ETV Bharat / state

Doctor's Body Recovered: প্রবীণ চিকিৎসকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার নলহাটিতে, বিজেপি'র হয়ে নির্বাচনে লড়েছিলেন দু‘বার - doctors body recovered from his house

হাত-পা বাঁধা অবস্থায় প্রবীন চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের নলহাটিতে ৷ মৃত ওই চিকিৎসক একাই থাকতেন তাঁর বীরভূমের বাড়িতে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 24, 2023, 10:02 PM IST

নলহাটি, 24 এপ্রিল: হাত-পা বাঁধা অবস্থায় চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ৷ মৃত চিকিৎসকের নাম মদন লাল চৌধুরী (80) ৷ সোমবার বীরভূমের তাঁর বাড়ির দোতলার ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে নলহাটি থানার পুলিশ। মৃত ওই চিকিৎসক একাই থাকতেন নলহাটি চার নম্বর ওয়ার্ডের রেলগেটের কাছে একটি বাড়িতে ৷ পরিবারের বাকিরা সকলেই থাকেন কলকাতায় ।

সূত্রের খবর, মৃত চিকিৎসক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন বহুদিন। অবসরের পর নলহাটিতেই চেম্বারে তিনি রোগী দেখতেন । শুধু তাই নয়, বিজেপির হয়ে দু’বার বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন তিনি। একটি নার্সিংহোমও রয়েছে তাঁর । তবে বেশ কয়েকবছর ধরে শারীরিক অসুস্থতার কারণে আর তেমন ভাবে চেম্বারে যাওয়া-আসা ছিল না প্রবীণ চিকিৎসকের।

এই মৃত্যু প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা রোহিত প্রসাদ বলেন, "আমার দোকানের একটি চাবি থাকত ওনার কাছে । আমি সেই চাবি আনতে গিয়ে দেখি, ডাক্তার বাবু মাটিতে পড়ে আছেন । বাড়ির দরজা বন্ধ ছিল । আমি এসে ছুটে নীচে এসে সকলকে বলি, তারপর পুলিশকে খবর দেওয়া হয় ।"

ঘটনাস্থলে উপস্থিত হয়েই রামপুর হাটথানার পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, "আমি খবর পেয়ে এখানে এসেছি। মৃতদেহের পাশে রক্তের চিহ্ন আছে। এক্ষুনি কিছু বলা যাবে না । ফরেনসিক টিম আসছে । আরও ভালোভাবে তদন্ত হলে তবেই কিছু বলা যাবে ।" এলাকার কাউন্সিলর একরামুল হক জানান, দীর্ঘদিন ধরে ডাক্তারবাবুকে তিনি চেনেন। এলাকায় বেশ সম্মানীয় ব্যক্তি হিসাবে পরিচিত ৷ তাঁর একটি নার্সিংহোম আছে ৷ আজ হঠাৎই তিনি দেখেন হাত-পা বাঁধা চিকিৎসকের দেহ পড়ে রয়েছে ৷ কী কারণে খুন, তা নিয়ে কোনও তথ্য দিতে পারেননি ৷

এই প্রসঙ্গেই স্থানীয় বিজেপি নেতা বিপ্লব ওঝা বলেন, "উনি সুপ্রতিষ্ঠিত এক ডাক্তার ছিলেন । দু’বার বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছিলেন । নলহাটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল । দিনের বেলা খুন হচ্ছে মানুষ, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠছে । আমরা জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি । দল তাঁর পরিবারের পাশে আছে । উনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী ছিলেন ।"

আরও পড়ুন: প্রেমিকার 'শারীরিক নির্যাতন' মেনে নিতে না পেরে বন্ধুকে খুন, 20 বছর পর স্বীকার যুবকের

তবে এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দিন দুপুরে কি ভাবে হাতপা বেঁধে খুন হলেন চিকিৎসক ৷ সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মনে ৷ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ ।

নলহাটি, 24 এপ্রিল: হাত-পা বাঁধা অবস্থায় চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ৷ মৃত চিকিৎসকের নাম মদন লাল চৌধুরী (80) ৷ সোমবার বীরভূমের তাঁর বাড়ির দোতলার ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করে নলহাটি থানার পুলিশ। মৃত ওই চিকিৎসক একাই থাকতেন নলহাটি চার নম্বর ওয়ার্ডের রেলগেটের কাছে একটি বাড়িতে ৷ পরিবারের বাকিরা সকলেই থাকেন কলকাতায় ।

সূত্রের খবর, মৃত চিকিৎসক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন বহুদিন। অবসরের পর নলহাটিতেই চেম্বারে তিনি রোগী দেখতেন । শুধু তাই নয়, বিজেপির হয়ে দু’বার বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন তিনি। একটি নার্সিংহোমও রয়েছে তাঁর । তবে বেশ কয়েকবছর ধরে শারীরিক অসুস্থতার কারণে আর তেমন ভাবে চেম্বারে যাওয়া-আসা ছিল না প্রবীণ চিকিৎসকের।

এই মৃত্যু প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা রোহিত প্রসাদ বলেন, "আমার দোকানের একটি চাবি থাকত ওনার কাছে । আমি সেই চাবি আনতে গিয়ে দেখি, ডাক্তার বাবু মাটিতে পড়ে আছেন । বাড়ির দরজা বন্ধ ছিল । আমি এসে ছুটে নীচে এসে সকলকে বলি, তারপর পুলিশকে খবর দেওয়া হয় ।"

ঘটনাস্থলে উপস্থিত হয়েই রামপুর হাটথানার পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, "আমি খবর পেয়ে এখানে এসেছি। মৃতদেহের পাশে রক্তের চিহ্ন আছে। এক্ষুনি কিছু বলা যাবে না । ফরেনসিক টিম আসছে । আরও ভালোভাবে তদন্ত হলে তবেই কিছু বলা যাবে ।" এলাকার কাউন্সিলর একরামুল হক জানান, দীর্ঘদিন ধরে ডাক্তারবাবুকে তিনি চেনেন। এলাকায় বেশ সম্মানীয় ব্যক্তি হিসাবে পরিচিত ৷ তাঁর একটি নার্সিংহোম আছে ৷ আজ হঠাৎই তিনি দেখেন হাত-পা বাঁধা চিকিৎসকের দেহ পড়ে রয়েছে ৷ কী কারণে খুন, তা নিয়ে কোনও তথ্য দিতে পারেননি ৷

এই প্রসঙ্গেই স্থানীয় বিজেপি নেতা বিপ্লব ওঝা বলেন, "উনি সুপ্রতিষ্ঠিত এক ডাক্তার ছিলেন । দু’বার বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছিলেন । নলহাটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল । দিনের বেলা খুন হচ্ছে মানুষ, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠছে । আমরা জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি । দল তাঁর পরিবারের পাশে আছে । উনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী ছিলেন ।"

আরও পড়ুন: প্রেমিকার 'শারীরিক নির্যাতন' মেনে নিতে না পেরে বন্ধুকে খুন, 20 বছর পর স্বীকার যুবকের

তবে এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দিন দুপুরে কি ভাবে হাতপা বেঁধে খুন হলেন চিকিৎসক ৷ সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মনে ৷ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.