ETV Bharat / state

লকডাউনেও বীরভূমে বেআইনি বালির কারবারের অভিযোগ স্থানীয়দের - বীরভূমে বালি কারবার

অভিযোগ, লকডাউনেও বীরভূমের অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট থেকে চলছে বালি তোলার কাজ ৷ নদীগর্ভ থেকে বালি তোলায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে ৷ সরকারি নির্দেশ রয়েছে, বালির ঘাটে নজরদারির জন্য বসাতে হবে ওয়াচ টাওয়ার ও CCTV ক্যামেরা ।

Ilambazar
Ilambazar
author img

By

Published : May 30, 2020, 5:15 PM IST

Updated : Jun 13, 2020, 7:47 PM IST

ইলামবাজার, 30 মে : লকডাউনেও অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ উঠল । যন্ত্র দিয়ে কোনও অনুমতি ছাড়াই বালি তোলা হচ্ছে বলে অভিযোগ । পরে সেই বালি ট্রাকে তুলে নেওয়া হচ্ছে । নদীগর্ভ থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে । তারপরও এই বালি তোলা ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে । এইদিকে সেই বালি ভরতি ট্রাক চলাচল করছে জেলাজুড়ে ।

অনেকেরই অভিযোগ, লকডাউনেও থেমে নেই বীরভূমের বেআইনি বালির কারবার ৷ বীরভূমের অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট রয়েছে ৷ নদীগর্ভ থেকে বালি তোলায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে ৷ কারণ যন্ত্র দিয়ে বালি তুললে নদীর গতিপথ পরিবর্তন হয় । ফলে, ক্ষতিগ্রস্ত হয় নদী পাড়ের জমি ও বসতি । সরকারি নির্দেশ রয়েছে, বালির ঘাটের নজরদারির জন্য বসাতে হবে ওয়াচ টাওয়ার ও CCTV ক্যামেরা ।

ইলামবাজারের জয়দেবের কাছে বেশ কয়েকটি বালির ঘাট রয়েছে । লকডাউনের মাঝেও সেই ঘাটগুলি থেকে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ ৷ মেশিন দিয়ে বালি তুলে লোড করা হচ্ছে ট্রাক । সেই ট্রাক ওভারলোড হয়ে চলাচল করছে । এমনকী, বালির ঘাটগুলিতে প্রশাসনের নির্দেশমতো নেই ওয়াচ টাওয়ার, নেই CCTV ক্যামেরা ।

লকডাউনেও বীরভূমে চলছে বেআইনি বালির কারবার

কার্যত, প্রশাসনের নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ উপেক্ষা করে বীরভূমজুড়ে রমরমিয়ে বেআইনি বালির কারবার চলছে বলে বারবার অভিযোগ উঠে এসেছে ৷ নজর নেই প্রশাসনের ৷ যদিও, এই প্রসঙ্গে বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখছি । যদি গাফিলতি থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

ইলামবাজার, 30 মে : লকডাউনেও অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ উঠল । যন্ত্র দিয়ে কোনও অনুমতি ছাড়াই বালি তোলা হচ্ছে বলে অভিযোগ । পরে সেই বালি ট্রাকে তুলে নেওয়া হচ্ছে । নদীগর্ভ থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে । তারপরও এই বালি তোলা ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে । এইদিকে সেই বালি ভরতি ট্রাক চলাচল করছে জেলাজুড়ে ।

অনেকেরই অভিযোগ, লকডাউনেও থেমে নেই বীরভূমের বেআইনি বালির কারবার ৷ বীরভূমের অজয় নদে একাধিক বেআইনি বালির ঘাট রয়েছে ৷ নদীগর্ভ থেকে বালি তোলায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে ৷ কারণ যন্ত্র দিয়ে বালি তুললে নদীর গতিপথ পরিবর্তন হয় । ফলে, ক্ষতিগ্রস্ত হয় নদী পাড়ের জমি ও বসতি । সরকারি নির্দেশ রয়েছে, বালির ঘাটের নজরদারির জন্য বসাতে হবে ওয়াচ টাওয়ার ও CCTV ক্যামেরা ।

ইলামবাজারের জয়দেবের কাছে বেশ কয়েকটি বালির ঘাট রয়েছে । লকডাউনের মাঝেও সেই ঘাটগুলি থেকে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ ৷ মেশিন দিয়ে বালি তুলে লোড করা হচ্ছে ট্রাক । সেই ট্রাক ওভারলোড হয়ে চলাচল করছে । এমনকী, বালির ঘাটগুলিতে প্রশাসনের নির্দেশমতো নেই ওয়াচ টাওয়ার, নেই CCTV ক্যামেরা ।

লকডাউনেও বীরভূমে চলছে বেআইনি বালির কারবার

কার্যত, প্রশাসনের নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ উপেক্ষা করে বীরভূমজুড়ে রমরমিয়ে বেআইনি বালির কারবার চলছে বলে বারবার অভিযোগ উঠে এসেছে ৷ নজর নেই প্রশাসনের ৷ যদিও, এই প্রসঙ্গে বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখছি । যদি গাফিলতি থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

Last Updated : Jun 13, 2020, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.