বোলপুর, 3 নভেম্বর : বহুতল নির্মাণের উদ্দেশ্য নিয়ে পুকুর ভরাট করার অভিযোগ । বীরভূমের বোলপুরের এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন CPI(M)-এর প্রাক্তন কাউন্সিলর । এমনকী জেলাশাসকের নির্দেশ সত্ত্বেও পুকুর ভরাটের কাজ বন্ধ হয়নি ।
বোলপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন পুকুর এলাকায় একটি পুকুর বা জলাশয় রয়েছে । বাঁধগোড়া মৌজার অন্তর্গত এই জলাশয়ের দাগ নম্বর 1971। সাধারণ মানুষের ব্যবহৃত এই পুকুরটি আবর্জনা ও মাটি ফেলে ফেলে বন্ধ করে দেওয়ার কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে । অভিযোগ, বহুতল নির্মাণের উদ্দেশে এই পুকুরটি ভরাট করে দেওয়ার কাজ চলছে । এর পিছনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ওমর শেখ রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে । এই মর্মে জেলাশাসক মৌমিতা গোদারা বসুর কাছে অভিযোগ করেন CPI(M)-এর প্রাক্তন কাউন্সিলর সমীর ভট্টাচার্য । এছাড়াও, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, বোলপুর মহকুমা শাসক ও বোলপুরের SDPO-র কাছেও অভিযোগ করা হয় । অভিযোগের ভিত্তিতে জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, বোলপুর পৌর প্রশাসককে দ্রুত এই পুকুর সংস্কার করার নির্দেশ দেন । কিন্তু কোনও ফল হয়নি । জেলাশাসকের নির্দেশের পরও একইভাবে পুকুর ভরাটের কাজ চলছে ।
![বোলপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন পুকুর এলাকায় রয়েছে এই পুকুর](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-brmh-02-pondclosedaligetiontmccouncillor-7203424_03112020171922_0311f_02705_1041.jpg)
CPI(M)-এর প্রাক্তন কাউন্সিলর তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য বলেন, "নিয়ম বহির্ভূতভাবে পুকুরটা বন্ধ করে দেওয়া হচ্ছে । আমি পৌর প্রশাসককে জানিয়েছি । জেলাশাসক থেকে শুরু করে সকল আধিকারিকদের জানিয়েছে । জেলাশাসক নির্দেশ দেওয়ার পরও পুকুর বন্ধ করার কাজ চলছে । এখানে বহুতল নির্মাণের উদ্দেশ্য নিয়ে এই পুকুরটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে ।" যদিও বোলপুর পৌরসভার প্রশাসক সুশান্ত ভকত বলেন, "আমি এই অভিযোগ পেয়েছি । পুকুরটাকে দ্রুত সংস্কার করার জন্য চিঠিও করে দিয়েছি । খুব তাড়াতাড়ি কাজ হবে ।"