ETV Bharat / state

গোরুপাচার কাণ্ডে এবার অনুব্রতর নিরাপত্তারক্ষীকে নোটিস সিবিআইয়ের - cow smuggling case

গতকালই গোরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছিল সিবিআই ৷ এবার তাঁর নিরাপত্তারক্ষীকে নোটিস দিয়েছে সিবিআই ৷ জানা গিয়েছে, গোরুপাচার সংক্রান্ত তথ্য ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এই নিরাপত্তারক্ষীকে নোটিস দেওয়া হয়েছে ৷

গোরু পাচার কাণ্ডে অনুব্রতর পর তাঁর নিরাপত্তারক্ষীকে নোটিশ সিবিআইয়ের
গোরু পাচার কাণ্ডে অনুব্রতর পর তাঁর নিরাপত্তারক্ষীকে নোটিশ সিবিআইয়ের
author img

By

Published : Apr 27, 2021, 7:44 AM IST

বোলপুর, 27 এপ্রিল : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পর এবার তাঁর এক নিরাপত্তারক্ষী সাইগেল হুসেনকে নোটিস দিল সিবিআই । গোরুপাচার কাণ্ডে তদন্তের জন্য এই নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ মঙ্গলবার অনুব্রতর সঙ্গে তাকেও নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

বীরভূমের ইলামবাজারের সুখবাজার হল দক্ষিণবঙ্গের সব থেকে বড় গোরুর হাট ৷ এখান থেকে বাংলাদেশে গোরু পাচারের অভিযোগ উঠেছে একাধিকবার । এমনকি, খাগড়াগড় বিস্ফোরণের পর এই হাট থেকে জঙ্গি যোগের সূত্র পেয়েছিলেন এনআইএ অফিসারেরা । রাজ্যে গোরুপাচার নিয়ে কয়েক মাস ধরেই তদন্ত শুরু হয়েছে । জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামূলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য উঠে আসে সিবিআই অফিসারদের হাতে । পাশাপাশি, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর এক নিরাপত্তারক্ষীর নামও উঠে আসে । জানা গিয়েছে, গোরুপাচার সংক্রান্ত তথ্য ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এই নিরাপত্তারক্ষীকে নোটিস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ভোট সপ্তমীতে কালি পড়ল যাঁদের আঙুলে

সদ্য, অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ জানতে চেয়ে নোটিস দিয়েছে আয়কর বিভাগ । তাঁর চার আত্মীয়কেও নোটিস দেওয়া হয়েছে । এবার সরাসরি সিবিআইয়ের জেরার নোটিস অনুব্রত মণ্ডলকে ।
উল্লেখ্য, 29 এপ্রিল অষ্টম দফায় বীরভূম জেলার 11 টি বিধানসভায় নির্বাচন । তার আগেই অনুব্রত সহ তাঁর নিরাপত্তারক্ষীকে সিবিআইয়ের এই নোটিস কী কোনও প্রভাব ফেলবে বীরভূমের ভোট বাক্সে ! উত্তর মিলবে 2 মে ৷

বোলপুর, 27 এপ্রিল : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পর এবার তাঁর এক নিরাপত্তারক্ষী সাইগেল হুসেনকে নোটিস দিল সিবিআই । গোরুপাচার কাণ্ডে তদন্তের জন্য এই নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ মঙ্গলবার অনুব্রতর সঙ্গে তাকেও নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

বীরভূমের ইলামবাজারের সুখবাজার হল দক্ষিণবঙ্গের সব থেকে বড় গোরুর হাট ৷ এখান থেকে বাংলাদেশে গোরু পাচারের অভিযোগ উঠেছে একাধিকবার । এমনকি, খাগড়াগড় বিস্ফোরণের পর এই হাট থেকে জঙ্গি যোগের সূত্র পেয়েছিলেন এনআইএ অফিসারেরা । রাজ্যে গোরুপাচার নিয়ে কয়েক মাস ধরেই তদন্ত শুরু হয়েছে । জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামূলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য উঠে আসে সিবিআই অফিসারদের হাতে । পাশাপাশি, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর এক নিরাপত্তারক্ষীর নামও উঠে আসে । জানা গিয়েছে, গোরুপাচার সংক্রান্ত তথ্য ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এই নিরাপত্তারক্ষীকে নোটিস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ভোট সপ্তমীতে কালি পড়ল যাঁদের আঙুলে

সদ্য, অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ জানতে চেয়ে নোটিস দিয়েছে আয়কর বিভাগ । তাঁর চার আত্মীয়কেও নোটিস দেওয়া হয়েছে । এবার সরাসরি সিবিআইয়ের জেরার নোটিস অনুব্রত মণ্ডলকে ।
উল্লেখ্য, 29 এপ্রিল অষ্টম দফায় বীরভূম জেলার 11 টি বিধানসভায় নির্বাচন । তার আগেই অনুব্রত সহ তাঁর নিরাপত্তারক্ষীকে সিবিআইয়ের এই নোটিস কী কোনও প্রভাব ফেলবে বীরভূমের ভোট বাক্সে ! উত্তর মিলবে 2 মে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.