ETV Bharat / state

Panchayat Elections 2023: অনুব্রত বিরোধী কাজলের মনোনয়ন পেশ, 'গুরু' কেষ্টর বুলি আওড়ে বললেন 'খেলা হবে' - কাজল শেখ

বীরভূমে জেলা পরিষদের আসনে মনোনয়ন পত্র জমা দিলেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখ ৷ তিনি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

Panchayat Elections 2023
Kajal Sheikh
author img

By

Published : Jun 14, 2023, 5:06 PM IST

Updated : Jun 14, 2023, 6:37 PM IST

অনুব্রত বিরোধী কাজলের মনোনয়ন পেশ

বোলপুর, 14 জুন: মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে যদি ভোট করা হয়, তাহলে খেলা হবে ৷ জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অনুব্রত মণ্ডলের বুলি শোনা গেল তাঁর যুযুধান নেতা কাজল শেখের মুখে ৷ এই প্রথম নির্বাচনী লড়াইয়ে নামলেন নানুরের এই তৃণমূল নেতা ৷

একদা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত ছিলেন নানুরের এই তৃণমূল নেতা কাজল শেখ ৷ প্রায় সময় এই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে নানুর ৷ বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি কেষ্ট ৷ অনুব্রত বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখকে এ বার পঞ্চায়েত নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বুধবার বোলপুর মহকুমা শাসকের দফতরে এসে তৃণমূলের প্রতীক চিহ্নে মনোনয়নপত্র দাখিল করেন কাজল শেখ ৷

সদ্য নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়ে হামলার অভিযোগ উঠেছে এই কাজল শেখ গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । সেই কাজল শেখ এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন । এ দিন মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু । এখনও বীরভূমে যে সংগঠন, তার ভিত তৈরি করে গিয়েছেন অনুব্রত ও তাঁর টিম । আমি সেই টিম অনুব্রতর সদস্য ।"

আরও পড়ুন: অনুব্রত গড়ে বিজেপিতে যোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

তিনি আরও বলেন, "উন্নয়ন আর রাস্তায় নেই, বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে ৷ সুতরাং গুরু যে দাওয়াই দিয়ে গিয়েছে, সেই দাওয়াই কাজ করবে ৷ যদি মানুষের মধ্যে কেউ ভেদাভেদ করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, যদি কেউ অর্থের প্রলোভন দিয়ে ভোট করতে চায়, তাহলে খেলা হবে ।"

অনুব্রত মণ্ডলের কট্টর বিরোধী নেতার মুখে অনুব্রতর প্রশংসা শোনার পর থেকেই জেলায় জোর চর্চা শুরু হয়েছে ৷ কেষ্টকে গুরু হিসেবেও মেনে নিয়েছেন কাজল শেখ ৷ এবং তাঁর মুখেও শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের 'খেলা হবে' বুলি ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই দেওয়া হয়েছিল নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে ।

অনুব্রত বিরোধী কাজলের মনোনয়ন পেশ

বোলপুর, 14 জুন: মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে যদি ভোট করা হয়, তাহলে খেলা হবে ৷ জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অনুব্রত মণ্ডলের বুলি শোনা গেল তাঁর যুযুধান নেতা কাজল শেখের মুখে ৷ এই প্রথম নির্বাচনী লড়াইয়ে নামলেন নানুরের এই তৃণমূল নেতা ৷

একদা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত ছিলেন নানুরের এই তৃণমূল নেতা কাজল শেখ ৷ প্রায় সময় এই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে নানুর ৷ বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি কেষ্ট ৷ অনুব্রত বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখকে এ বার পঞ্চায়েত নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বুধবার বোলপুর মহকুমা শাসকের দফতরে এসে তৃণমূলের প্রতীক চিহ্নে মনোনয়নপত্র দাখিল করেন কাজল শেখ ৷

সদ্য নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়ে হামলার অভিযোগ উঠেছে এই কাজল শেখ গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । সেই কাজল শেখ এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন । এ দিন মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু । এখনও বীরভূমে যে সংগঠন, তার ভিত তৈরি করে গিয়েছেন অনুব্রত ও তাঁর টিম । আমি সেই টিম অনুব্রতর সদস্য ।"

আরও পড়ুন: অনুব্রত গড়ে বিজেপিতে যোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

তিনি আরও বলেন, "উন্নয়ন আর রাস্তায় নেই, বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে ৷ সুতরাং গুরু যে দাওয়াই দিয়ে গিয়েছে, সেই দাওয়াই কাজ করবে ৷ যদি মানুষের মধ্যে কেউ ভেদাভেদ করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, যদি কেউ অর্থের প্রলোভন দিয়ে ভোট করতে চায়, তাহলে খেলা হবে ।"

অনুব্রত মণ্ডলের কট্টর বিরোধী নেতার মুখে অনুব্রতর প্রশংসা শোনার পর থেকেই জেলায় জোর চর্চা শুরু হয়েছে ৷ কেষ্টকে গুরু হিসেবেও মেনে নিয়েছেন কাজল শেখ ৷ এবং তাঁর মুখেও শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের 'খেলা হবে' বুলি ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই দেওয়া হয়েছিল নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে ।

Last Updated : Jun 14, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.