ETV Bharat / state

Minor Girl Rape in Birbhum: সালিশিসভায় ধর্ষণের বিচার ! অপমানে আত্মহত্যার চেষ্টা নাবালিকা নির্যাতিতার - সালিশিসভা

allegation of Rape Trial in Arbitration in Birbhum: সালিশিসভা বসিয়ে ধর্ষণের বিচার করার অভিযোগ উঠল বীরভূমের পাঁড়ুইয়ে ৷ যে ঘটনার পর অপমানে নির্যাতিতা নাবালিকা আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 10:19 PM IST

নাবালিকাকে ধর্ষণের মামলায় সালিশিসভা বসানোর অভিযোগ

পাঁড়ুই (বীরভূম), 28 অক্টোবর: আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সালিশিসভা ! আর সেখানে প্রধান-উপপ্রধানের সামনে অভিযুক্তকে জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ ৷ আর এই ঘটনায় অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল নির্যাতিতা নাবালিকা ৷ একবিংশ শতকে দাঁড়িয়ে এমনই মধ্যযুগীয় ঘটনার সাক্ষী থাকল বীরভূমের পাঁড়ুই ৷ গুরুতর অসুস্থ অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি নির্যাতিতা ৷ এই ঘটনায় পাঁড়ুই থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ অভিযোগ জানানো হলেও, ধর্ষণের অভিযোগের মীমাংসা করতে গ্রামে সালিশিসভা বসানো হয় কীভাবে ? উঠছে প্রশ্ন ৷

পুলিশ সূত্রে খবর, বীরভূমের পাঁড়ুইয়ের এক আদিবাসী নাবালিকার সঙ্গে সম্পর্ক ছিল এক যুবকের ৷ অভিযোগ, 26 অক্টোবর নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করেন অভিযুক্ত ৷ নাবালিকা বাধা দিলে তাকে ধর্ষণ করে ওই যুবক ৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের আগেই বিয়ে হয়ে গিয়েছিল ৷ এই পুরো ঘটনাটি নিয়ে পাঁড়ুই থানায় অভিযোগও দায়ের করা হয় ৷ সেই মতো তদন্তের জন্য দু’দিন পুলিশ আসে গ্রামে ৷ তা সত্ত্বেও দুই পাড়ার মোড়ল-সহ তৃণমূল পরিচালিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান নিমাই মুর্মু ও উপপ্রধান আকাশ শেখের বিরুদ্ধে বিষয়টিতে হস্তক্ষেপের অভিযোগ ওঠে ৷ তাঁদের উপস্থিতিতে গ্রামে সালিশি সভা বসানো হয় ৷

অভিযোগ সালিশি সভায় অভিযুক্ত যুবককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় ৷ পরে সেই জরিমানার টাকা কমিয়ে 50 হাজার করে দেয় মোড়লরা ৷ আর সেখানেই ঘটনায় ইতি টেনে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আর তার পরেই অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা ৷ তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তবে প্রশ্ন উঠছে, পাঁড়ুই থানায় জানানো সত্ত্বেও কীভাবে গ্রামে তৃণমূল নেতা, প্রধান ও উপপ্রধানের উপস্থিতে ধর্ষণের বিচারের সালিশি সভা বসে ?

আরও পড়ুন: পাঁচ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, 2 অভিযুক্তের ফাঁসি

নির্যাতিতার বাবার অভিযোগ, "প্রথম দিনই পুলিশকে জানানো হয়েছিল ৷ পুলিশ এসেছিল ৷ দুই পাড়ার মোড়ল বলল মীমাংসা করতে ৷ সেই মতো সবাইকে ডাকা হল ৷ অভিযুক্ত ওই ছেলেটার কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হল ৷ পরে প্রধান ও উপপ্রধান বলল 50 হাজার টাকা দেবে ৷ এটা ঠিক হল ? তার পরেই আমার মেয়ে মাঠের ধারে গিয়ে বিষ খেয়ে নেয় ৷ হাসপাতালে ভরতি ৷ আমরা চাই অভিযুক্তর শাস্তি হোক ৷"

আরও পড়ুন: শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহাকে প্রশ্ন করা হয় ৷ তাঁর জবাব, তিনি বিষয়টি ইটিভি ভারতের থেকেই শুনেছেন ৷ তবে, এমনটা ঘটে থাকলে, তা কাম্য নয় বলে মন্তব্য করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী ৷ বিষয়টি পুলিশের হাতেই ছেড়ে দেওয়া উচিত ছিল বলে জানান তিনি ৷

