ETV Bharat / state

Bagtui Massacre: বগটুই কাণ্ডে সিবিআই-এর হাতে আরও এক অভিযুক্ত - Bhadu Sheikh Murder

বগটুই কাণ্ডে (Bagtui Massacre)আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (Central Bureau of Investigation) । ধৃত ডলার শেখ নিহত ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখের ভাগ্নে (Another Accused Arrested by CBI)।

Bagtui Massacre
বগটুই কাণ্ডে ধৃত আরও এক
author img

By

Published : Oct 14, 2022, 10:25 AM IST

রামপুরহাট, 14 অক্টোবর: রামপুরহাটের বগটুই (Bagtui Massacre) অগ্নি সংযোগকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (Central Bureau of Investigation) । ধৃতের নাম ডলার শেখ । সে নিহত ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখের ভাগ্নে (Another Accused Arrested by CBI)। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে সিবিআই ৷ এরপর তাকে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় । প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ডলার শেখকে গ্রেফতার করে সিবিআই ।

প্রসঙ্গত, 21 মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখকে (Bhadu Sheikh Murder) । খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয় । পরদিন সকালে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয় । তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁরাও মারা যান । 24 মার্চ ওই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ, ভাদু খুনে 4 জনের নামে গ্রেফতারি পরোয়ানা

হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে (Central Bureau of Investigation) তদন্তভার দেওয়া হয় । গত 20 জুন বগটুই কাণ্ডে দশ জন খুনের মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই । তৃণমূল নেতা আনারুল-সহ 18 জনের নাম আছে চার্জশিটে । সেই চার্জশিটে দাবি করা হয় আনারুল হোসেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে ৷ 18 জনের মধ্যে নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের নাম আছে, যদিও সে এখনও পলাতক ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকাল অভিযুক্ত লালন শেখের ভাগ্নেকে 10টা নাগাদ রামপুরহাট সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় । প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ডলার শেখকে গ্রেফতার করে সিবিআই । আজ অভিযুক্ত ডলার শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছিল । ঘটনাস্থলে বিশেষ দল পাঠান বিজেপি সভাপতি জেপি নাড্ডা । বিজেপির সেই দল ঘটনাস্থল ঘুরে দেখে নাড্ডাকে বিস্তারিত রিপোর্ট দেয় । সেখানে এই ঘটনার জন্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দায়ী করা হয় । পালটা এই রিপোর্ট নিয়ে তোপ দাগেন মমতা । তিনি জানান, বোঝাই যাচ্ছে গোটা ঘটনার নেপথ্যে বিজেপি আছে । নইলে তাঁরা জানল কী করে কে কে এই কাণ্ডে জড়িত ।

রামপুরহাট, 14 অক্টোবর: রামপুরহাটের বগটুই (Bagtui Massacre) অগ্নি সংযোগকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (Central Bureau of Investigation) । ধৃতের নাম ডলার শেখ । সে নিহত ভাদু শেখের ছায়া সঙ্গী লালন শেখের ভাগ্নে (Another Accused Arrested by CBI)। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে সিবিআই ৷ এরপর তাকে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় । প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ডলার শেখকে গ্রেফতার করে সিবিআই ।

প্রসঙ্গত, 21 মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখকে (Bhadu Sheikh Murder) । খুনের বদলা নিতে ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয় । পরদিন সকালে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয় । তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁরাও মারা যান । 24 মার্চ ওই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ, ভাদু খুনে 4 জনের নামে গ্রেফতারি পরোয়ানা

হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে (Central Bureau of Investigation) তদন্তভার দেওয়া হয় । গত 20 জুন বগটুই কাণ্ডে দশ জন খুনের মামলায় রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই । তৃণমূল নেতা আনারুল-সহ 18 জনের নাম আছে চার্জশিটে । সেই চার্জশিটে দাবি করা হয় আনারুল হোসেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে ৷ 18 জনের মধ্যে নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের নাম আছে, যদিও সে এখনও পলাতক ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকাল অভিযুক্ত লালন শেখের ভাগ্নেকে 10টা নাগাদ রামপুরহাট সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় । প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ডলার শেখকে গ্রেফতার করে সিবিআই । আজ অভিযুক্ত ডলার শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছিল । ঘটনাস্থলে বিশেষ দল পাঠান বিজেপি সভাপতি জেপি নাড্ডা । বিজেপির সেই দল ঘটনাস্থল ঘুরে দেখে নাড্ডাকে বিস্তারিত রিপোর্ট দেয় । সেখানে এই ঘটনার জন্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দায়ী করা হয় । পালটা এই রিপোর্ট নিয়ে তোপ দাগেন মমতা । তিনি জানান, বোঝাই যাচ্ছে গোটা ঘটনার নেপথ্যে বিজেপি আছে । নইলে তাঁরা জানল কী করে কে কে এই কাণ্ডে জড়িত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.