিত নায়িকা হয়ে থাকবেন । ’’

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি সমবেদনা জানিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার বন্ধু, শত্রু, দাদা অনুব্রত মণ্ডল মহাশয়ের শহরে আমি আজ এসেছি । আজ অনুব্রত মণ্ডলের পরিবারে বিপর্যয় এসেছে । ওঁর মা মারা গিয়েছেন, ওঁর স্ত্রী মারা গিয়েছেন । মানুষ হিসেবে আমি ওঁর প্রতি সমবেদনা জানাই । আমি ঈশ্বরের কাছে কামনা করি, ওঁকে এই বেদনা সহ্য করার শক্তি দিক ।’’

অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায়

এর পরেই অনুব্রত মণ্ডলকে একপ্রকার দলে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এতদিন আপনি আপনার গড় রক্ষা করে এসেছেন । '21 সালে আমরা আপনার গড়ে থাবা বসিয়ে দিয়েছি । আপনি আর আপনার গড় রক্ষা করতে পারবেন না । এই বীরভূমে 11টি আসনে আমরা জিতব ও আপনাকে 11 নম্বর বাস ধরিয়ে দেব । সব মানুষের কাছে গিয়ে আপনার দুষ্কর্মের জন্য ক্ষমা চাইতে হবে । এখনও সময় আছে শুধরে যান । আর যদি মনে করেন আমাদের দলে উঁকিঝুঁকি মারবেন, মারুন । আমরা চেষ্টা করব আপনার সঙ্গে নেগোশিয়েশন করতে ।’’

বক্তব্য শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দলে যারা আসবে তাদের একটা স্বচ্ছ ইমেজ থাকতে হবে । সেটা অনেক অংশে অনুব্রত মণ্ডলের নেই । কিন্তু, তিনি অনেক দক্ষ রাজনীতিক, দক্ষ সংগঠক । সেই হিসেবে আমি কথাটা বলেছি ।’’

বোলপুর, 4 সেপ্টেম্বর : এক প্রকার অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । আজ বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে দলের অবস্থান বিক্ষোভে এসে প্রথমে অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রশংসা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি । পরে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক, খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করলে আমরা নেগোশিয়েশন করতে পারি । এবার আমরা অনুব্রতর গড়ে থাবা বসিয়েছি । এই গড়কে অনুব্রত আর রক্ষা করতে পারবেন না । তাই উনি BJP -তে আসতে চাইলে আমরা নেগোশিয়েশন করব ৷’’

আজ রাজ্যজুড়ে BJP -র তরফে ‘‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’’ সংক্রান্ত অবস্থান-বিক্ষোভ ও অনশন কর্মসূচি নেওয়া হয়েছে । সেইমতো বীরভূম জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয় । বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত মঞ্চ করে চলে অবস্থান-বিক্ষোভ । অংশ নেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় কথায় কথায় রবীন্দ্র-সংগীত গাইতে । আর তাঁর চ্যালা চামুণ্ডারা কবিগুরুর বিশ্বভারতীতে বুলডোজার ঢুকিয়ে প্রাচীর ভেঙে দিল । আমার চোখে জল এসে গেছিল । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এই ঘটনায় অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে গ্রেপ্তার করুন । না হলে আপনি কলঙ্কিত নায়িকা হয়ে থাকবেন । ’’

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি সমবেদনা জানিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার বন্ধু, শত্রু, দাদা অনুব্রত মণ্ডল মহাশয়ের শহরে আমি আজ এসেছি । আজ অনুব্রত মণ্ডলের পরিবারে বিপর্যয় এসেছে । ওঁর মা মারা গিয়েছেন, ওঁর স্ত্রী মারা গিয়েছেন । মানুষ হিসেবে আমি ওঁর প্রতি সমবেদনা জানাই । আমি ঈশ্বরের কাছে কামনা করি, ওঁকে এই বেদনা সহ্য করার শক্তি দিক ।’’

অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায়

এর পরেই অনুব্রত মণ্ডলকে একপ্রকার দলে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এতদিন আপনি আপনার গড় রক্ষা করে এসেছেন । '21 সালে আমরা আপনার গড়ে থাবা বসিয়ে দিয়েছি । আপনি আর আপনার গড় রক্ষা করতে পারবেন না । এই বীরভূমে 11টি আসনে আমরা জিতব ও আপনাকে 11 নম্বর বাস ধরিয়ে দেব । সব মানুষের কাছে গিয়ে আপনার দুষ্কর্মের জন্য ক্ষমা চাইতে হবে । এখনও সময় আছে শুধরে যান । আর যদি মনে করেন আমাদের দলে উঁকিঝুঁকি মারবেন, মারুন । আমরা চেষ্টা করব আপনার সঙ্গে নেগোশিয়েশন করতে ।’’

বক্তব্য শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দলে যারা আসবে তাদের একটা স্বচ্ছ ইমেজ থাকতে হবে । সেটা অনেক অংশে অনুব্রত মণ্ডলের নেই । কিন্তু, তিনি অনেক দক্ষ রাজনীতিক, দক্ষ সংগঠক । সেই হিসেবে আমি কথাটা বলেছি ।’’

Last Updated : Sep 8, 2020, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.