নাবালিকাকে ধর্ষণের মামলায় সালিশিসভা বসানোর অভিযোগ

পাঁড়ুই (বীরভূম), 28 অক্টোবর: আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সালিশিসভা ! আর সেখানে প্রধান-উপপ্রধানের সামনে অভিযুক্তকে জরিমানা করে ছেড়ে দেওয়ার অভিযোগ ৷ আর এই ঘটনায় অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল নির্যাতিতা নাবালিকা ৷ একবিংশ শতকে দাঁড়িয়ে এমনই মধ্যযুগীয় ঘটনার সাক্ষী থাকল বীরভূমের পাঁড়ুই ৷ গুরুতর অসুস্থ অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি নির্যাতিতা ৷ এই ঘটনায় পাঁড়ুই থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ অভিযোগ জানানো হলেও, ধর্ষণের অভিযোগের মীমাংসা করতে গ্রামে সালিশিসভা বসানো হয় কীভাবে ? উঠছে প্রশ্ন ৷

পুলিশ সূত্রে খবর, বীরভূমের পাঁড়ুইয়ের এক আদিবাসী নাবালিকার সঙ্গে সম্পর্ক ছিল এক যুবকের ৷ অভিযোগ, 26 অক্টোবর নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করেন অভিযুক্ত ৷ নাবালিকা বাধা দিলে তাকে ধর্ষণ করে ওই যুবক ৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের আগেই বিয়ে হয়ে গিয়েছিল ৷ এই পুরো ঘটনাটি নিয়ে পাঁড়ুই থানায় অভিযোগও দায়ের করা হয় ৷ সেই মতো তদন্তের জন্য দু’দিন পুলিশ আসে গ্রামে ৷ তা সত্ত্বেও দুই পাড়ার মোড়ল-সহ তৃণমূল পরিচালিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান নিমাই মুর্মু ও উপপ্রধান আকাশ শেখের বিরুদ্ধে বিষয়টিতে হস্তক্ষেপের অভিযোগ ওঠে ৷ তাঁদের উপস্থিতিতে গ্রামে সালিশি সভা বসানো হয় ৷

অভিযোগ সালিশি সভায় অভিযুক্ত যুবককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় ৷ পরে সেই জরিমানার টাকা কমিয়ে 50 হাজার করে দেয় মোড়লরা ৷ আর সেখানেই ঘটনায় ইতি টেনে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আর তার পরেই অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা ৷ তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ তবে প্রশ্ন উঠছে, পাঁড়ুই থানায় জানানো সত্ত্বেও কীভাবে গ্রামে তৃণমূল নেতা, প্রধান ও উপপ্রধানের উপস্থিতে ধর্ষণের বিচারের সালিশি সভা বসে ?

আরও পড়ুন: পাঁচ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন, 2 অভিযুক্তের ফাঁসি

নির্যাতিতার বাবার অভিযোগ, "প্রথম দিনই পুলিশকে জানানো হয়েছিল ৷ পুলিশ এসেছিল ৷ দুই পাড়ার মোড়ল বলল মীমাংসা করতে ৷ সেই মতো সবাইকে ডাকা হল ৷ অভিযুক্ত ওই ছেলেটার কাছ থেকে দেড় লক্ষ টাকা চাওয়া হল ৷ পরে প্রধান ও উপপ্রধান বলল 50 হাজার টাকা দেবে ৷ এটা ঠিক হল ? তার পরেই আমার মেয়ে মাঠের ধারে গিয়ে বিষ খেয়ে নেয় ৷ হাসপাতালে ভরতি ৷ আমরা চাই অভিযুক্তর শাস্তি হোক ৷"

আরও পড়ুন: শান্তিপুরে বাবার বন্ধুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহাকে প্রশ্ন করা হয় ৷ তাঁর জবাব, তিনি বিষয়টি ইটিভি ভারতের থেকেই শুনেছেন ৷ তবে, এমনটা ঘটে থাকলে, তা কাম্য নয় বলে মন্তব্য করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী ৷ বিষয়টি পুলিশের হাতেই ছেড়ে দেওয়া উচিত ছিল বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.