ETV Bharat / state

Women Gram Pradhan: সম্ভবত রাজ্যে প্রথম, ব্লক প্রশাসনের রাশ মহিলাদের হাতে

author img

By

Published : Aug 20, 2023, 7:39 PM IST

Rajnagar block in Birbhum: বীরভূমের রাজনগর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিলা । সম্ভবত রাজ্যের একমাত্র ব্লক যেটি মহিলাদের দ্বারা পরিচালিত ।

Women Gram Pradhan
ব্লকের প্রশাসন মহিলাদের দ্বারা পরিচালিত
ব্লক প্রশাসনের রাশ মহিলাদের হাতে

রাজনগর (বীরভূম), 20 অগস্ট: বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতেই প্রধান করা হল মহিলাদের ৷ সম্ভবত, এ রাজ্যে প্রথম কোন ব্লকের প্রশাসন মহিলাদের দ্বারা পরিচালিত হবে । যা নজিরবিহীন বলেই দাবি তৃণমূলের । মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দলের কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে ৷ এমনটাই জানালেন তৃণমূলের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু ।

তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা । রাজ্যের উন্নয়ন তাঁর হাত ধরেই । তাই তাঁর ইচ্ছানুসারে দলের জেলা কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় । সেই মতো সব পঞ্চায়েতেই মহিলা প্রধান করা হয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতিও মহিলা ৷ আমাদের এলাকার উন্নয়নে মহিলাদের ভূমিকা অনেক বেশি এবং সংগঠনও শক্তিশালী ।"

বীরভূম জেলায় 167টি গ্রাম পঞ্চায়েত । তার মধ্যে মাত্র 11টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ৷ 19টি গ্রাম পঞ্চায়েতই শাসকদল তৃণমূল নিজের কাছে রাখতে পেরেছে । আর বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে 51টিতেই জয়ী শাসকদল । এই জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামে মামার বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া গরুপাচার মামলায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি ৷ তাই এই জেলার সাংগঠনিক রাশ ধরেছেন এখন খোদ দলনেত্রী । তাই বীরভূমের প্রতি বাড়তি নজর রয়েছে সকলের ৷

আরও পড়ুন: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন অনুব্রতর যুযুধান কাজল শেখ

জানা গিয়েছে, এই জেলার রাজনগর ব্লকের অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েত ৷ তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতে লতিকা সূত্রধর, চন্দ্রপুরে জবা কিস্কু, রাজনগরে সরস্বতী ধীবর, ভবানীপুরে জিয়ালি কিস্কু, জয়পুর-গাংমুড়ি গ্রাম পঞ্চায়েতে তাপসী মণ্ডল সাহাকে প্রধান পদে বসানো হয়েছে । অর্থাৎ, সবকটি পঞ্চায়েতেই মহিলা প্রধানদের হাতে বাগডোর । এমনকী রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসানো হয়েছে নিবেদিতা সাহাকে ৷

ব্লক প্রশাসনের রাশ মহিলাদের হাতে

রাজনগর (বীরভূম), 20 অগস্ট: বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতেই প্রধান করা হল মহিলাদের ৷ সম্ভবত, এ রাজ্যে প্রথম কোন ব্লকের প্রশাসন মহিলাদের দ্বারা পরিচালিত হবে । যা নজিরবিহীন বলেই দাবি তৃণমূলের । মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দলের কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে ৷ এমনটাই জানালেন তৃণমূলের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু ।

তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা । রাজ্যের উন্নয়ন তাঁর হাত ধরেই । তাই তাঁর ইচ্ছানুসারে দলের জেলা কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় । সেই মতো সব পঞ্চায়েতেই মহিলা প্রধান করা হয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতিও মহিলা ৷ আমাদের এলাকার উন্নয়নে মহিলাদের ভূমিকা অনেক বেশি এবং সংগঠনও শক্তিশালী ।"

বীরভূম জেলায় 167টি গ্রাম পঞ্চায়েত । তার মধ্যে মাত্র 11টি গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ৷ 19টি গ্রাম পঞ্চায়েতই শাসকদল তৃণমূল নিজের কাছে রাখতে পেরেছে । আর বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে 51টিতেই জয়ী শাসকদল । এই জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামে মামার বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া গরুপাচার মামলায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি ৷ তাই এই জেলার সাংগঠনিক রাশ ধরেছেন এখন খোদ দলনেত্রী । তাই বীরভূমের প্রতি বাড়তি নজর রয়েছে সকলের ৷

আরও পড়ুন: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন অনুব্রতর যুযুধান কাজল শেখ

জানা গিয়েছে, এই জেলার রাজনগর ব্লকের অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েত ৷ তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতে লতিকা সূত্রধর, চন্দ্রপুরে জবা কিস্কু, রাজনগরে সরস্বতী ধীবর, ভবানীপুরে জিয়ালি কিস্কু, জয়পুর-গাংমুড়ি গ্রাম পঞ্চায়েতে তাপসী মণ্ডল সাহাকে প্রধান পদে বসানো হয়েছে । অর্থাৎ, সবকটি পঞ্চায়েতেই মহিলা প্রধানদের হাতে বাগডোর । এমনকী রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসানো হয়েছে নিবেদিতা সাহাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.