ETV Bharat / state

ঝাড়খণ্ড থেকে জল ছাড়ায় অজয় নদে জলস্তর বৃদ্ধি , বীরভূমে লাল সতর্কতা

ঝড়খণ্ডের দেওঘর সংলগ্ন সিকাটিয়া জলাধার থেকে অজয় নদে 40 হাজার কিউসেক জল ছাড়ায় বীরভূমে লাল সতর্কতা জারি করল জেলা প্রশাসন ৷

বীরভূমে জারি লাল সতর্কতা
বীরভূমে জারি লাল সতর্কতা
author img

By

Published : Jun 18, 2021, 6:30 PM IST

বীরভূম, 18 জুন : টানা বৃষ্টির জেরে ফুঁসছে অজয় নদ ৷ অন্যদিকে 40 হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে নদে ৷ দুইয়ে মিলে বৃদ্ধি পেয়েছে অজয় নদের জলস্তর ৷ তাই বীরভূমে লাল সতর্কতা জারি করল জেলা প্রশাসন ৷ অজয় নদের পাশ থেকে স্থানীয়দের সরে যেতে বলা সহ পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


টানা কয়েক দিন ধরে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে বীরভূম সহ রাজ্যেজুড়ে । প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হচ্ছে ৷ তাই ঝড়খণ্ডের দেওঘর সংলগ্ন সিকাটিয়া জলাধার থেকে এদিন সকালে অজয় নদে 40 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । জেলা প্রশাসন সূত্রে খবর, আরও 20 হাজার কিউসেক জল ছাড়া হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে অজয় নদ তীরবর্তী ও সংলগ্ন বসতি এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ দুবরাজপুর, ইলামবাজার, জয়দেব, নানুর প্রভৃতি জায়গায় মাইকে করে প্রচার চালানো হচ্ছে । নদী পারাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । অজয় নদ বরাবর বেশ কয়েকটি জায়গায় সিভিক ভলিন্টিয়ারও মোতায়েন করা হয়েছে ।

শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিকের বক্তব্য

আরও পড়ুন : জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

দু দিন আগেই জলের তোড়ে অজয় নদের উপর জয়দেব ফেরিঘাট ভেঙে যায়। তবে ঝড়খণ্ডে ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসাঞ্জোর জলাধার ও তিলপাড়া জলাধার থেকে এখনই জল ছাড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বীরভূম প্রশাসন ৷

শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই বলেন, "যেহেতু বর্ষা অতি সক্রিয়, তাই হালকা থেকে ভারী বৃষ্টি চলবে ৷ এখনই বৃষ্টি কমে যাবে এমনটা নয়।" অন্যদিকে জেলাশাসক বিধান রায় বলেন, "সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে । তাই অজয় নদের ধারে রেড এলার্ট জারি করা হয়েছে । পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলও তৈরি রাখা হয়েছে। "

বীরভূম, 18 জুন : টানা বৃষ্টির জেরে ফুঁসছে অজয় নদ ৷ অন্যদিকে 40 হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে নদে ৷ দুইয়ে মিলে বৃদ্ধি পেয়েছে অজয় নদের জলস্তর ৷ তাই বীরভূমে লাল সতর্কতা জারি করল জেলা প্রশাসন ৷ অজয় নদের পাশ থেকে স্থানীয়দের সরে যেতে বলা সহ পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


টানা কয়েক দিন ধরে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে বীরভূম সহ রাজ্যেজুড়ে । প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হচ্ছে ৷ তাই ঝড়খণ্ডের দেওঘর সংলগ্ন সিকাটিয়া জলাধার থেকে এদিন সকালে অজয় নদে 40 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । জেলা প্রশাসন সূত্রে খবর, আরও 20 হাজার কিউসেক জল ছাড়া হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে অজয় নদ তীরবর্তী ও সংলগ্ন বসতি এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ দুবরাজপুর, ইলামবাজার, জয়দেব, নানুর প্রভৃতি জায়গায় মাইকে করে প্রচার চালানো হচ্ছে । নদী পারাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । অজয় নদ বরাবর বেশ কয়েকটি জায়গায় সিভিক ভলিন্টিয়ারও মোতায়েন করা হয়েছে ।

শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিকের বক্তব্য

আরও পড়ুন : জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

দু দিন আগেই জলের তোড়ে অজয় নদের উপর জয়দেব ফেরিঘাট ভেঙে যায়। তবে ঝড়খণ্ডে ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসাঞ্জোর জলাধার ও তিলপাড়া জলাধার থেকে এখনই জল ছাড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বীরভূম প্রশাসন ৷

শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই বলেন, "যেহেতু বর্ষা অতি সক্রিয়, তাই হালকা থেকে ভারী বৃষ্টি চলবে ৷ এখনই বৃষ্টি কমে যাবে এমনটা নয়।" অন্যদিকে জেলাশাসক বিধান রায় বলেন, "সিকাটিয়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে । তাই অজয় নদের ধারে রেড এলার্ট জারি করা হয়েছে । পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলও তৈরি রাখা হয়েছে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.