ETV Bharat / state

বিশ্বভারতীতে তাণ্ডবকারীদের শাস্তির দাবিতে অবস্থান-বিক্ষোভ ABVP-র

author img

By

Published : Aug 24, 2020, 2:27 PM IST

Updated : Aug 24, 2020, 3:56 PM IST

আজ বোলপুর দমকল বিভাগের সামনের রাস্তায় অবস্থান-বিক্ষোভ করে AVBP । রবীন্দ্রসংগীত গাইতে গাইতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় তারা ।

ABVP
ABVP-র অবস্থান-বিক্ষোভ

বোলপুর , 24 আগস্ট : বিশ্বভারতীর ঘটনায় প্রতিবাদে এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP) । রবীন্দ্রসংগীত গাইতে গাইতে পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভ করে তারা । তাদের দাবি, বিশ্বভারতীতে তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । এছাড়া পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করা যাবে না ।

পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত । 17 অগাস্ট বোলপুর-শান্তিনিকেতনের কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে রীতিমতো তাণ্ডব চালায় বিশ্বভারতীতে । ভেঙে দেওয়া হয় নির্মাণকাজ , বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস ও পৌষমেলার গেট । সেই সময় ঘটনাস্থানে দেখা যায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের । যা নিয়ে প্রশ্ন উঠেছে ও তাঁদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে ।

ABVP-র বীরভূম জেলা সভাপতি রূপক মণ্ডলের বক্তব্য

এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । বোলপুরে দমকল বিভাগের সামনের রাস্তায় অবস্থান-বিক্ষোভ করে তারা । তাদের বক্তব্য, পৌষমেলার মাঠে যে তাণ্ডবলীলা চলেছে তা নিন্দনীয় । তাণ্ডবকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ।

বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, পৌষমেলা ও বসন্ত উৎসব আর করা যাবে না । কারণ তারা এই উৎসব দু'টি পরিচালনা করতে অপারগ । আজ ABVP-র তরফে তারও প্রতিবাদ করা হয় ।

ABVP-র বীরভূম জেলা সভাপতি রূপক মণ্ডল বলেন , "বিশ্বভারতীর মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে আমরা তার ঘোর বিরোধী । তাণ্ডবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । আমরা এই ঘটনায় CBI তদন্তের দাবি করব ।"

বোলপুর , 24 আগস্ট : বিশ্বভারতীর ঘটনায় প্রতিবাদে এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP) । রবীন্দ্রসংগীত গাইতে গাইতে পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভ করে তারা । তাদের দাবি, বিশ্বভারতীতে তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । এছাড়া পৌষমেলা ও বসন্ত উৎসব বন্ধ করা যাবে না ।

পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত । 17 অগাস্ট বোলপুর-শান্তিনিকেতনের কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে রীতিমতো তাণ্ডব চালায় বিশ্বভারতীতে । ভেঙে দেওয়া হয় নির্মাণকাজ , বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস ও পৌষমেলার গেট । সেই সময় ঘটনাস্থানে দেখা যায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের । যা নিয়ে প্রশ্ন উঠেছে ও তাঁদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে ।

ABVP-র বীরভূম জেলা সভাপতি রূপক মণ্ডলের বক্তব্য

এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । বোলপুরে দমকল বিভাগের সামনের রাস্তায় অবস্থান-বিক্ষোভ করে তারা । তাদের বক্তব্য, পৌষমেলার মাঠে যে তাণ্ডবলীলা চলেছে তা নিন্দনীয় । তাণ্ডবকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ।

বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, পৌষমেলা ও বসন্ত উৎসব আর করা যাবে না । কারণ তারা এই উৎসব দু'টি পরিচালনা করতে অপারগ । আজ ABVP-র তরফে তারও প্রতিবাদ করা হয় ।

ABVP-র বীরভূম জেলা সভাপতি রূপক মণ্ডল বলেন , "বিশ্বভারতীর মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে আমরা তার ঘোর বিরোধী । তাণ্ডবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । আমরা এই ঘটনায় CBI তদন্তের দাবি করব ।"

Last Updated : Aug 24, 2020, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.