বোলপুর, 8 মে: নব জোয়ার কর্মসূচিতে তিন দিনের জেলা সফরে এবার বীরভূমে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত-হীন বীরভূম জেলায় এই প্রথম একগুচ্ছ সভা এবং রোড-শো করবেন তৃণমূলের সাংসদ ৷ দলীয় সূত্রে খবর, গ্রাম জনসংযোগ যাত্রায় বীরভূমে জুড়ে একাধিক জনসভা এবং ছোট রোড-শো করার কথা তাঁর ৷ সেই সঙ্গে, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে আগামী পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে অভিষেক এই জেলা থেকে কী বার্তা দেবেন, সেদিকে তাকিয়ে দলের নেতা-কর্মীরা ৷
অনুব্রত-গড়ে তেমন ভাবে কোনও দিনই সভা বা বড় দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তাই অনুব্রতহীন বীরভূমে তাঁর তিন দিনের সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাইবাহুল্য ৷ সেই সঙ্গে, যেদিন বীরভূমে পা রাখছেন অভিষেক, সেই দিনটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ মঙ্গলবার পঁচিশে বৈশাখ ৷ আর সেদিন বীরভূমে এসেই কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর কর্মসূচি শুরু করবেন অভিষেক ৷ রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিদায়ক চন্দ্রনাথ সিনহা সোমবার জানান, যেহেতু বীরভূম রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি, তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়েই নিজের কর্মসূচি শুরু করবেন অভিষেক ৷
সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এরপরই 2024-এ লোকসভা নির্বাচন ৷ দুই নির্বাচনের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে 'গ্রাম জনসংযোগ যাত্রা'। 'তৃণমূলে নব জোয়ার' এই স্লোগান দিয়ে জেলায় ঘুরছেন তিনি ৷ জনসভার পাশাপাশি রোড-শোও করছেন অভিষেক ৷ এমনকী দলের কর্মীদের বাড়িতে দুপুরের খাওয়া সারতে দেখা গিয়েছে তাঁকে ৷ এরই পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের ভোট গ্রহণ প্রক্রিয়াও চলছে ৷ দলীয় বৈঠকেই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করার অধিকার এলাকাবাসীদের উপরই ছেড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যাত্রার 15 তম দিনে বীরভূম জেলায় আসছেন তিনি।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতারের আগে এই জেলায় তেমনভাবে কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অংশ নিতে দেখা যায়নি ৷ তবে কী অনুব্রত-হীন জেলাকে বেশি গুরুত্ব দিতে চাইছে অভিষেক ! এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷ দলীয় সূত্রে খবর, 9 মে বীরভূমের নলহাটির লোহাপুর থেকে শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জন সংযোগ যাত্রা। মঙ্গলবার নলহাটি বাসস্ট্যান্ডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে যাত্রা শুরু করবেন তিনি ৷ পরে মুরারইয়ের চাতরা উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা, তেজহাটি গ্রামে দলীর কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন, রামপুরহাটের মাড়গ্রামে রোড-শো, তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে সংলগ্ন চিলার মাঠে রাত্রীবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
অন্যদিকে, 10 মে ময়ূরেশ্বরে রোড-শো, মহম্মদবাজারের সেচ দফতরের মাঠে জনসভা, বেলগড়িয়া গ্রামে লাদাখ সীমান্তে নিহত জওয়ান রাজেশ ওরাংয়ের বাড়িতে মধ্যহ্ন ভোজন সারবেন বলে জানা গিয়েছে। পরে সিউড়িতে রোড-শো, পাথরচাপুড়ি দাতাবাবার মাজারে চাদর চড়ানো, আদিবাসী মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে দুবরাজপুরে রোড-শো করার কথা আছে তাঁর। এরপর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি করে পুরন্দরপুরে রাত্রীবাস করবেন তিনি। এরপর 11 মে বোলপুরের ইলামবাজারে রোড-শো, সতীপীঠ কংকালীতলা মন্দিরে পুজো, সতীপীঠ লাভপুরে পুজো দিয়ে মন্দিরেই ভোগ খাওয়ার কথা আছে অভিষেকের ৷ এরপর লাভপুর মাঠে জনসভা, বোলপুরের সিয়ানে রাত্রীবাস করবেন তিনি। বীরভূমে এতগুলি কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁর প্রস্তুতিও শেষ হয়ে গিয়েছে। রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "তিন দিনের সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে অনেক কর্মসূচি রয়েছে তাঁর ৷ আমরা নলহাটিতে তাঁকে এই জেলায় স্বাগত জানাব ৷ তারপর চলবে জন সংযোগ কর্মসূচি।"
আরও পড়ুন: রাজ্যপালের 'চুপ করে বসে থাকব না'-র জবাব মমতার, তাহলে কি চাকরি খাবেন ?