ETV Bharat / state

বরাদ্দ কমিয়েছে কেন্দ্র, বিকল্প হিসাবে রাজ্যের আড়াই লাখ পুকুরে মাছ চাষ - বিকল্প হিসাবে রাজ্যের আড়াই লক্ষ পুকুরে মাছ চাষ

রাজ্যে আড়াই লাখ পুকুর কাটার সিদ্ধান্ত মৎস্য দপ্তরের ৷ মাছ চাষ করে কর্মসংস্থানের উদ্যোগ দপ্তরের তরফে ৷ বছরে 18 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।

Chandra Nath Singha
মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ
author img

By

Published : Mar 11, 2020, 6:36 PM IST

বোলপুর, 11 মার্চ : দুর্নীতি ঠেকাতে 100 দিনের কাজের ক্ষেত্রে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রীয় সরকার । তাই বিকল্প পথ দেখছে রাজ্য । ইতিমধ্যে রাজ্যে আড়াই লাখ পুকুর কাটা হয়েছে ৷ সেই পুকুরগুলিতে মাছ চাষ করে কর্মসংস্থানের সুযোগ করার উদ্যোগ নিল মৎস্য দপ্তর ৷

এর আগে বছরে 17.74 লাখ মেট্রিক টন মাছের চাহিদা পূরণ করতে পেরেছে রাজ্য ৷ এবার 18 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিং । 100 দিনের কাজে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি, টাকা আত্মসাৎ এরকম একাধিক অভিযোগ উঠেছে ৷ সেইজন্য এই প্রকল্পে বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্র ৷ তাই কর্মসংস্থান ও আয়ের বিকল্প পথ দেখছে রাজ্য সরকার । 100 দিনের কাজে গত কয়েক বছরে আড়াই লাখ পুকুর কাটা ও সংস্কার করা হয়েছে ৷ সেই পুকুরগুলিতে এবার মাছ চাষ করা হবে ৷

মন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠী, সমবায়গুলোর মাধ্যমে মাছ চাষ করানোর পরিকল্পনা করা হয়েছে ৷ এছাড়া যে জলা জায়গাগুলো পরে রয়েছে সেগুলো সংস্কার করেও মাছ চাষ করা হবে ৷ ইতিমধ্যে প্রতিটি জেলায় সরকারি জায়গায় কত পুকুর আছে তার তালিকা তৈরি করা হচ্ছে ৷ বলেন, "মাছের ঘাটতি পূরণ করার চেষ্টা করছি আমরা ৷ এতে বেকার সমস্যায়ও কমবে ৷ অনেক কর্মসংস্থান হবে ৷ মাছের খাদ্য আগে অন্য রাজ্য থেকে আনতে হত । এখন রাজ্যেই উৎপন্ন হচ্ছে । এতে অনেক সুবিধা হয়েছে ৷ এছাড়া মাছ সতেজ রাখার জন্য ঠাণ্ডা ঘর নির্মাণ করা হচ্ছে ৷ এতে প্রায় 2 বছর পর্যন্ত মাছ সতেজ থাকবে ৷ বছরে ১৭.৭৪ লাখ মেট্রিক টন মাছের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে । এবার সেটা বাড়িয়ে 18 লাখ মেট্রিক টনের লক্ষ্য নেওয়া হয়েছে ।"

বিকল্প হিসাবে রাজ্যের আড়াই লাখ পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত রাজ্য মৎস্য দপ্তরের

বোলপুর, 11 মার্চ : দুর্নীতি ঠেকাতে 100 দিনের কাজের ক্ষেত্রে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রীয় সরকার । তাই বিকল্প পথ দেখছে রাজ্য । ইতিমধ্যে রাজ্যে আড়াই লাখ পুকুর কাটা হয়েছে ৷ সেই পুকুরগুলিতে মাছ চাষ করে কর্মসংস্থানের সুযোগ করার উদ্যোগ নিল মৎস্য দপ্তর ৷

এর আগে বছরে 17.74 লাখ মেট্রিক টন মাছের চাহিদা পূরণ করতে পেরেছে রাজ্য ৷ এবার 18 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিং । 100 দিনের কাজে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি, টাকা আত্মসাৎ এরকম একাধিক অভিযোগ উঠেছে ৷ সেইজন্য এই প্রকল্পে বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্র ৷ তাই কর্মসংস্থান ও আয়ের বিকল্প পথ দেখছে রাজ্য সরকার । 100 দিনের কাজে গত কয়েক বছরে আড়াই লাখ পুকুর কাটা ও সংস্কার করা হয়েছে ৷ সেই পুকুরগুলিতে এবার মাছ চাষ করা হবে ৷

মন্ত্রী জানান, স্বনির্ভর গোষ্ঠী, সমবায়গুলোর মাধ্যমে মাছ চাষ করানোর পরিকল্পনা করা হয়েছে ৷ এছাড়া যে জলা জায়গাগুলো পরে রয়েছে সেগুলো সংস্কার করেও মাছ চাষ করা হবে ৷ ইতিমধ্যে প্রতিটি জেলায় সরকারি জায়গায় কত পুকুর আছে তার তালিকা তৈরি করা হচ্ছে ৷ বলেন, "মাছের ঘাটতি পূরণ করার চেষ্টা করছি আমরা ৷ এতে বেকার সমস্যায়ও কমবে ৷ অনেক কর্মসংস্থান হবে ৷ মাছের খাদ্য আগে অন্য রাজ্য থেকে আনতে হত । এখন রাজ্যেই উৎপন্ন হচ্ছে । এতে অনেক সুবিধা হয়েছে ৷ এছাড়া মাছ সতেজ রাখার জন্য ঠাণ্ডা ঘর নির্মাণ করা হচ্ছে ৷ এতে প্রায় 2 বছর পর্যন্ত মাছ সতেজ থাকবে ৷ বছরে ১৭.৭৪ লাখ মেট্রিক টন মাছের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে । এবার সেটা বাড়িয়ে 18 লাখ মেট্রিক টনের লক্ষ্য নেওয়া হয়েছে ।"

বিকল্প হিসাবে রাজ্যের আড়াই লাখ পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত রাজ্য মৎস্য দপ্তরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.