ETV Bharat / state

Abhishek Banerjee: বীরভূমের দলীয় নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া হুঁশিয়ারি

author img

By

Published : May 12, 2023, 8:26 PM IST

Updated : May 12, 2023, 8:47 PM IST

পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে তৃণমূলের অন্যতম মাথাব্যথার কারণ দলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ শুক্রবার জেলা কোর গ্রুপের সঙ্গে বৈঠকে এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিকাশ রায়চৌধুরীর বক্তব্য

বোলপুর, 12 মে : দলের বীরভূম কোর কমিটি'র বৈঠক ডেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে তিন দিনের বীরভূম সফরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন এই জেলায় সেই কর্মসূচি শেষ করে প্রায় দেড় ঘণ্টা জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত নেতাদের প্রয়োজনে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের বৈঠকে ছিলেন বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, কাজল শেখ প্রমুখ ৷ জানা গিয়েছে, প্রায় দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এমনকী যেসব নেতা গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখতে চাইছেন প্রয়োজনে তাঁদের দল থেকে বহিষ্কার করার নিদানও দেন তিনি ৷

এছাড়াও, অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে যেন দলের ফল খারাপ না হয় তার জন্য জেলা নেতাদের সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য তথ জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, "প্রতিটি বুথ ধরে ধরে আলোচনা হয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, তিনি বলে গেলেন পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন করে, মানুষের পাশে থেকে ভোট করতে৷ ফল ভালো করতে ৷ গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের জেলায় নেই ৷ যদি কোথাও থাকে সতর্ক করা হবে ।"

উল্লেখ্য, বীরভূম জেলায় 9 থেকে 11 মে 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচির 'জনসংযোগ যাত্রা' করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কোথাও রোড শো, কোথাও জনসভা, কোথাও অধিবেশন, কখনও মন্দিরে পুজো, কখনও মাজারে চাদর চড়ানো প্রভৃতির মধ্য দিয়ে জনসংযোগ করেন তিনি ৷ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর বীরভূমে এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতগুলি কর্মসূচি ছিল । জনসংযোগ যাত্রা কর্মসূচিতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল । মুরাইয়ের চাতরায় জনসভা শেষে ভোটাভুটিকে কেন্দ্র করে হাতাহাতি হয় কর্মীদের মধ্যে৷ একই ভাবে বোলপুরের সিয়ান মাঠে অধিবেশনের সময় চলা ভোটাভুটিতে অনেকে অংশ নেননি ৷ নানুর এলাকায় ভোটাভুটি নিয়ে কোর কমিটির সদস্য কাজল শেখ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই দেখা যায় ৷ অর্থাৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে জেলাজুড়ে একাধিক গোষ্ঠী কোন্দল সামনে আসে । এরপরেই এই বৈঠক করলেন অভিষেক ৷

আরও পড়ুন: রাম মন্দির হলেও আবাস যোজনার টাকা বন্ধ, অভিযোগ অভিষেকের

বিকাশ রায়চৌধুরীর বক্তব্য

বোলপুর, 12 মে : দলের বীরভূম কোর কমিটি'র বৈঠক ডেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে তিন দিনের বীরভূম সফরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন এই জেলায় সেই কর্মসূচি শেষ করে প্রায় দেড় ঘণ্টা জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত নেতাদের প্রয়োজনে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের বৈঠকে ছিলেন বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, কাজল শেখ প্রমুখ ৷ জানা গিয়েছে, প্রায় দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এমনকী যেসব নেতা গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখতে চাইছেন প্রয়োজনে তাঁদের দল থেকে বহিষ্কার করার নিদানও দেন তিনি ৷

এছাড়াও, অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে যেন দলের ফল খারাপ না হয় তার জন্য জেলা নেতাদের সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য তথ জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, "প্রতিটি বুথ ধরে ধরে আলোচনা হয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, তিনি বলে গেলেন পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন করে, মানুষের পাশে থেকে ভোট করতে৷ ফল ভালো করতে ৷ গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের জেলায় নেই ৷ যদি কোথাও থাকে সতর্ক করা হবে ।"

উল্লেখ্য, বীরভূম জেলায় 9 থেকে 11 মে 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচির 'জনসংযোগ যাত্রা' করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কোথাও রোড শো, কোথাও জনসভা, কোথাও অধিবেশন, কখনও মন্দিরে পুজো, কখনও মাজারে চাদর চড়ানো প্রভৃতির মধ্য দিয়ে জনসংযোগ করেন তিনি ৷ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর বীরভূমে এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতগুলি কর্মসূচি ছিল । জনসংযোগ যাত্রা কর্মসূচিতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল । মুরাইয়ের চাতরায় জনসভা শেষে ভোটাভুটিকে কেন্দ্র করে হাতাহাতি হয় কর্মীদের মধ্যে৷ একই ভাবে বোলপুরের সিয়ান মাঠে অধিবেশনের সময় চলা ভোটাভুটিতে অনেকে অংশ নেননি ৷ নানুর এলাকায় ভোটাভুটি নিয়ে কোর কমিটির সদস্য কাজল শেখ ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই দেখা যায় ৷ অর্থাৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে জেলাজুড়ে একাধিক গোষ্ঠী কোন্দল সামনে আসে । এরপরেই এই বৈঠক করলেন অভিষেক ৷

আরও পড়ুন: রাম মন্দির হলেও আবাস যোজনার টাকা বন্ধ, অভিযোগ অভিষেকের

Last Updated : May 12, 2023, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.