ETV Bharat / state

Hindu Mahasabha Agitation: পৌষমেলা-বসন্ত উৎসব ফেরানোর দাবিতে সোচ্চার হিন্দু মহাসভা - পৌষমেলা ও বসন্তোৎসব

এবার প্রতিবাদে অখিল ভারত হিন্দু মহাসভা ৷ শান্তিনিকেতনের পৌষমেলা ও বসন্ত উৎসব ফিরিয়ে আনা-সহ একগুচ্ছ দাবিতে পথে নেমেছে অখিল ভারত হিন্দু মহাসভা ৷

Etv Bharat
অখিল ভারত হিন্দু মহাসভার বিক্ষোভ
author img

By

Published : May 30, 2023, 10:50 PM IST

শান্তিনিকেতনের পৌষমেলা ও বসন্ত উৎসব ফেরাতে সোচ্চার হিন্দু মহাসভা

বোলপুর, 30 মে: ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব আবার ফিরিয়ে আনার দাবি-সহ তদন্তের নামে ইডি-সিবিআই ভাঁওতাবাজির প্রতিবাদে এবার পথে নামল অখিল ভারত হিন্দু মহাসভা । মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার হাতে নিয়ে শান্তিনিকেতনের পথে বিক্ষোভ দেখান এই সংগঠনের সদস্যরা ৷ পাশাপাশি, অনুব্রত মণ্ডলের ভোলেবোম রাইস মিলের শ্রমিকদের চাকরির দাবিও তোলে এই হিন্দু সংগঠন ৷

পাশাপাশি, এদিন অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যদের হাতে ছিল পোস্টার ৷ সেই পোস্টারে লেখা ছিল লেখা ছিল, 'অন্য দলের চোর ডাকাত বিজেপিতে এলেই সাধু ? তদন্তের নামে ইডি-সিবিআই, ভাওতাবাজি শুধু, আর কতদিন ?' মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মোদির বিরুদ্ধে সোচ্চার হয় এই হিন্দু সংগঠন ।

এদিনের বিক্ষোভে, তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভোলেবোম রাইস মিলের কর্মহারা শ্রমিকদের চাকরির দাবিও তোলেন তাঁরা ৷ শান্তিনিকেতনের রাস্তায় পথসভা করে প্রতিবাদ করে এই সংগঠন । উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের গ্রেফতার হয়েছেন ৷ তারপর থেকেই বন্ধ হয়ে গিয়েছে এই রাইসমিল ৷ কর্মহারা হয়েছেন রাইস মিলের কয়েকশো বেশি শ্রমিক ৷

এই প্রসঙ্গেই অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "বিজেপির মেকি হিন্দুত্বের প্রতিবাদ করছি আমরা ৷ ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে । আর যে যখন দলে যাচ্ছে নিয়ে নিচ্ছে । বিজেপি যেন ওয়াসিং মেশিন । এই সব ভাওতাবাজির বিরুদ্ধে আগামীতেও আমরা বিক্ষোভ দেখাব।"

আরও পড়ুন: অভিষেকের জনসংযোগের রাস্তা গোবর জল নিকিয়ে পবিত্র করল বিজেপি

প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে মাত্র একবারই পৌষমেলা ও বসন্ত উৎসব হয়েছিল ৷ তারপর থেকে বন্ধ হয়ে গিয়েছে শান্তিনিকেতনের উৎসব দু’টি ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

শান্তিনিকেতনের পৌষমেলা ও বসন্ত উৎসব ফেরাতে সোচ্চার হিন্দু মহাসভা

বোলপুর, 30 মে: ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব আবার ফিরিয়ে আনার দাবি-সহ তদন্তের নামে ইডি-সিবিআই ভাঁওতাবাজির প্রতিবাদে এবার পথে নামল অখিল ভারত হিন্দু মহাসভা । মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্টার হাতে নিয়ে শান্তিনিকেতনের পথে বিক্ষোভ দেখান এই সংগঠনের সদস্যরা ৷ পাশাপাশি, অনুব্রত মণ্ডলের ভোলেবোম রাইস মিলের শ্রমিকদের চাকরির দাবিও তোলে এই হিন্দু সংগঠন ৷

পাশাপাশি, এদিন অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যদের হাতে ছিল পোস্টার ৷ সেই পোস্টারে লেখা ছিল লেখা ছিল, 'অন্য দলের চোর ডাকাত বিজেপিতে এলেই সাধু ? তদন্তের নামে ইডি-সিবিআই, ভাওতাবাজি শুধু, আর কতদিন ?' মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মোদির বিরুদ্ধে সোচ্চার হয় এই হিন্দু সংগঠন ।

এদিনের বিক্ষোভে, তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভোলেবোম রাইস মিলের কর্মহারা শ্রমিকদের চাকরির দাবিও তোলেন তাঁরা ৷ শান্তিনিকেতনের রাস্তায় পথসভা করে প্রতিবাদ করে এই সংগঠন । উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের গ্রেফতার হয়েছেন ৷ তারপর থেকেই বন্ধ হয়ে গিয়েছে এই রাইসমিল ৷ কর্মহারা হয়েছেন রাইস মিলের কয়েকশো বেশি শ্রমিক ৷

এই প্রসঙ্গেই অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, "বিজেপির মেকি হিন্দুত্বের প্রতিবাদ করছি আমরা ৷ ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে । আর যে যখন দলে যাচ্ছে নিয়ে নিচ্ছে । বিজেপি যেন ওয়াসিং মেশিন । এই সব ভাওতাবাজির বিরুদ্ধে আগামীতেও আমরা বিক্ষোভ দেখাব।"

আরও পড়ুন: অভিষেকের জনসংযোগের রাস্তা গোবর জল নিকিয়ে পবিত্র করল বিজেপি

প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে মাত্র একবারই পৌষমেলা ও বসন্ত উৎসব হয়েছিল ৷ তারপর থেকে বন্ধ হয়ে গিয়েছে শান্তিনিকেতনের উৎসব দু’টি ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র। সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.