ETV Bharat / state

Nalhati Acid Attack : নলহাটিতে মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী

নলহাটিতে মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর অ্যাসিড হামলা(Acid Attack On madhyamik Candidate) ৷ আটক স্বামী ৷ অ্যাসিড মারার কারণ জানতে তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ।

Acid Attack
অ্যাসিড হামলা
author img

By

Published : Mar 15, 2022, 2:02 PM IST

নলহাটি, 15 মার্চ : মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে(Acid Attack On HS Candidate)। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ শেখ ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন ৷ যাওয়ার পথে তাঁর মুখে অ্যাসিড মারে স্বামী রাজেশ শেখ। ঘটনার পর প্রথমে তাঁকে নলহাটির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হয় (Nalhati Acid Attack)।

আরও পড়ুন : Konnagar Acid Attack Case : বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিন্ন করতে চাওয়ায় মহিলার উপর অ্যাসিড হামলা, গ্রেফতার যুবক

স্থানীয় সূত্রে খবর, এই মাধ্যমিক পরীক্ষার্থীর একটি 3 মাসের সন্তান রয়েছে। এদিন বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয় ৷ তারপর ছাত্রীটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে নলহাটির দিকে রওনা হয়। পরীক্ষাকেন্দ্রের কাছেই তাঁকে অ্যাসিড মারে স্বামী রাজেশ শেখ বলে অভিযোগ। স্বামী রাজেশ শেখকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত অ্যাসিড মারার কারণ জানা যায়নি। তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ।

নলহাটি, 15 মার্চ : মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে(Acid Attack On HS Candidate)। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ শেখ ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানা এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন ৷ যাওয়ার পথে তাঁর মুখে অ্যাসিড মারে স্বামী রাজেশ শেখ। ঘটনার পর প্রথমে তাঁকে নলহাটির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হয় (Nalhati Acid Attack)।

আরও পড়ুন : Konnagar Acid Attack Case : বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিন্ন করতে চাওয়ায় মহিলার উপর অ্যাসিড হামলা, গ্রেফতার যুবক

স্থানীয় সূত্রে খবর, এই মাধ্যমিক পরীক্ষার্থীর একটি 3 মাসের সন্তান রয়েছে। এদিন বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয় ৷ তারপর ছাত্রীটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে নলহাটির দিকে রওনা হয়। পরীক্ষাকেন্দ্রের কাছেই তাঁকে অ্যাসিড মারে স্বামী রাজেশ শেখ বলে অভিযোগ। স্বামী রাজেশ শেখকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত অ্যাসিড মারার কারণ জানা যায়নি। তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.