ETV Bharat / state

খবর প্রকাশের পরই নিজের গাড়ির লালবাতি ঢাকলেন অনুব্রত

ETV ভারতের খবরের জেরে নিজের গাড়ির লালবাতি ঢাকা দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বোলপুরে দলীয় সভা সেরে লাভপুরে যান তিনি। সেখানে দেখা যায় তাঁর গাড়ির লালবাতি ঢাকা দেওয়া রয়েছে।

গাড়ির লালবাতি ঢাকলেন অনুব্রত
author img

By

Published : Mar 14, 2019, 11:46 PM IST

লাভপুর, ১৪ মার্চ : ETV ভারতের খবরের জেরে নিজের গাড়ির লালবাতি ঢাকা দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বোলপুরে দলীয় সভা সেরে লাভপুরে যান তিনি। সেখানে দেখা যায় তাঁর গাড়ির লালবাতি ঢাকা দেওয়া রয়েছে।

আজ সকালে বোলপুরের ডাকবাংলো মাঠে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সম্মেলনে যোগ দিতে আসেন অনুব্রত মণ্ডল। কিন্তু, নির্বাচন বিধি লঙ্ঘন করে লালবাতি লাগানো গাড়ি নিয়ে তাঁকে সভাস্থানে আসতে দেখা যায়। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "লালবাতি জ্বলেনি। লাগানো থাকতেই পারে। আইনটা আমি ভালো জানি।"

তবে ETV ভারতের খবরের জেরে অবশেষে নিজের গাড়ির লালবাতি ঢাকা দিতে দেখা গেল অনুব্রতকে। বোলপুরের সভার পর লাভপুরের হাটতলায় দলীয় সভায় যোগ দেন তিনি। সেখানে দেখা যায় তাঁর গাড়ির লালবাতি ঢাকা দেওয়া হয়েছে।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদ ছাড়াও অনুব্রত মণ্ডল রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, এই পদে থেকে তিনি কখনই লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন না। ২০১৭ সালে কেন্দ্র সিদ্ধান্ত নেয়, কোনও মন্ত্রী, আমলা এবং রাজনীতিকরা গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না।

লাভপুর, ১৪ মার্চ : ETV ভারতের খবরের জেরে নিজের গাড়ির লালবাতি ঢাকা দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বোলপুরে দলীয় সভা সেরে লাভপুরে যান তিনি। সেখানে দেখা যায় তাঁর গাড়ির লালবাতি ঢাকা দেওয়া রয়েছে।

আজ সকালে বোলপুরের ডাকবাংলো মাঠে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। সম্মেলনে যোগ দিতে আসেন অনুব্রত মণ্ডল। কিন্তু, নির্বাচন বিধি লঙ্ঘন করে লালবাতি লাগানো গাড়ি নিয়ে তাঁকে সভাস্থানে আসতে দেখা যায়। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "লালবাতি জ্বলেনি। লাগানো থাকতেই পারে। আইনটা আমি ভালো জানি।"

তবে ETV ভারতের খবরের জেরে অবশেষে নিজের গাড়ির লালবাতি ঢাকা দিতে দেখা গেল অনুব্রতকে। বোলপুরের সভার পর লাভপুরের হাটতলায় দলীয় সভায় যোগ দেন তিনি। সেখানে দেখা যায় তাঁর গাড়ির লালবাতি ঢাকা দেওয়া হয়েছে।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদ ছাড়াও অনুব্রত মণ্ডল রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, এই পদে থেকে তিনি কখনই লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন না। ২০১৭ সালে কেন্দ্র সিদ্ধান্ত নেয়, কোনও মন্ত্রী, আমলা এবং রাজনীতিকরা গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.