বোলপুর, 1 সেপ্টেম্বর : অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতারের পরে জমি ফেরত পেতে পোস্টার পড়ল বোলপুরের শিবপুরে ৷ অর্থাৎ, শিল্প না হলে জমি ফেরত পেতে আন্দোলন শুরু করলেন অনিচ্ছুক জমিদাতা কৃষকেরা (Movement against Land Acquisition) । প্রসঙ্গত, এই শিবপুরে শিল্পের নামে প্রায় 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল ৷ কিন্তু, সেখানে শিল্পের বদলে হয়েছে আবাসন ও বিশ্ববাংলা হাট (Biswa Bangla Haat) । অভিযোগ, জমির ন্যায্যমূল্য ও চাকরি পাননি জমিদাতারা । এই নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের ৷
বোলপুরের শিবপুর মৌজায় বাম আমলে শিল্পের নামে প্রায় 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল । তবে সেই সময় অধিগ্রহণ করার পরেও শিল্প না হওয়ায় চাষ করছিল চাষিরা ৷ রাজ্যে পালাবদলের পর এখানে কেমিক্যাল হাব হওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ।
পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) ঘোষণায় সেখানে শিল্পের বদলে গীতবিতান আবাসন (Gitabitan Housing) প্রকল্প ও বিশ্ববাংলা হাট হয় ৷ আর এতেই বেঁকে বসেন জমিদাতা চাষিরা ৷ তাঁদের প্রথম থেকেই দাবি ছিল, শিল্পের জন্য জমি দিয়েছি, হয় শিল্প হোক না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক । অভিযোগ, তৃণমূল বীরভূম জেলা সভাপতি দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের দাপটে ভেস্তে গিয়েছিল শিবপুরে কৃষক আন্দোলন । বহু আন্দোলনকারী চাষিকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছিল ৷
গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েই ফের আশায় বুক বেঁধেছেন অনিচ্ছুক জমিদাতা চাষিরা ৷ এদিন শিল্প না হলে জমি ফেরত পেতে আন্দোলনে নামলেন তাঁরা ৷ শিবপুরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ল । শিল্প না হলে জমি ফেরত চেয়ে শিবপুর জমিহারা কৃষক মঞ্চের ব্যানারে পড়ল পোস্টার ৷ আগামীতে জমি ফেরত পেতে বৃহত্তর আন্দোলনের ডাক দিল জমিহারা কৃষকেরা ৷ কমপক্ষে 1200 কৃষকের জমি রয়েছে এখানে ৷
আরও পড়ুন : অনুব্রতর অ্যাকাউনটেন্ট, ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা