বোলপুর, 4 সেপ্টেম্বর : এক প্রকার অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । আজ বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে দলের অবস্থান বিক্ষোভে এসে প্রথমে অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রশংসা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি । পরে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক, খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করলে আমরা নেগোশিয়েশন করতে পারি । এবার আমরা অনুব্রতর গড়ে থাবা বসিয়েছি । এই গড়কে অনুব্রত আর রক্ষা করতে পারবেন না । তাই উনি BJP -তে আসতে চাইলে আমরা নেগোশিয়েশন করব ৷’’
আজ রাজ্যজুড়ে BJP -র তরফে ‘‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’’ সংক্রান্ত অবস্থান-বিক্ষোভ ও অনশন কর্মসূচি নেওয়া হয়েছে । সেইমতো বীরভূম জেলার বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয় । বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত মঞ্চ করে চলে অবস্থান-বিক্ষোভ । অংশ নেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় কথায় কথায় রবীন্দ্র-সংগীত গাইতে । আর তাঁর চ্যালা চামুণ্ডারা কবিগুরুর বিশ্বভারতীতে বুলডোজার ঢুকিয়ে প্রাচীর ভেঙে দিল । আমার চোখে জল এসে গেছিল । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এই ঘটনায় অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে গ্রেপ্তার করুন । না হলে আপনি কলঙ্কিত নায়িকা হয়ে থাকবেন । ’’
তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি সমবেদনা জানিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার বন্ধু, শত্রু, দাদা অনুব্রত মণ্ডল মহাশয়ের শহরে আমি আজ এসেছি । আজ অনুব্রত মণ্ডলের পরিবারে বিপর্যয় এসেছে । ওঁর মা মারা গিয়েছেন, ওঁর স্ত্রী মারা গিয়েছেন । মানুষ হিসেবে আমি ওঁর প্রতি সমবেদনা জানাই । আমি ঈশ্বরের কাছে কামনা করি, ওঁকে এই বেদনা সহ্য করার শক্তি দিক ।’’
এর পরেই অনুব্রত মণ্ডলকে একপ্রকার দলে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এতদিন আপনি আপনার গড় রক্ষা করে এসেছেন । '21 সালে আমরা আপনার গড়ে থাবা বসিয়ে দিয়েছি । আপনি আর আপনার গড় রক্ষা করতে পারবেন না । এই বীরভূমে 11টি আসনে আমরা জিতব ও আপনাকে 11 নম্বর বাস ধরিয়ে দেব । সব মানুষের কাছে গিয়ে আপনার দুষ্কর্মের জন্য ক্ষমা চাইতে হবে । এখনও সময় আছে শুধরে যান । আর যদি মনে করেন আমাদের দলে উঁকিঝুঁকি মারবেন, মারুন । আমরা চেষ্টা করব আপনার সঙ্গে নেগোশিয়েশন করতে ।’’
বক্তব্য শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । অনুব্রত মণ্ডলকে দলে আহ্বানের ইঙ্গিত প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দলে যারা আসবে তাদের একটা স্বচ্ছ ইমেজ থাকতে হবে । সেটা অনেক অংশে অনুব্রত মণ্ডলের নেই । কিন্তু, তিনি অনেক দক্ষ রাজনীতিক, দক্ষ সংগঠক । সেই হিসেবে আমি কথাটা বলেছি ।’’