বোলপুর, 16 জানুয়ারি: শিকড়ে ফিরলেন অমর্ত্য সেন ৷ শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীতে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । সোমবার তাঁকে এখানে অভ্যর্থনা জানান বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ । জানা গিয়েছে, প্রায় 15'প্রতীচী' বাড়িতেই থাকবেন এই অর্থনীতিবিদ ৷ দেশে ফিরে ইতিমধ্যেই কলকাতায় বেশ কয়েকটি আলোচনাসভায় অংশ নিয়েছেন অমর্ত্য সেন (Nobel Laureate Amartya Sen) ৷
এদিন কলকাতা থেকে সড়ক পথে শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছন অমর্ত্য সেন । তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয় সেখানে। এদিন খোলামেলা মেজাজেই ধরা দিয়েছেন অমর্ত্য সেন ৷ বাড়ির সকলের খোঁজ খবর নেন তিনি ৷ প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির জন্য বেশ কয়েক বছর শান্তিনিকেতনে আসতে পারেননি তিনি ৷ 2022 সালের জুলাই মাসে শেষবার 'প্রতীচী'তে এসেছিলেন এই নোবেলজয়ী ৷ সেই সময় কোভিডেও আক্রান্ত হন তিনি । তাই সেভাবে ঘোরাফেরা বা মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি (Amarta Sen is at Santineketan)৷
তাই এবার হাতে বেশ কিছুটা সময় নিয়ে শান্তিনিকেতনের বাড়িতে এসেছেন অমর্ত্য । এখানে 'প্রতীচী ট্রাস্ট'-এর দফতরও রয়েছে ৷ ট্রাস্টের সদস্যরাও এদিন এসে দেখা করেন দেখা করেন তাঁর সঙ্গে। তাঁদের সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলেন নোবেলজয়ী। এদিন বোলপুর মহকুমা শাসকের সঙ্গেও বাড়িতে বসে কথা বলেন তিনি । জানা গিয়েছে, এখানে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর । প্রতীচী ট্রাস্টেরও একটি আলোচনাসভা রয়েছে। তবে সেগুলির নির্ঘণ্ট এখনই চূড়ান্ত হয়নি ৷ উল্লেখ্য, শান্তিনিকেতনের এই বাড়িটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেনকে বসবাসের জন্য দিয়েছিলেন ৷ বিশ্বভারতী প্রতিষ্ঠায় কবিগুরুর অন্যতম সঙ্গী ছিলেন অমর্ত্য সেনের দাদু ৷ সেই সুবাদে স্বয়ং বিশ্বকবি 'অমর্ত্য' নামকরণ করেছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা, মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট অমর্ত্য সেনের
উল্লেখ্য তাঁর চলতি ভারত সফরে ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রখ্যাত এই নোবেলজয়ী ৷ সম্প্রতি তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে ৷ আগামী লোকসভা নির্বাচনে দেশের আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলির ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন অমর্ত্য সেন ৷ তাঁর এইসব মন্তব্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে দেশ ও রাজ্য রাজনীতিতে ৷